Showing posts with label Bogra-News. Show all posts
Showing posts with label Bogra-News. Show all posts

Sunday, April 15, 2018

বগুড়া মাটিডালী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া মাটিডালী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল ম্যাচ মাটিডালী ক্রীড়া চক্র খেলার মাঠে অনুষ্ঠিত হয়।  শনিবার দুপুরে উক্ত ফাইনাল ম্যাচে মাটিডালী পাতারে বাড়ি চ্যালেঞ্জার বনাম উত্তরপাড়া সুপার কিংস্ অংশ গ্রহন করে। 

বগুড়া মাটিডালী প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

মাটিডালী পাতারে বাড়ি চ্যালেঞ্জার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। উত্তরপাড়া সুপার কিংস ব্যাট করতে নেমে ৭ ইউকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ৯৩ রান সংগ্রহ করে। 

মাটিডালী পাতারে বাড়ি চ্যালেঞ্জার ৯৪ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৩ ইউকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে ৭৩ রান সংগ্রহ করে ম্যাচ গুঠিয়ে যায়। 

উত্তরপাড়া সুপার কিংস ২৩ রানে জয় লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ এর শেরোপা লাভ করে ইস্তিয়াক আহমেদ তুষার এবং ৩২২ রান ও ১০ টি ইউকেট নিয়ে টুনামেন্ট সেরা হয় সৈয়দ রাসেল। 

হাসান জুয়েলার্সের সত্ত্বাধিকারী ও পাতারে বাড়ি চ্যালেঞ্জার এর দলীয় অধিনায়ক মেহেদী হাসানের আমন্ত্রনে এবং ইয়াকুব ইসলাম মিঠুর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলেদেন বগুড়া পৌরসভা ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মেজবাহুল হামিদ মেজবা। 

উক্ত ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ,সমাজ সেবক, মাটিডালী ক্রীড়া চক্রের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা আলহাজ্ব মাহবুব হামিদ তারা, মাটিডালী ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক ফারুকুল হাসান ফারুকসহ অত্র ক্লাবের সকল সদস্য ও অত্র এলাকার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।

Tuesday, April 10, 2018

বগুড়ায় ৭মাসের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ধু¤্রজাল সৃষ্টি বাবা দাদা দাদীর অভিযোগ রহস্যজনক মৃত্যু

বগুড়ায় নিগার সুলতানা ও সৌরভ দম্পতির ৭মাসের এক মাত্র শিশু পুত্র নেহালের মৃত্যু নিয়ে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে।

বগুড়ায় ৭মাসের শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ধু¤্রজাল সৃষ্টি  বাবা দাদা দাদীর অভিযোগ রহস্যজনক মৃত্যু

 বিভিন্ন সূত্র থেকে এ ঘটনাকে রহস্যজন উল্লেখ করে মৃত শিশুর রহস্যউদঘাটনে দাবী তোলা হয়েছে। হবিগঞ্জে চাকুরীরত স্বামী সৌরভ অভিযোগে শিশু নেহালের মৃতদেহ হাসপাতালের হিমঘড়ে রাখা হয়েছে।
 জানা গেছে বগুড়া শহরের লতিফপুর কলোনী এলাকার সৌরভের সাথে শাহজাহানপুর উপজেলার জালশুকা এলাকার আব্দুল খালেক মাষ্টারের মেয়ে নিগার সুলতানার সাথে গত ৩বছর পূর্বে বিয়ে হয় । পরবর্তিতে ওই দম্পতির ঘড়ে শিশু নেহালের জন্ম হয় ।

স্বামী হবিগঞ্জে চাকুরী করার সুবাদে নিগার সুলতানা তার শিশু সন্তান নেহালকে নিয়ে তার পৈত্রিক বাড়ীতে বাবা মায়ের কাছে থাকতো ।  গতকাল মঙ্গলবার সকালে নেহালকে অশুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত্যু ঘোষনা করেন ডাক্তার ।

এদিকে শিশু নেহালের মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে শিশুটির দাদা এবং দাদী এটাকে একটি পরিকল্পিত হত্যাকান্ড ঘটনা হিসাবে পুলিশের কাছে মৌখিক অভিযোগ দায়ের করেন । অন্যদিকে হবিগঞ্জে চাকুরীরত শিশুটির পিতা সৌরভ একই অভিযোগ এনে তার পুত্রের মৃত্যু রহস্যজনক মৃত্যু উল্লেখ করে তার বগুড়ায় আসা পর্যন্ত মৃত শিশু নেহালকে হাসপাতালের হিমঘড়ে রাখার জন্য দাবী করেন।

