Showing posts with label মৃত্যু. Show all posts
Showing posts with label মৃত্যু. Show all posts

Wednesday, February 6, 2019

ধুনটে নারী পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

অনলাইন ডেস্ক প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০১৯,  দাম্পত্য কলহের জের ধরে বগুড়ার ধুনট থানার এএসআই রোজিনা খাতুন (৩০) নামে এক নারী পুলিশ কর্মকর্তা গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। 


মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

থানা সূত্রে জানা গেছে, নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের নান্নু মিয়ার মেয়ে রোজিনা খাতুন ২০০৭ সালে পুলিশ কনস্টেবল পদে চাকুরীতে যোগদান করেন। ২০০৮ সালে একই এলাকার আব্দুল লতিফ মোল্লার ছেলে সিংড়া উপজেলার দমদমা কারিগরি স্কুলের সহকারী শিক্ষক হাসান আলীর সাথে তার বিয়ে হয়।

 দাম্পত্য জীবনে মেয়ে জুই (৭) ও ছেলে রাজের (৪) জন্ম হয়। স্বামী হাসান আলী চাকুরীর সুবাদে গ্রামের বাড়িতে থাকলেও রোজিনা পদোন্নতি পেয়ে ২০১৮ সালের ১৮ জানুয়ারি ধুনট থানায় যোগদান করেন। থানা ভবনের পাশের একটি ভাড়া বাসায় ছেলে ও মেয়েকে নিয়ে বসবাস করছিলেন রোজিনা। 

রোজিনার বাবা নান্নু মিয়া বলেন, ৫/৬ বছর ধরে রোজিনার সাথে জামাতা হাসানের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার রোজিনার ভাড়া বাসায় হাসান আলী বেড়াতে আসেন এবং শনিবার সকালে গ্রামের বাড়ীতে চলে যায়। এরপর থেকেই মেয়ের মন খারাপ ছিল।

 মঙ্গলবার দুপুরে রোজিনা গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ধুনট হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সে মারা যায়। 

রোজিনার স্বামী হাসান আলী বলেন, স্ত্রী অসুস্থ হওয়ার খবর শুনে তিনি হাসপাতালে এসেছেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। 

তবে রোজিনা সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক পেজে গত ৩ ফেব্রুয়ারি রাত ১১টা ২১ মিনিটে লিখেছেন ‘মৃত্যু এমন এক মেহমান যে দরজায় দাঁড়াইলে তাকে ফিরিয়ে দেবার মত ক্ষমতা দুনিয়ার কোন প্রাণীরই নাই’। আর এটাই ছিল তার ফেসবুক পেজের শেষ ট্যাটাস। 

এ ছাড়া গত এক সপ্তাহ আগে থেকেই তার ফেসবুক পেজে ভালবাসা ও মান অভিমানের বিভিন্ন কথা শেয়ার করেছেন তিনি। ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, দাম্পত্য কলহের কারণেই এএসআই রোজিনা আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইমরান হোসেন ইমন

Friday, February 1, 2019

মায়ের ঝুলন্ত লাশ, বাচ্চার ফোন 'তাড়াতাড়ি এসো মা বিদেশ চলে গেছে'

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : মায়ের ঝুলন্ত লাশ, বাচ্চার ফোন 'তাড়াতাড়ি এসো মা বিদেশ চলে গেছে'  বগুড়ার শাজাহানপুরে মৌসুমী বেগম (২৬) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন।


দুই শিশুকে ঘুম পাড়িয়ে দেন তিনি। তাদের বলে যান যে তিনি বিদেশ যাচ্ছেন। সন্তানরা ঘুমিয়ে গেলে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন মৌসুমী। তিনি উপজেলার কচুয়াদহ গ্রামের রাজমিস্ত্রি আব্দুল বাকির স্ত্রী। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ শয়ন ঘরের সিলিংয়ের তীরের সাথে রশি টাঙিয়ে গলায় ফাঁস দেন মৌসুমী। 

আজ শুক্রবার সকাল ১০ টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৌসুমী বেগমের বড়ভাই রেজাউল করিম জানান, তার ভগ্নিপতি আব্দুল বাকি পেশায় রাজমিস্ত্রি। কাজের ব্যস্ততায় বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয় তাকে। তাদের ঘরে মুশফিক (৮) এবং আবু তালহা (৫) নামে দুই পুত্র সন্তান রয়েছে। 

দুই ছেলেকে নিয়ে তাদের সুখের সংসার বলেই জানেন সবাই। শুক্রবার সকালে বড় ছেলে মুশফিক তার নানাকে ফোন করে বলে ‘নানা, মা বিদেশ চলে গেছে, তাড়াতাড়ি এসো’। পরে এসে এমন ঘটনা দেখেন তারা। রাতের বেলা মৌসুমী তার দুই পুত্র সন্তানকে পাশের ঘরে শুইয়ে রেখে বলেছিলেন, 'বাবা, তোমরা ঘুমাও। 

