বগুড়া উত্তর ডটকম: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বগুড়ার সোনাতলা শাখা সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা তারাজুল ইসলামের ছোট ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুলহাস জিম (২৩) নিহত ও বড় ছেলে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র জাকারিয়া আহত হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে ঘটেছে। ওইদিন জিম ও জাকারিয়া দুই ভাই মোটর সাইকেল যোগে ঢাকা থেকে বগুড়ার সোনাতলায় নিজ বাড়িতে আসার পথে সিরাজগঞ্জের ঝাউল নামক স্থানে মহাসড়কে কাভার্ড ভ্যানের সাথে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছোট ভাই জুলহাস জিম নিহত ও বড় ভাই জাকারিয়া আহত হয়।
শুক্রবার বাদ জুমা সোনাতলা উপজেলার উত্তর করমজা গ্রামে নিহত জুলহাস জিমের নামাজের জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন অনুষ্ঠিত হয়। এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।
No comments:
Post a Comment