বর্তমানে মৃত শিশুটিকে হাসপাতালের হিমঘড়ে রাখা হয়েছে। আগামী কাল বুধবার শিশুটির বাবা সৌরভের অভিযোগ পাওয়া গেলে শিশু নেহালের ময়না তদন্ত অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন, স্থানীয় পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই আজিজ মন্ডল ।  সূত্র-এফএনএস

হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আবিস্কারক ডা: হ্যানিম্যান’র ২৬৪তম জন্মদিনে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা

হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আবিস্কারক মহাতা ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৪ তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপি কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা, সংবর্ধনা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আবিস্কারক ডা: হ্যানিম্যান’র  ২৬৪তম জন্মদিনে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা

বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় শহরের টিএমএসএস মহিলা মার্কেট থেকে বিশাল আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ। র‌্যালী শেষে টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ দেলওয়ার হোসেন।

এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি, বগুড়া প্রেসক্লাব সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডাঃ এস.এম.মিল্লাত হোসেন, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়ার ওষধ তত্ত্বাবধায়ক আহসান হাবীব।

 বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সহযোগিতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ডাঃ আব্দুস সামাদ, ডাঃ মোস্তফা আলম, ডাঃ সহিদুর রহমান, ডাঃ আব্দুল খালেক, তরুন শিল্পপতি আতিকুর রহমান টিটন, জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক ডা: মঞ্জুরুল আলম লিটন, ভিগো’র এজিএম আব্দুল মতিন, ডাঃ আয়ুব হোসেন, ডাঃ হুমায়ন কবীর, ডা: আবুল হোসেন, ডাঃ প্রমিত কুমার মন্ডল, ডাঃ এস এম আমির উদ্দীন, ডা: মাসুদ রানা রাজু,

 ডা: একেএম রুহুল আমিন বাবুল, ডাঃ শাহ গাজী, ডাঃ আতিকুর রহমান সুমন,ডাঃ এ এস এম সাহাবুদ্দীন আহমেদ, ডাঃ শফিকুল ইসলাম, ডাঃ আব্দুল আলীম, ডা: মজনুর রহমান, ডা: মাহফুজা আক্তার সোহেলী, ডা: শহীদুল ইসলাম, ডা: সোলায়মান আলী, ডা: বায়েজিদ হোসেন, ডা: শাহাদত হোসেন, ডা: বাবুল আক্তার, ডা:শামসুল ইসলাম, ডা: আসিফ আহম্মেদ, ডা: ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তারা মহাত্মা হ্যানিম্যানের জীবন ও কর্ম নিয়ে বিশদ আলোচনা করেন। সকল হোমিও চিকিৎসককে এই মহান বিজ্ঞানীর জীবন থেকে শিক্ষা নিয়ে মানবতার সেবায় নিজেদেরকে আত্মনিয়োগের আহবান জানান।  বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার হোমিওপ্যাথির উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন।

দেশের বিভিন্ন স্থানে হোমিও কলেজ প্রতিষ্ঠা করে হোমিও চিকিৎসার প্রসারে উদ্যোগ গ্রহণ করেছেন। সরকার সকল শ্রেণী পেশার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে।

হোমিও কলেজের অবকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষকদের শতভাগ বেতন ও সরকারী সকল সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ প্রক্রিয়াধিন রয়েছে। তিনি স্বল্পমূল্যে চিকিৎসা সেবা জনগনের দ্বারপ্রান্তে পৌছে দেয়ার আহবান জানান। সূত্র-এফএনএস

বগুড়া মাটিডালী থেকে এক অটো রিক্সা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ!

এস আই সুমন বগুড়া প্রতিনিধিঃ   বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের মাটিডালী ঈদগাহ মাঠের পার্শে অটো রিক্সা চালকের জবাই করার লাশ উদ্ধার করেছে পুলিশ।


বগুড়া মাটিডালী থেকে এক অটো রিক্সা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ!



জানা গেছে, মঙ্গলবার সকালে বগুড়া মাটিডালী ঈদগাহ মাঠের পার্শ্বে এক অটো রিক্সা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বগুড়ার সোনাতলার হারিকান্দী মধ্যপাড়া গ্রামের সরোওয়ারদীর পুত্র সাইদুল ইসলাম (৩৫) প্রতিদিনের ন্যায় অটোরিক্সা ভাড়া নিয়ে শহরের বিভিন্ন জায়গায় চালাইতো। সে সদরের ফুলবাড়ী মাটির মসজিদ এলাকার শহিদুলের বাড়ীতে ভাড়া থাকতো। 

সোমবার রাতে গাড়ী চালাতে গিয়ে রাতে ভাড়ায় বাসায় ফিরে আসেনি । ছিনতাই কারীরা তার কাছে থেকে আটোরিক্সা, মোবাইল, ভাড়া খাটার টাকা কেরে নিয়ে তাকে কলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়। 