আমি বিদেশ চলে যাচ্ছি'। সকাল বেলা বড়ছেলে মুশফিক ঘুম থেকে উঠে মাকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে নানাকে ফোন করে। প্রতিবেশীরা জানান, মৌসুমী বেগম খুবই ভালো মানুষ। তাদের সুখের সংসার। কারো সাথে কোনো দ্বন্দ্ব নেই। 

আত্মহত্যা করার মতো কিছু কারো চোখে পড়েনি। থানার এসআই রুম্মান হাসান জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম শেষে স্বজনদের হাতে লাশ হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি।

বুড়িগঞ্জে নদীতে বালু উত্তোলণে দুইজন নিহত হওয়ার ঘটনায় ॥ অশুভ শক্তির ছায়া!


-------------------------------------
সরকারি প্রকল্পে খনন করা নাগর নদীতে বোরিং করে অবৈধভাবে বালু উত্তোলণ করার সময় দুইজন শ্রমিক নিহত ঘটনাটিতে অশুভ শক্তির ছায়ায় পরিনত হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির দক্ষিণ ছাতড়া গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র নাসির উদ্দিন সরকারি প্রকল্পে খনন করা নাগর নদীর তলদেশে অবৈধভাবে বোরিং করে বালু উত্তোলণ করে আসছিল। উক্ত বালু উত্তোলণ বোরিং স্থলে গত ১৮ জানুয়ারি দুপুরে কলেজ পড়–য়া মোশারফ হোসেন ও এক সন্তানের জনক খায়রুল ইসলাম দুর্ঘটনায় নিহত হয়।

বালু উত্তোলণ পয়েন্টে দুইজন নিহত হওয়ার সংবাদ পেয়ে ছাতড়া গ্রামের জনৈক নজরুল ইসলাম ও জনৈক ভুট্ট বালু উত্তোলণ করার মেশিন পাইপ ও যন্ত্রাংশ যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকার মালামাল তড়িঘড়ি করে নিজ বাড়িতে নিয়ে যায়। সরকারি নদীতে অবৈধভাবে বালু উত্তোলণ করার সময় দুইজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। 

এ সময় শিবগঞ্জ থানা পুলিশকে তারা নিজের জায়গায় বালু উত্তোলণ করেছে এবং বিভিন্ন ভাবে ভুল তথ্য দিয়ে অশুভ শক্তির ছায়ায় দফায় দফায় অভিযুক্তর আত্মীয়দের কাছ থেকে নিহত পরিবার, পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের ভয় দেখিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। 

বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে জানাজানি হয়। এর পরিপ্রেক্ষিতে ওইদিন রাতেই নিহত মোশারফ সরকারের পিতা ক্ষেতলাল উপজেলার আলামপুর ইউপির বানিয়াচাপড়  গ্রামের মোস্তফা সরকার বাদী হয়ে বালু উত্তোলণকারী নাসির উদ্দিন ও মেশিন মালিক নজরুল ইসলাম এ  দু’জনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন। 

বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, বুড়িগঞ্জের একটি রাজনৈতিক দলের ছত্র ছায়ায় দুইজন জনৈক নেতা উপরোক্ত টাকাগুলি ভাগবাটোয়ারা ও রফাদফা করার গুনজন উঠেছে। উল্লেখ্য যে, বালু উত্তোলণে নিহত শ্রমিকদের দুইটি মোবাইল ফোন নগদ টাকা পরিধেয় বস্ত্র উত্তোলণে ব্যবহৃত মেশিন ও পাইপসহ তাদের বেশকিছু মালামাল অদ্যবধি উদ্ধার হয়নি। 

এ ব্যাপারে ১ ফেব্র“য়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মামলাটি তদন্তধীন রয়েছে, তিনি আরও জানান, বালু উত্তোলণের কাজে ব্যবহৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। সরকারি নাগর নদীতে অবৈধভাবে বোরিং করে বালু উত্তোলণ কারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান সচেতন মহল। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ০১.০২.২০১৯

বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার




: বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে নিশিন্দারা ইউপির নুনগোলা চাদপুর আমবাগানের পাশে সুবিল খাল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। তবে ঐ ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
বগুড়ার অতি: পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরন করেছে। তিনি সহ সদর থানার ওসি এসএম বদিউজ্জামান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান। এদিকে ঐ লাশের কেউ পরিচয় জানলে তাকে বগুড়া সদর থানায় যোগাযোগ করার জন্য জানানো হয়েছে।
নিহত ব্যক্তির মুখে দাড়ি, পরনে লুঙ্গি, ফুলহাতা চেক শার্ট ও হাফ হাতা সোয়েটার ছিল।

