বগুড়ার ধুনট উপজেলায় ধান ক্ষেত থেকে আবুল কালাম ওরফে হেমায়েত আলী (৪৮) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে উপজেলার চিকাশি ইউনিয়নের চাপড়া গ্রামে বিলের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কালাম পটুয়াখালী জেলা সদরের কমলাপুর ইউনিয়নের ভরিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে বলে জানা গেছে। স্থানীয়রা জানান,
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবুল কালাম বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফিরে আসেন নি তিনি।
সকালে বিলের ধান ক্ষেতে আবুল কালামের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান এরফান এ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮ এমবিএইচ/এসআরএস
No comments:
Post a Comment