অনেক খোজাখুজির পর মঙ্গলবার সকালে মাটিডালী ঈদগাহ মাঠের পার্শ্বে থেকে পুলিশ তার গালাকাটা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সদর এ সার্কেল সনাতন চক্রবর্তি, ওসি এমদাদ হোসেন, ফুলবাড়ীর এস,আই শহিদুল ইসলাম, এস আই বদিউজ্জামান বদি প্রমুখ।

সূত্র ঃ    www.bograsangbad.com

বগুড়ায় চালককে হত্যা করে রিকশা ছিনতাই

বগুড়ায় চালককে হত্যা করে রিকশা ছিনতাই  


বগুড়ায় চালককে হত্যা করে রিকশা ছিনতাই



 বগুড়া সদর উপজেলায় চালককে হত্যা করে অটোররিকশা ছিনতাইয়ের খবর দিয়েছে পুলিশ।  

সদর থানার ওসি এমদাদ হোসেন বলেন, মটিডালি ধরমপুরে সোমবার রাতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।  নিহত সাইদুর রহমান (৩৫) বগুড়ার সোনাতলা এলাকার বাসিন্দা।  

ওসি এমদাদ বলেন, “সাইদুরকে গলাকেটে হত্যা করা হয়েছে। তার অটোরিকশা পাওয়া যাচ্ছে না। ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”  

পুলিশ অপরাধী শনাক্ত করে ধরার জন্য অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।  লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বগুড়ায় বড় ভাইকে হত্যার অভিযোগ

সদন থানার ওসি এমদাদ হোসেন জানান, জমির বিরোধের জেরে মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন (৬০) উপজেলার জামগ্রাম তিলচপাড়ার বাসিন্দা ছিলেন।
এলাকাবাসী জানান, জমির বিরোধের জেরে মঙ্গলবার সকালে দুই ভাইয়ের ঝগড়া বাধে। একপর্যায়ে ছোট ভাই শামসুল হক ছুরিকাঘাত করলে আলতাফ ঘটনাস্থলেই মারা যান।
ওসি এমদাদ বলেন, পুলিশ আসামি ধরার জন্য অভিযান চলছে।
 লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিস্তারিত আসছে ............।। 

Sunday, April 8, 2018

বগুড়ায় ধর্ষক শিক্ষকের শাস্তির দাবীতে রাস্তা অবরোধ

এম আই মিরাজ : বগুড়া সদরের চাদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর জনৈক এক ছাত্রীকে প্রলোভন ও পরীক্ষায় ফেল করে দেওয়ার ভয় দেখিয়ে বিদ্যালয়ের লাইব্রেরীয়ান সদরের রজাকপুর গ্রামের সোলায়মান আলীর পুত্র ফারুক হোসেন বাবু দীর্ঘ ২ বছর পূর্ব থেকে দৌহিক সম্পর্ক গড়ে তুলে অশ্লিল ভিডিও ধারণ করে রাখে। 

বগুড়ায় ধর্ষক শিক্ষকের শাস্তির  দাবীতে রাস্তা অবরোধ


ভিডিওটি গত ২ দিন পূর্বে প্রকাশ পেলে রবিবার বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীরা লম্পট বাবুর ফাসীর দাবিতে বেলা ১২ টা থেকে ১২ টা৩০ মি: পর্যন্ত বি: সামনের নামুজা বগুড়া সড়ক অবরোধ করে রাখে। 

সংবাদ পেয়ে সদর এ সার্কেল সনাতন চক্রবর্তী, ওসী এমদাদুল হক, (তদন্ত) কামরুজ্জামান, ও গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সবুজ ঘটনাস্থলে পৌছে লম্পট বাবুকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির আশ্বাস প্রদান করলে অবরোধ তুলে নেওয়া হয়। 


এ ব্যাপারে বি: ১০ শ্রেণীর ছাত্র মেহেদী, ছাত্রী মীম, ৭ ম শ্রেণীর ছাত্রী ইশামনির সাথে কথা বললে তারা জানান লম্পট নারীলোভী হায়েনা লাইব্রেরীয়ান বাবুর ফাসী চাই।

 বি: ম্যানেজিং কমিটির সভাপতি আলী রেজা তোতন ও প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর সাথে কথা বললে তারা জানান বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বি: পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ ব্যাপারের ভুক্ত ভোগীর পিতা সরলপুর পশ্চিমপাড়া গ্রামের ডাবলু মিয়া বি: ম্যানেজিং কমিটির সভাপতি ও চাদমুহা সরলপুর যুব সংঘের নেতৃবৃন্দের বরাবর লম্পট বাবুর শাস্তি চেয়ে পৃথক পৃথক ২ টি আবেদন করেছে। 