Monday, January 28, 2019

বগুড়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবতির মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

বগুড়া উত্তর ডটকম: বগুড়া শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবতির মৃত্যু, এলাকায় শোকের ছায়া।


জানা যায় শিবগঞ্জ উপজেলার গুজিয়া তেলিপাড়া গ্রামের সাজুর  কন্যা সারমিন আক্তার (১৯) পরিবারের সদস্যর উপর অভিভান করে সোমবার দূপূর ১২ টার দিকে সবার  অগোচরে গলায় ওড়না দিয়ে তীরে সাথে ঝুলিয়ে আত্মহত্যা করে। 

বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) ছানোয়ার এর  নির্দেশে এসআই আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পরিবারের লোকজন জানায় বাড়িতে কেহ না থাকার সুযোগে সারমিন আক্তার গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে নিহতের নানা আশরাফ আলী থানায় ইউডি মামলা করেন। 

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) ছানোয়ার এর সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা নেওয়া হয়েছে। সারমিন এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পরবর্তী আপলোড পেতে কমেন্ট_এবং_শেয়ার করে পাশে থাকুন।

Saturday, January 26, 2019

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার ছোট ছেলে নিহত, বড় ছেলে আহত

বগুড়া উত্তর ডটকম: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বগুড়ার সোনাতলা শাখা সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা তারাজুল ইসলামের ছোট ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুলহাস জিম (২৩) নিহত ও বড় ছেলে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র জাকারিয়া আহত হয়েছে। 




ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে ঘটেছে। ওইদিন জিম ও জাকারিয়া দুই ভাই মোটর সাইকেল যোগে ঢাকা থেকে বগুড়ার সোনাতলায় নিজ বাড়িতে আসার পথে সিরাজগঞ্জের ঝাউল নামক স্থানে মহাসড়কে কাভার্ড ভ্যানের সাথে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছোট ভাই জুলহাস জিম নিহত ও বড় ভাই জাকারিয়া আহত হয়। 

শুক্রবার বাদ জুমা সোনাতলা উপজেলার উত্তর করমজা গ্রামে নিহত জুলহাস জিমের নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন অনুষ্ঠিত হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।

Thursday, January 24, 2019

নন্দীগ্রামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া উত্তর ডটকম (ফিরোজ কামাল ফারুক, নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকায় নাহিদ আকতার সুমন (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পৌরসভার ওমরপুর গ্রামের এমদাদুল হকের ছেলে। গত বুধবার রাতে নিজ শয়ন ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। 






স্থানীয়রা জানায়, বুধবার রাতে নিজ শয়ন ঘরে ফ্যানের সাথে নাহিদ আকতার সুমনের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। সংবাদ পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে বনিবনা না হওয়ার কারণেই এ ধরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সুমনের আত্বহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নন্দীগ্রাম থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Tuesday, January 22, 2019

চলে গেলেন গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল





প্রখ্যাত সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই (ইন্না লিল্লাহি...ইলাহে রাজিউন)। মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর বাড্ডায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছেলে সামীর আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃতদেহ আফতাব নগরে নিজ বাসায় রাখা হয়েছে। শেষ শ্রদ্ধ্যা জানানোর জন্য নিয়ে আসা হবে শহীদ মিনারে।

আহমেদ ইমতিয়াজ বুলবুল বাংলাদেশের একজন সঙ্গীত ব্যক্তিত্ব। তিনি একাধারে গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। ১৯৭০ দশকের শেষ লগ্ন থেকে অমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন।

তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার-সহ অন্যান্য অসংখ্য পুরস্কারে ভূষিত হন। তিনি ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।

আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৭৮ সালে মেঘ বিজলি বাদল ছবিতে সঙ্গীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি স্বাধীনভাবে গানের অ্যালবাম তৈরি করেছেন এবং অসংখ্য চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন।

সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদি, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলু, আগুন, কনক চাঁপা-সহ বাংলাদেশি প্রায় সব জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের নিয়ে কাজ করেছেন তিনি। আহমেদ ইমতিয়াজ বুলবুল নিয়মিত গান করেন ১৯৭৬ সাল থেকে।

Monday, January 14, 2019

বগুড়ায় অটো ভ্যান দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

বগুড়া উত্তর ডটকম: (আনোয়ার হোসেন, নামুজা প্রতিনিধিঃ বগুড়ার পল্লীতে ব্যাটারি চালিত অটো ভ্যান দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির রামপুর ভালুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফাজ উদ্দিন (৫৫) গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় পার্শ¦বতী পিরব ইউপির সিহালীহাট থেকে বাজার করে ব্যাটারি চালিত অটো ভ্যান যোগে বাড়ী যাবার সময় পিরব মাঠপাড়া নামকস্থানে ব্যাটারি চালিত অটো ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে নিচের জমিতে পড়ে দুর্ঘটনায় পতিত হয়।
এসময় ভ্যানের যাত্রী শিক্ষক আফাজ উদ্দিন মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হয়। পরে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Sunday, January 13, 2019

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত বেলালের বাড়িতে চলছে শোকের মাতম

বগুড়া উত্তর ডটকম: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি বগুড়া জেলার নন্দীগ্রামের বেলাল হোসেনের (৩৮) বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা। বেলাল ছিল তাদের পরিবারে একমাত্র আয়ের উৎস। তার মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে দুই সন্তানের ভবিষৎ। 


নিহত বেলাল হোসেন উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুমচা গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে। বেলাল হোসেন সৌদি আরবের মক্কা শহরের একটি কোম্পানিতে রোড ক্লিনার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় গত ১০ জানুয়ারি সকালে কাজে যোগ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।  

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১৩ জানুয়ারি) সব আইনি প্রক্রিয়া শেষে সৌদি আরবেই বেলাল হোসেনের মরদেহ দাফন করার সম্ভাবনা রয়েছে। রোববার সকালে বেলালের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, নিহতের স্ত্রী ও মা আহাজারি করছেন। বেলালের নিহত হওয়ার খবরে তার বাড়িতে এসে ভিড় করেছেন স্বজন ও প্রতিবেশিরা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ডিসেম্বর মাসে বেলাল সৌদি আরবে যান। এক বছর পেরুতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

সারিয়াকান্দিতে ট্রলীর চাপায় কিশোরী নিহত

বগুড়া উত্তর ডটকম: (রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে মাটিবাহী ট্রলীর চাপাতে একজন কিশোরী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। জানা যায়, শনিবার দুপুরে উপজেলার কামালপুর ইউনিয়নের রৌহাদহ ঘাট এলাকায় ভ্যানে করে যাওয়ার সময় ট্রলী ধাক্কা দিলে ভ্যান থেকে পরে যায় কিশেরী সুমাইয়া আক্তার (১২)। 







এরপর ট্রলীর চাকার নিচে পৃষ্ট হলে আহত অবস্থায় তাকে জরুরী ভিত্তিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় সে মারা যায়। সে উপজেলার বোহাইল ইউনিয়নের লক্ষীর খোলা চরের সুজন মিয়ার কন্যা। 

এই ঘটনার পরে গাড়ীর চালক কামালপুর ইউনিয়নের বুরুইল পাইকড়তলী এলাকার মোখলেছুর রহমান বলাই এর ছেলে সোহেল রানা (২২) কে গাড়ী সহ আটক করে সারিয়াকান্দি থানা পুলিশ।বর্তমান শেরপুর উপজেলায় বসবাসরত সুজনের পরিবারের সাথে এই ঘটনার বেপারে বিবাদী পক্ষ মিমাংশার জন্য চেষ্টা করছে বলে জানান একটি সুত্র। তবে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আল আমিন বলেন- উক্ত ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

সড়কে কাটা গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেল পল্লী বিদ্যুৎ কর্মকর্তার

বগুড়া উত্তর ডটকম:  বগুড়া-সান্তাহার সড়কে শ্রমিকদের কাটা গাছের নিচে চাপা পড়ে সুশান্ত কুমার সরকার (৩৫) নামে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিদর্শক রাশেদুল ইসলামের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সড়কে গাছ কাটার কাজে নিয়োজিত ঠিকাদার ও শ্রমিকদের বিরুদ্ধে শনিবার রাতে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। 



বগুড়ার দুপচাঁচিয়া থানার এসআই জাকির হোসেন জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিদর্শক সুশান্ত কুমার সরকার ও উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম পল্লী বিদ্যুতের সাব স্টেশনের রক্ষণাবেক্ষণের কাজ শেষে শনিবার বিকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। 

এসময় বগুড়া-নওগাঁ সড়ক প্রশস্থকরণের জন্য উপজেলার বাজারদীঘি এলাকায় সড়কের পাশে বন বিভাগের লাগানো গাছ কাটছিল একদল শ্রমিক। সুশান্তকে বহনকারী মোটরসাইকেলটি বিকেল সাড়ে ৫টার দিকে বাজারদীঘি এলাকায় পৌঁছার পর একটি গাছ সরাসরি তার মাথার ওপর পড়ে গুরুতর আহত হন এবং প্রকৌশলী রাশেদুল আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা রাতে সুশান্তকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, সড়কের পাশে গাছ কাটায় নিয়োজিত ঠিকাদার এবং তাদের নিয়োজিত শ্রমিকদের খামখেয়ালি আচরণের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুশান্ত কুমার সরকার রোটারী ক্লাব অব বগুড়া করতোয়া’র পাস্ট প্রেসিডেন্ট এবং পূজা উদযাপন পরিষদ কাহালু উপজেলা কমিটির সভাপতি ছিলেন। বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