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঐ বি: আবু বক্কর সিদ্দিক নামে এক শিক্ষককে ( বাবুর ভায়রা) আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে এক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

বগুড়ার শাজাহানপুরে ট্রাক-অটোটেম্পু মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১

বগুড়ার শাজাহানপুরে পাথরবোঝাই ট্রাক ও সিএনজিচালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন। রোববার সকাল পৌনে ৭টার দিকে বগুড়া- নাটোর মহাসড়কের উপজেলার বয়ড়াদিঘী সিনজেন্টা ওষুধ কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে।

ববগুড়ার শাজাহানপুরে ট্রাক-অটোটেম্পু মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১


নিহতরা হলেন- টেম্পুর যাত্রী নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের মৃত মহিন্দ্র নাথ হালদারের ছেলে গণেশ চন্দ্র হালদার (৪৫) এবং বগুড়া সদরের শশিবদনি গ্রামের মৃত সালামত আলী সরকারের ছেলে রমজান আলী সরকার (৬৪)।

আহত টেম্পু চালক দুর্ঘটনায় নিহত রমজান আলী সরকারের ছেলে। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি আটক করেছে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের এসআই কাজল কুমার নন্দি জানান, রোববার সকাল পৌনে ৭টার দিকে বগুড়া- নাটোর মহাসড়কের উপজেলার বয়ড়াদিঘী সিনজেন্টা ওষুধ কোম্পানির সামনে নাটোরগামী পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৪-৯৮৩৮) ও বগুড়াগামী সিএনজিচালিত অটোটেম্পুর (বগুড়া- থ-১১-৩৬২২) মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ২জন অটোটেম্পু যাত্রী নিহত হয় এবং চালক আহত হন। আহত চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই কাজল কুমার নন্দি জানান, নিহত ব্যক্তির মধ্যে রমজান আলী সরকার একজন কাঁচা তরিতরকারি ব্যবসায়ী।

ছেলের অটোটেম্পুতে করে কাঁচা তরিতরকারি নিয়ে সিংড়া গিয়ে বিক্রি শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

Saturday, April 7, 2018

করতোয়া এখন মৃত নদী Karatoya River

বগুড়ার প্রাণ করতোয়া নদী। শুনেছি একসময় খরস্রোতা ছিল এই করতোয়া নদী যা আজকে রাস্তার পাশের একটা ড্রেনের মতো হয়ে গেছে। 

শহরের বিভিন্ন কল-কারখানার বর্জ্য, ঘরবাড়ির ময়লা আবর্জনা নদীতে জমা হয়ে বগুড়ার প্রাণের এই করতোয়া নদী আজকে প্রায় মৃত। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই করতোয়া নিশ্চিহ্ন হয়ে যাবে। অথচ করতোয়ার দূষণ নিয়ে বিশেষ কোনো কাজই হয় না।    

করতোয়া এখন মৃত নদী


আমার ছোটবেলা থেকে করতোয়ার এই দুরাবস্থা দেখে আসছি। করতোয়া নিয়ে আমাদের মাথাব্যথ্যা খুব কম। 

শুধু ময়লা-আবর্জনা ফেলার জন্য আজকাল করতোয়ার দরকার হয়। আমরা বড্ড বেশি স্বার্থপর, যে করতোয়া নদী আমাদের মায়ের মতো, আমাদেরই অযত্নে মৃতপ্রায় সেই করতোয়ার দিকে আজ ফিরেও তাকাই না। তাকিয়েও ফিরবো কোথায়? ময়লাটা তো ফেলতেই হবে। আর কোথায় ফেলবো? 

করতোয়াই তো হাতের কাছে সহজলভ্য একমাত্র ভাগাড়!  কল-কারখানার বর্জ্য ফেলার পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা হলো ‘নদী দখল’। কতিপয় ক্ষমতাধর অসাধু লোকজনের লোলুপ দৃষ্টি পড়েছে করতোয়া নদীর দিকে। 

এই দুর্বৃত্তায়ন এতোটাই বেড়ে গেছে যে ইচ্ছে হল দখল করলাম, ইচ্ছে হলেই নদীর পাশে কল-কারখানা দিয়ে নদীটাকে ড্রেন হিসেবে ব্যবহার করলাম!  শুনেছি এই নদীটি পার্বতীকে বিয়ে করার সময় শিবের হাতে ঢালা পানি থেকে তৈরি হয়েছিল।

ঐতিহাসিক করতোয়া নদীতে প্রাণ ফিরে আসুক, সবার ভিতর পরিবেশগত সচেতনতা বৃদ্ধি হোক এই প্রত্যাশা।  পূর্ব প্রকাশিত: bdnews24.com