Saturday, January 12, 2019

বগুড়ায় ব্যাটারী চালিত অটো রিক্সার সাথে পিক-আপ এর সংঘর্ষে নিহত ২ আহত ৩

বগুড়া উত্তর ডটকম: (সাদ্দাম হোসাইন বগুড়া) বগুড়ায় ব্যাটারী চালিত অটো রিক্সার সাথে পিক-আপ এর সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। 


শনিবার (১২ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া- নামুজা সড়কে চাঁদমুহা হরিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।  দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন বগুড়া সদরের ছোট টেংরা গ্রামের লোকমান হোসেনের ছেলে সামছুর রহমান (৫২) ও সাজনা গ্রামের বিলেত আলীর ছেলে আনিছার রহমান (৪৫)। আহতদের মধ্যে শিহাব ও নুরু মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দু

দুর্ঘটনাস্থলরিদর্শনকারী বগুড়া সদর থানার উপ- পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, হতাহতরা ঘোড়াধাপ বাজার থেকে অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাদমুহা হরিপুর এলাকায় সড়কে মোড় ঘুরতে গিয়ে বিপরীতমুখি পিকআপ ( ঢাকা মেট্রো - ন-১১-৪৭২৪) এর সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিক্সার যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজন মারা যায়।

ছেলের খুনের খবর শুনে মায়ের মৃত্যু

বগুড়া উত্তর ডটকম: বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরার পথে খুন হন ব্যবসায়ী আপেল মাহমুদ। পরে ছেলের খুনের খবর শুনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মা আয়েশা বেগম (৫২)। শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আপেল মাহমুদের মরদেহ নিতে আসা তার চাচা সৈয়দ আশরাফুল আলম মানিক এ তথ্য নিশ্চিত করেছেন। 


আপেলের মা আয়েশা বেগম ক্যানসারে আক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে আপেল তার মাকে দেখতে ওই হাসপাতালে যান। এরপর সন্ধ্যায় তিনি বাড়ি ফেরার উদ্দেশে হাসপাতাল থেকে বের হন। সন্ধ্যা ৭টার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। সারা রাত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার সন্ধানে নেমে পড়েন। 

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানতে পারেন কাহালুতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা থানায় গিয়ে মরদেহটি আপেলের বলে শনাক্ত করেন। নিহত আপেল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা মোঘলটুলি এলাকার সৈয়দ আব্দুল ওহাব দীপ্তির ছেলে। তিনি ‘ইনডেক্স বিজনেস কো-অপারেটিভ সোসাইটি’ নামে একটি অর্থিক লেনদেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পাশাপাশি ফাঁসিতলা এলাকায় একটি ময়দা মিলের মালিক ছাড়াও আমদানি-রপ্তানির ব্যবসা করতেন তিনি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কাহালু থানার বারমাইল-নামুজা সড়কে ছাতারপুকুর এলাকার মাঠ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ থেকে কিছু মানুষ থানায় গিয়ে লাশটি ফাঁসিতলার ব্যবসায়ী আপেলের বলে শনাক্ত করে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।


আরো পড়ুন :

বগুড়ার কাহালুতে মাঠে মিলল যুবকের লাশ

বগুড়ার কাহালুতে মাঠে মিলল যুবকের লাশ

বগুড়া উত্তর ডটকম: বগুড়ার কাহালু উপজেলার ছাতারপুকুর এলাকায় একটি মাঠে আপেল মাহমুদ (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার দীপ্তির ছেলে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে  পুলিশ। 

বগুড়ার কাহালুতে মাঠে মিলল যুবকের লাশ

স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাহালু থানার ওসি শওকত কবির। ওসি জানান, বৃহস্পতিবার ১১টার দিকে স্থানীয়রা পুলিশকে জানায়, উপজেলার কালাই ইউনিয়নের বারমাইল-নামুজা সড়কের পাশে মাঠে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে।  

পুলিশ মরদেহ উদ্ধারের সময় কেউ পরিচয় নিশ্চিত করতে পারেনি। শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নিহতের স্বজনেরা থানায় এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।তার নাম আপেল। পেশায় একজন ব্যবসায়ী বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের সময় কিছু টাকাও পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ বলেও জানান তিনি।


আরো পড়ুন :

ছেলের খুনের খবর শুনে মায়ের মৃত্যু

Thursday, January 10, 2019

ধর্ষণচেষ্টা ব্যার্থ হয়েই ৩ ফুটফুটে শিশুকে হত্যা করে যৌনদস্যুরা


বগুড়া উত্তর ডটকম: গোলাম রব্বানী শিপন, স্টাফ নিউজ: চাঞ্চল্যকর সবে স্কুলে যাওয়া শুরু করা শিশু ফারিয়া আক্তার দোলা (৫) ও নুসরাত জাহান (৪) হত্যার কারণ উদ্ঘাটিত হয়েছে। খেলারত ওই দুই শিশুকে লিপস্টিক দিয়ে সাজিয়ে দেওয়ার কথা বলে গোলাম মোস্তফা তার ঘরে নিয়ে যায়।


পূর্বেই তার ফুফাতো ভাই আজুিল বাওনিয়াকে ডেকে নিয়ে আসে মোস্তফা। এরপর তারা শিশু দুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুরা চিৎকার করতে শুরু করে। আর চিৎকারের শব্দ যাতে বাইরে না যেতে পারে সে জন্য জোরে গান বাজায় মোস্তফা। ধর্ষণে ব্যর্থ হয়ে তারা শ্বাসরোধে দুই শিশুকে হত্যা করে।

এদিকে রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় দুই বছরের শিশু আয়েশাকে খিচুড়ি খাওয়ানোর কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় নাহিদ। পরে সে ৩তলা ভবনের জানালা দিয়ে শিশুটিকে ছুড়ে ফেলে হত্যা করে। নাহিদের মেয়ে বুশরা পুলিশকে সহযোগিতা করার কারণে হত্যা রহস্য বেরিয়ে এসেছে। পুলিশ গতকাল সংবাদ সম্মেলন করে এই দুই হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।

মিন্টো রোডে পুলিশের গণমাধ্যম শাখায় এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ফরিদ উদ্দিন আহমেদ প্রথমে ডেমরায় দুই শিশু হত্যার ঘটনা সম্পর্কে জানান। তিনি বলেন, ডেমরার কোনাপাড়া এলাকার বাড়ি থেকে সোমবার বিকেলে নিখোঁজ হয় দোলা ও নুসরাত। তাদের খোঁজে এলাকায় মাইকিং করা হয়। রাতে কোনাপাড়ার শাহজালাল রোডের মোস্তফার ঘর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে এলাকাবাসী। পরদিন মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর ভাঙাপ্রেস ও ডেমরার মোল্লাব্রিজ এলাকা থেকে মোস্তফা ও আজিজুলকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিসি ফরিদ উদ্দিন জানান, লাশ উদ্ধারের পর তাঁরা ধারণা করেছিলেন, অত ছোট বাচ্চাদের মুক্তিপণের জন্য হয়তো নেওয়া হয়েছে। কিন্তু জিজ্ঞাসাবাদে দুজন বলেছে, ধর্ষণ করার উদ্দেশ্যে তারা নুসরাত আর দোলাকে সোমবার দুপুরে বাসায় নিয়ে যায়। লিপস্টিক দিয়ে সাজিয়ে দেওয়ার নাম করে প্রথমে তাদের বাসায় ডেকে আনা হয়। এরপর আজিজুল ও মোস্তফা ইয়াবা সেবন করে উচ্চশব্দে গান ছাড়ে। পরে ধর্ষণের চেষ্টা করলে শিশুরা চিৎকার শুরু করে। একপর্যায়ে দোলাকে গলাটিপে হত্যা করে আজিজুল এবং নুসরাতকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মোস্তফা।

হত্যার পর আজিজুল পালিয়ে যায় আর মোস্তফা দুই শিশুর মরদেহ নিয়ে বাসায় থাকে। একপর্যায়ে খাটের নিচে মরদেহ রেখে দেয়। মোস্তফার স্ত্রী গার্মেন্টসকর্মী আঁখি সন্ধ্যার দিকে কারখানা থেকে বাসায় ফিরে স্বামীর অস্বাভাবিক আচরণ দেখতে পান। মেঝেতে শিশুদের সেন্ডেল পড়ে থাকতে দেখেন তিনি।

ফরিদ উদ্দিন বলেন, ‘সন্ধ্যায় মোস্তফার স্ত্রী আঁখি বাসায় ফিরে স্বামীর অস্বাভাবিক আচরণ দেখে সন্দিহান হয়ে ওঠেন। আঁখি প্রতিবেশীর বাসায় গেলে ওই ফাঁকে মোস্তফা বাসা থেকে বেরিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ওই বাসার খাটের নিচ থেকে মেয়ে দুটির লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা এবং আরো কিছু আলামত উদ্ধার করা হয়। মোস্তফা সিরামিকের কারখানায় ও আজিজুল একটি বেকারিতে কাজ করে বলে জানায়। ’