Thursday, April 5, 2018

ধুনটে ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খাদে: আহত ৩

ইমরান হোসেন ইমন, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া বেইলী ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার সহ তিন জন আহত হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ধুনটে ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই   ট্রাক খাদে: আহত ৩

বৃহস্পতিবার সকাল ৮টায় ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া ব্রিজ ভেঙ্গে এঘটনা ঘটে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে জনসাধারনের দূর্ভোগ পোহাতে হচ্ছে।  

স্থানীয়সূত্রে জানাগেছে, ১৯৮৮ সালের পরবর্তী সময়ে সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়নে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া খালের ওপর একটি স্টিলের বেইলী ব্রিজ নির্মান করা হয়। কিন্তু প্রায় ১০ বছর যাবত ওই ব্রিজের ট্রামজাম, পাটাতন ও ষ্টিল টেকিং সহ বিভিন্ন সরঞ্জামাদি নষ্ট হতে থাকে। 

তাই স্টিল ব্রিজের সরঞ্জামাদি সরবরাহ না থাকায় ব্রিজের পাতাটন খুলে বা ভেঙ্গে গেলে জোড়াতালি দিয়েই মেরামত করা হয়। এভাবে ওই ব্রিজটিতে অসংখ্যবার জোড়াতালি দেওয়া হয়েছে। এবিষয়ে একাধিকবার সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। তাই এনিয়ে তিনবার ওই ব্রিজটি ভেঙ্গে ট্রাক খাদে পড়ার ঘটনা ঘটলো।


মাঠপাড়া গ্রামের ইউপি সদস্য মিজানুর রহমান মজনু জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় পাথর বোঝাই একটি ট্রাক (বগুড়া-ট ১১-১২৯৩) ধুনটের উদ্দ্যেশ্যে যাওয়ার সময় মাঠপাড়া বেইলী ব্রিজটির একাংশ ভেঙ্গে ট্রাকটি খাদে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন চালক ও হেলপার সহ তিন জনকে উদ্ধার করে বগুড়ার হাসপাতালে প্রেরন করে। 

এদিকে ধুনট-শেরপুর সড়কের জনগুরুত্বপূর্ণ ওই ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় কাজিপুর, ধুনটের মথুরাপুর, সোনাহাটা, গোসাইবাড়ী, ভান্ডারবাড়ী সহ ১০/১৫টি রুটের যানবাহান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ধুনট সহ পাশ্ববর্তী কাজিপুর উপজেলার লাখো মানুষকে দূর্ভোগে পড়তে হয়েছে। 


এবিষয়ে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, অনেক বছর আগে থেকেই ষ্টিলের বেইলী সেতুর ট্রামজাম ও ষ্টিল টেকিং সহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ বন্ধ রয়েছে। একারনে স্টিলের ব্রিজগুলো জোড়াতালি দিয়ে মেরামত করা হচ্ছে। 


তবে মাঠপাড়া ব্রিজটি যেভাবে ভেঙ্গে গেছে তা মেরামতের অনুপযোগি হয়ে পড়েছে। আমরা জাপানী সরকারের অর্থায়নে একটি প্রকল্পের মাধ্যমে মাঠপাড়া এলাকায় একটি আরসিসি গার্ডার সেতু নির্মানের জন্য চেষ্টা করছি। তাই আপাতত অন্য উপজেলার খুলে রাখা একটি স্টিলের ব্রিজ সেখানে বসিয়ে দেওয়া হবে। 

সূত্র http://www.bograsangbad.com/10333

Thursday, March 29, 2018

বগুড়া সহ পাঁচ জেলার নামের ইংরেজি বানান সংশোধন প্রস্তাব

সিটি করপোরেশন হচ্ছে ময়মনসিংহ, পাঁচ জেলার নামের ইংরেজি বানান সংশোধন প্রস্তাব উঠছে নিকার সভায় 

বগুড়া সহ পাঁচ জেলার নামের ইংরেজি বানান সংশোধন প্রস্তাব

নিজামুল হক: বিপুল প্রশাসনিক বিভাগ গঠনের পর এবার সিটি করপোরেশনে উন্নীত করা হচ্ছে ময়মনসিংহ পৌরসভা। আর বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ইংরেজি বানানে পরিবর্তন আনা হচ্ছে পাঁচ জেলার।  

কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার সদর দফতর স্থাপনের স্থান পরিবর্তন করারও প্রস্তাব করা হচ্ছে। ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৫তম সভায় এই তিনটি প্রস্তাব উঠছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বাংলাদেশ প্রতিদিনকে এই তিনটি প্রস্তাব উত্থাপনের বিষয় নিশ্চিত করে বলেছেন, নিকারের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

২০১৫ সালের ১২ অক্টোবর বৃহত্তর ময়মনসিংহের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনাকে নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠন করে সরকার। সাধরণত বিভাগীয় শহরের পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। 

স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা অনুযায়ী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে আটটি শর্ত পূরণ করতে হয়। 

শর্ত পূরণে ইতিমধ্যে ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন সম্পূর্ণ এবং ছয়টি ইউনিয়নের আংশিক পল্লী এলাকাকে শহর এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। 

এর মধ্য দিয়ে ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে নিকারে উপস্থাপনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। 

পাঁচ জেলার ইংরেজি বানান : মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দেশের পাঁচ জেলা চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর এবং বগুড়ার ইংরেজি বানান সংশোধনের জন্য একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর মন্তব্যসহ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।    

জানা গেছে, জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধিবিধান বা নীতিমালা না থাকায় নতুন বিভাগ, জেলা-উপজেলা সৃজন, নামকরণ ও নাম পরিবর্তনের জন্য নিকার সভায় অনুমোদন বা বিবেচনা করা হয়ে থাকে। 

বর্তমান ইংরেজি বানান Chittagong এর পরিবর্তে Chattagram, Comilla এর পরবির্তে Kumilla, Barisal এর পরিবর্তে Barishal, Jessore এর পরিবর্তে Jashore এবং বগুড়ার ইংরেজি Bogra এর পরিবর্তে bagura করার প্রস্তাব পাঠানো হয়েছে। 

এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আটটি এবং লাকসাম উপজেলার একটি ইউনিয়ন নিয়ে গঠিত লালমাই উপজেলার সদর দফতর স্থাপনের স্থান পরিবর্তন করার প্রস্তাবও নিকার সভায় উঠছে। 

ইতিপূর্বে সিদ্ধান্ত ছিল লালমাই উপজেলা সদর স্থাপন করা হবে ৪৭ নম্বর জয়নগর মৌজায়। কিন্তু এই সিদ্ধান্ত পরিবর্তন করে এখন ৩৬ নম্বর উত্তর ফতেপুর মৌজার ২৮ দাগের মোট ছয় একর জমির ওপর উপজেলা সদর দফতর স্থাপনের প্রস্তাব করা হবে।
সুত্র: BD News protidi

Tuesday, March 13, 2018

আদমদীঘিতে রাতের আধারে কাটা হচ্ছে গাছের মাথা

আদমদীঘি প্রতিনিধি সাগর খান: বগুড়ার আদমদীঘির পল্লীতে একটি যুব সমবায় সমিতির লাগানো প্রায় শতাধিক গাছের মাথা ও মাঝখানে রাতের আঁধারে ভেঙ্গে দিয়েছে কে বা কারা।


আদমদীঘিতে রাতের আধারে কাটা হচ্ছে গাছের মাথা 


গাছের সাথে এমন শত্রুতায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কৈকুড়ি গ্রামের “কৈকুড়ি বেকার কল্যান যুব সমবায় সমিতি লিমিটেড” নামক সংগঠন বন বিভাগের সহায়তা ও নিজস্ব অর্থায়নে এলাকার বিভিন্ন গ্রামের নতুন ও গাছ কম থাকা রাস্তায় সেচ্ছা শ্রমের ভিত্তিতে প্রায় সাড়ে ১০ হাজার ফলদ ও বনদ গাছের চারা রোপন করে। 

বিপুল সংখ্যক গাছের চারা রোপনের এ ঘটনা এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগালেও হাতে গোনা কিছু হিংসুটে মানুষেরা বিরোধীতা করে আসছিল। 

এর এক পর্যায়ে গত সোমবার রাতের আঁধারে রোপন করা গাছের চারা ভেঙ্গে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে বলে জানা গেছে।
সুত্র:  বগুড়া সংবাদ

Sunday, March 11, 2018

ব্লেড দিয়ে কেটে যৌনাঙ্গের প্রবেশ পথ বড় করেই রাতভর ধর্ষন

ব্লেড দিয়ে কেটে যৌনাঙ্গের প্রবেশ পথ বড় করেই রাতভর ধর্ষন করেছে দিনাজপুরের ৫ বছরের শিশু পূজাকে..!!
ব্লেড দিয়ে কেটে যৌনাঙ্গের প্রবেশ পথ বড় করেই রাতভর ধর্ষন


সারারাত ধরে ২ টা জানোয়ার টানা ধর্ষন করে, সকালে বাড়ির কাছে ফেলে রেখে গিয়েছিলো তাকে.! বিচার হয়নি, বাকিটা ইতিহাস....... 