ডিসি বলেন, শিশুরা চিৎকার করলেও উচ্চশব্দে গান বাজানোর কারণে বাইরের কেউ শুনতে পায়নি। শিশু দুটি নার্সারিতে পড়ত। তাদের সাজিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নেয় মোস্তফা।

ঘটনা পূর্বপরিকল্পিত কি না জানতে চাইলে ফরিদ উদ্দিন বলেন, মোস্তফা ফোন করে আগেই আজিজুলকে বাসায় ডেকে নেয়। তার মানে বোঝা যাচ্ছে এখানে কোনো পূর্বপরিকল্পনা ছিল। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই।
তিনি আরো জানান, পেশায় সিরামিক মিস্ত্রি মোস্তফার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ডাকাতিচেষ্টার একটি মামলা রয়েছে। তার গ্রামের বাড়ি মাদারীপুর, আর আজিজুলের বাড়ি ফরিদপুরে। এ ঘটনায় প্রথমে মোস্তফার স্ত্রী আঁখি ও শ্যালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

ধর্ষণে ব্যর্থ হয়ে আয়েশাকে হত্যা করে নাহিদ গেণ্ডারিয়ার সাধনা ঔষধালয়ের পাশে দীননাথ সেন রোডের একটি বাসায় গত শনিবার শিশু আয়েশাকে খিচুড়ি খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় নাহিদ। পরে সে তিনতলার জানালা দিয়ে শিশুটিকে ছুড়ে ফেলে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নাহিদের মেয়ে বুশরা আদালতে জবানবন্দি দিয়েছে।

ডিসি ফরিদ উদ্দিন আহমেদ জানান, শনিবার লাশ পাওয়ার পরদিন নিহত আয়েশার বাবা ইদ্রিস আলী বাদী হয়ে ‘ধর্ষণের পর হত্যার’ অভিযোগ এনে প্রতিবেশী নাহিদকে আসামি করে গেণ্ডারিয়া থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলার আসামি নাহিদকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে নিজ বাসার তৃতীয় তলার খোলা জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করে। এতে তার দুই পা ভেঙে যায়। নাহিদ এখন পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন।

ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ জানিয়েছে, প্রতিবেশী শিশু আয়েশাকে খিচুড়ি খাওয়ানোর কথা বলে বাসায় ডেকে নেয় সে। পরে শিশুটিকে তিনতলা থেকে ফেলে হত্যা করে। তার থেকে এর বেশি কিছু জানা সম্ভব হয়নি, কারণ সে অনেক বেশি অসুস্থ। ’

ডিসি জানান, শিশু আয়েশা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে এগিয়ে আসে গ্রেপ্তারকৃত আসামি নাহিদের সপ্তম শ্রেণিতে পড়া মেয়ে বুশরা। গত মঙ্গলবার বাবার কুকর্মের কথা তুলে ধরে আদালতে জবানবন্দি দেয় সে। আদালতে বুশরা জানায়, শনিবার সন্ধ্যার দিকে বাসার বারান্দায় বসে ছিল সে। এ সময় বাবার শোবার কক্ষ থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পায় সে। এরপর সে বাবার কক্ষে যায়। দরজা খুলে দেখে, তার বাবা বিছানায় আর আয়েশা তার কোলে কাঁদছে। তখন নাহিদ বুশরাকে ধমক দিয়ে বলে, ‘এই তুই এখানে এসেছিস কেন?’ তখন বুশরা অন্য রুমে চলে যায়। এরপর নাহিদ আয়েশাকে তিনতলার খোলা জানালা দিয়ে ফেলে দেয়। ’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি, পাঁচ বছর আগে নাহিদের স্ত্রী মারা যায়। এরপর সে আর বিয়ে করেনি। ১২ বছরের মেয়েকে নিয়ে নাহিদ ওই বাসার তৃতীয় তলায় থাকে। আর গেণ্ডারিয়ার দীননাথ সেন রোডের একটি টিনশেড বাড়িতে বাবা-মা ও বোনদের সঙ্গে থাকত শিশু আয়েশা (২)। প্রতিদিন সকালে আয়েশার মা-বাবা কাজে চলে যেতেন। আর দিনের বিভিন্ন সময় গেণ্ডারিয়ার সাধনা ঔষধালয়ের সামনের গলিতে চারতলা ভবনের সামনে খেলা করত সে।

আপডেটঃ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

বগুড়া উত্তর ডটকম: বগুড়া শহরের মানিকচক এলাকায় সিএনজি চালিত অটো রিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৪ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২ জন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায়।



নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার শাখারিয়া গ্রামের সামিউল আলম (৪২), তার ৫ বছর বয়সী শিশু পুত্র ইব্রাহিম হোসেন, সদর উপজেলার কর্ণপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাবেদ আলী (৪৮) এবং অজ্ঞাতনামা এক যুবক(২৭)। নিহত সকলেই দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটো টেম্পোর যাত্রী।

বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, কাঠের গুড়ি বোঝাই ভটভটি বাইপাস সড়ক দিয়ে মাটিডালীর দিকে যাচ্ছিল। মানিকচক বাজারের অদূরে বিপরীত মুখি সিএনজি চালিত অটো টেম্পোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবক নিহত হন। আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে স্থানীয় একটি কিনিক এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জন মারা যায়।

বগুড়া শজিমেক হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মণ্ডল জানান, হাসপাতালে ভর্তির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশু ইব্রাহিম মারা যায়, এর আধা ঘন্টা পর মারা যান সাবেদ আলী। পরে শিশু ইব্রাহিমের বাবা সামিউলও মারা যান।




আগের প্রকাশিত লেখা: 
বগুড়ায় ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ১ আহত ১ 

Wednesday, January 9, 2019

বগুড়ায় ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ১ আহত ১

বগুড়া উত্তর ডট কম (সাদ্দাম হোসাইন বগুড়াঃ বগুড়ার দ্বিতীয় বাইপাস রাস্তায় মানিকচক বন্দরের আগে, বুধবার সন্ধায় ৬:৩০ মি: এ ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু ও আহত হয়। 




“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন” এবং আহতদের শজিমেক হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয় বলে যানা যায়! তাদের কারোও পরিচয় জানা যায়নি। মানিচক তালতলা বাইপাসে অবৈধ বালু রাখাছিল, সেখান হতে বালুর ট্রাক উঠতেছিল, বালুর ট্রাক ভটভটিকে ধাক্কা দেয় তার পর সি,এন,জি এসে ধাক্কা খাইছে!


Monday, January 7, 2019

বগুড়ায় যাত্রী বেসে সিএনজি চালককে হত্যা: ডোবা থেকে লাশ উদ্ধার

বগুড়ায় যাত্রী বেসে সিএনজি চালককে হত্যা: ডোবা থেকে লাশ উদ্ধার

গোলাম রব্বানী শিপন (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে যাত্রী ভেসে অটো সিএনজি ভাড়া নিয়ে চালককে হত্যার ঘটনা ঘটেছে। পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি ডোবা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। 

রবিবার সকালে স্থানীয় লোকজন মহিমাগঞ্জ-সোনাতলা আঞ্চলিক রোডে জীবনগাড়ী ব্রীজের পাশে একটি ডোবায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ আমতলী গ্রামের আলতাফ আলী প্রামানিকের পুত্র সিএনজি অটোরিক্সা চালক মোফাজ্জল হোসেন প্রামানিক (৪৫) এর সিএনজি অটোরিক্সা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি যাত্রী ভেসে কৌশলে ভাড়া নেয়।

এরপর রাত ১০টার দিকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাত সে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে। 

এক পর্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে খুঁজতে এসে পাশ্ববর্তী শালমারা ইউনিয়নের জীবনগাড়ী ব্রীজের নিকট একটি ডোবায় এক ব্যক্তির লাশ পাওয়ার খবর পেয়ে তারা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন।
 
পুলিশের ধারণা, ছিনতাই করার উদ্দেশ্যে তার সিএনজি অটোরিক্সাটি ভাড়া নিয়ে উল্লেখিত স্থানে তাকে শ্বাসরোধে হত্যা করে দূর্বৃত্তরা অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Thursday, November 29, 2018

সিরাজগঞ্জে বাস-ট্রাকের ত্রী-মুখী সংঘর্ষে ঝড়ে গেল ৫ নারীর প্রাণ

গোলাম রব্বানী শিপন : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বাস-ট্রাকের ত্রী-মুখী সংঘর্ষে অকালে ঝড়ে গেল ৫ নারীর তারতাজা প্রাণ। এঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২০ জন। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কড্ডার মোড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ, বাস-ট্রাক, ত্রী-মুখী সংঘর্ষ, ঝড়ে গেল, ৫ নারীর প্রাণ


নিহতদের পরিচয় তাৎক্ষণিক ভাবে নিশ্চিত করা যায়নি। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার এ তথ্য জানিয়েছেন। কড্ডার মোড় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আসাদ আলী জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারায়। 


এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও এর পাশের একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে আলিফ পরিবহনের বাসটি রাস্তার ওপর ও মিনিবাসটি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ছুটে এসে হতাহতের উদ্ধার। 

এদের মধ্যে ৪ নারীর লাশ বাস থেকে উদ্ধার করা হয়। এবং ২০ জনকে আহত উদ্ধার করে ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও এক নারীর মৃত্যু হয়।