আশেপাশে রেল লাইন থাকলে হয়তো পূজার বাবাও মেয়েকে নিয়ে সেদিন আত্মহত্যা করতো.!!!  আচ্ছা... ছোট্ট ফাতেমার কি দোষ ছিলো.?? একটি ছোট শিশুকে তুলে নিয়ে গেল, ধর্ষন করলো.! 

বাবা বিচার চাইতে গেল থানায়, ১০০০ টাকার বিনিময়ে পুলিশ কিনতে চাইলো ফাতেমার হারানো ইজ্জত!! আমি মনে করি, রমজান আলী তার মেয়ে ফাতেমাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে ভালোই করেছে.! কারন, যে পুলিশের কাছে সে বিচার চাইতে গিয়েছিল, সে পুলিশ-ই তার দুইদিন পর এক মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাতভর ধর্ষন করেছে!!  

এটি দেখলে রমজান আলী হয়তো দুইবার আত্মহত্যা করতো..!! অবশ্য মেয়েটি এখনো আত্মহত্যা করেনি, ঢাকা মেডিকেলে ভর্তি আছে..! রমজান আলী থানা থেকে গিয়েছিলো ক্ষমতাসীন দলের অফিসে বিচার চাইতে.! কিন্তু সে হয়তো জানতো না, তার ঠিক ১ সপ্তাহ আগেই মুন্সীগঞ্জে এই ক্ষমতাশীল দলেরই এক মেম্বার VGF কার্ডের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছে ফাতেমার বয়সী আরেকটি বাচ্চাকে.!! 

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বিছানায় এখনো প্রচন্ড যন্ত্রনায় কাতরাচ্ছে শিশুটি.!! খবর নিয়ে দেখতে পারেন.! এটা জানতে পারলে হয়তো রমজান আলী আরো একবার সুইসাইড করতেন অতি দুঃখে.!! রমজান আলী আজ ইতিহাস হবার পথে.......  

গত পরশু দিনের কাহিনী তো বলাই হয়নি আপনাদের!! রাজধানীর জুরাইনে ১১ বছরের একটি মেয়েকে স্কুল কক্ষে আটকে রেখে ৮ জন মিলে রাতভর ধর্ষন করেছে.! মেয়েটির আত্মচিৎকার ৪ দেয়ালের বাইরে আসেনি বলে ভালোই হয়েছে..! 

বাইরে এলে রাষ্ট্র হয়তো তাঁর সেই চিৎকার শুনেও হাততালি-ই দিতো!!  আপনারা কি ঐ কাহিনীও ভুলে গেছেন??? বাসায় মা-মেয়েকে একা পেয়ে কিছু জানোয়ার বাসায় ঢুকে মা'কে বেঁধে রেখে ৭ বছরের ছোট্ট মেয়েটিকে ধর্ষন করেছিলো!! নিরুপায় মা বারবার চিৎকার করে বলেছিলো, 'বাবারা, ও ছোট, এক জন একজন করে যাও'! কেউই শুনেনি মায়ের আর্তনাদ!! 

বিচার হয়নি, হয়েছে ইতিহাস.....  কিন্তু এভাবে আর কত??? আর কত পূজা কিংবা ফাতেমারা ইতিহাস হবে? ফেভিকলের আঠাযুক্ত নরম গদির মানুষেরা মানবতাবাদী, প্রগতিশীল, সভ্য মানুষ। তাই তারা এসব আধুনিক সমাজের সামান্য দুষ্টামি বলে চালিয়ে দেয়। সুশীলেরাও আজ চুপ। চেতনাধারী অচেতনরা আজ অন্ধ।
..........
নিউজ অনলাইন ডেস্ক । 
নিউজ পড়ে কমেন্টশেয়ার করলে ভাল লাগে। আপনাদের মতামত জানাবেন।  

Thursday, March 8, 2018

বগুড়ায় 10 হাজার পিস ইয়াবাসহ নারী আটক

অনলাইন ডেক্স : বগুড়ায় দশ হাজার ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়ায় 10 হাজার পিস ইয়াবাসহ নারী আটক

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নূর এ আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে শহরের রহমান নগরের বাড়ি থেকে ২৭ বছর বয়সী বাঁধন আক্তারকে গ্রেপ্তার করা হয়। 

বাঁধন শহরের বাদুরতলা এলাকার শাহিনুর রহমানের স্ত্রী। ওসি নূর এ আলম বলেন, বাঁধন দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলেন। 

গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রহমান নগরে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। 

পরে সেখানে তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। বাঁধনের বিরুদ্ধে মাদক আইনে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।

Thursday, March 1, 2018

ধুনটে ধান ক্ষেতে শ্রমিকের লাশ

বগুড়ার ধুনট উপজেলায় ধান ক্ষেত থেকে আবুল কালাম ওরফে হেমায়েত আলী (৪৮) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে উপজেলার চিকাশি ইউনিয়নের চাপড়া গ্রামে বিলের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কালাম পটুয়াখালী জেলা সদরের কমলাপুর ইউনিয়নের ভরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান,

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবুল কালাম বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফিরে আসেন নি তিনি।

সকালে বিলের ধান ক্ষেতে আবুল কালামের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান এরফান এ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮ এমবিএইচ/এসআরএস

Tuesday, February 27, 2018

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় নিহত ১

বগুড়ায় ট্রাক চাপায় নিহত ১ , সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শেরপুর কলেজের শিক্ষার্থীরা।

বগুড়ায় ট্রাক চাপায় নিহত ১

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বালুবাহী ট্রাক চাপায় শেরপুর ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞানের সাবেক প্রদর্শক এইচ এম সরোওয়ার্দী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌরশহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি শেরপুর পৌরশহরের প্রফেসরপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।  

শেরপুর থানার পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম বাংলানিউজকে জানান, সওদা-পাতি করে বাড়ি ফিরছিলেন নিহত সরোওয়ার্দী। 

রাস্তা পারাপারের সময় বগুড়াগামী (বগুড়া-ড-১১-০৮৫৬) একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক হোসেন আলীকে আটক করা হয়েছে। ট্রাক চালক দুপচাঁচিয়া উপজেলা সদরের তমিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি।   

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শেরপুর কলেজ রোড এলাকায় সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কলেজ রোডে গতিরোধক ও দুর্ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। 

পরে পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

বগুড়ায় র‌্যাব কর্তৃক ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

গোলাম রব্বানী শিপন:  বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব- ১২) সদস্য কর্তৃক ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছেন।

বগুড়ায় র‌্যাব কর্তৃক ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৮শ’ ৫০ টাকা জব্দ করা হয়।  

আটকরা হলেন- সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সোহাগ ও শাজাহানপুর উপজেলার রহিমাবাদ মধ্যপাড়ার আবু তালেবের ছেলে তাজুল ইসলাম।  

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১২ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলা ও শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়। 

আটকরা দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

টাঙ্গাইলে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

 টাঙ্গাইলে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত  টাঙ্গাইল সদর উপজেলার তারটিয়া এলাকায় ট্রাকচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন।


টাঙ্গাইলে-ট্রাকচাপায়-অটোরিকশা-যাত্রী-নিহত

এতে আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম ঠিকানা পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

টাঙ্গাইল পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী জানান, সকালে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে বাসাইল যাচ্ছিল।

পথে তারটিয়া এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এতে আহত হন অটোরিকশা চালকসহ চারজন। 

পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।   ব্রেকিংনিউজ/পিআর

বগুড়া-ঢাকা রুটে সকল বাস চলাচল বন্ধ

২৭ ফ্রেরুয়ারী, গোলাম রব্বানী শিপন, বগুড়া থেকেঃ   বগুড়া মোটর মালিক গ্রুপ ও নওগাঁ মোটর শ্রমিক সমিতির নেতাদের দ্বন্দ্বের জের ধরে এবার বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বগুড়া-ঢাকা-রুটে-সকল-বাস-চলাচল-বন্ধ

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার পর থেকে শহরের ঢাকাগামী যাত্রীবাহী বাসের সবগুলো কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। 

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম নিরাপদ নিউজকে জানান, পূর্বের দ্বন্দ্বের জের ধরে পাঁচদিন ধরে নওগাঁ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বগুড়ার বাস মালিকদের ১৫টি বাস আটকে রেখেছেন। 

বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। বিষয়টি নিয়ে সোমবার দুপুরেও রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে জরুরি সভা করে। 

সভায় শান্তিপূর্ণ সমঝোতার ব্যাপারে সিদ্ধান্ত হলেও বিকেলে নওগাঁর শ্রমিক নেতারা ঢাকায় বগুড়ার বাস মালিকদের টিকিট কাউন্টার বন্ধ করে দেন। 

এর প্রতিবাদে রাতেই বগুড়া থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেন বগুড়ার মালিকরা। 

এরপরই বন্ধ করে দেওয়া হয় শহরের চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঠনঠনিয়ায় ঢাকা বাস টার্মিনাল ও সাতমাথায় থাকা সব বাসের টিকিট কাউন্টারগুলো। 

আচমকা এমন সিদ্ধান্তে চরম দূর্ভোগ ও বিপাকে পড়েছে ঢাকাগামী শত শত যাত্রীগন।