Wednesday, August 21, 2019

বগুড়ায় ছুরিকাঘাতে স্ত্রী খুন: স্বামী গ্রেফতার

বগুড়ায় মায়া খাতুন (১৮) নামে এক গৃহবধু স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বগুড়া সদরের বার্ব্বাকপুর মধ্যপাড়া বাড়িতে ছুরিকাঘাতের পর বুধবার সকালে তার মৃত্য হয়। ওই হত্যাকান্ডে জড়িত মায়ার স্বামী রাকিবুল হাসানকে (২০) বুধবার সকালে গ্রেফতার করেছে। ময়না তদন্তের জন্য নিহত মায়ার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার ওসি তদন্ত রেজাউল করিম রেজা জানান, বগুড়া সদর উপজেলার বার্ব্বাকপুর মধ্যপাড়া এলাকার আবু জাফরের ছেলে রাকিবুল হাসানের সঙ্গে প্রায় এক বছর আগে শিবগঞ্জ উপজেলার গৌরঘাট এলাকার তোজাম্মেল ওরফে বিশার মেয়ে মায়া খাতুনের বিয়ে হয়। রাকিবুল হাসান পেশায় একজন পরিচ্ছন্ন কর্মী। তিনি বগুড়া পৌরসভায় মাস্টার রোলে কাজ করেন। তবে বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। মঙ্গলবার মধ্য রাতে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। তারই এক পর্যায়ে রাকিবুল হাসান ধারালো ছুরি দিয়ে তার স্ত্রীর পেটে আঘাত করেন। 

এতে তিনি চিৎকার দিলে শ্বাশুড়িসহ প্রতিবেশীরা মায়া খাতুনকে উদ্ধার করে টিএমএসএম মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে যায় এবং মায়া খাতুনের জন্য তিন ব্যাগ রক্তের ব্যবস্থা করে। কিন্তু তার পরেও তাকে বাঁচানো যায়নি। বুধবার সকাল ৯টার দিকে ওই হাসপাতালেই তার মৃত্যু হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, মায়া খাতুনকে ছুরিকাঘাতের খবর পাওয়ার পর থেকেই পুলিশ তার স্বামী রাকিবুল হাসানকে খুঁজছিল। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে শহরের মাটিডালি এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল জানিয়েছে দাম্পত্য কলজের জেরেই তিনি তার তার স্ত্রীকে খুন করেছেন। ওই হত্যাকাণ্ডে এখনও মামলা হয়নি।

Monday, March 18, 2019

বগুড়ায় ভোটার কম

বগুড়ায় ভোটার কম
মোর্শেদ নোমান ও আনোয়ার পারভেজ, বগুড়া থেকে
১৮ মার্চ ২০১৯
 
বগুড়ায় সকাল থেকে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। আজ সোমবার সকাল থেকে বগুড়া সদর ও শাহজাহানপুর উপজেলার নয়টি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি তেমন নেই। সকাল সাড়ে আটটায় শহরের পিটিআই কেন্দ্রে সাড়ে ৫ হাজার ভোটারের মধ্যে ভোট দেন মাত্র চারজন।


বগুড়ার সিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে সকাল পৌনে আটটা পর্যন্ত ভোট পড়ে ৫টি। সকাল নয়টায় শাহজাহানপুর উপজেলার বেতগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯০০ ভোটের মধ্যে ৪৮ ভোট পড়েছে। সকাল পৌনে দশটায় আড়িয়া রহিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় সাড়ে তিন হাজার ভোটারের মধ্যে ভোট পড়েছে ৭৬টি।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আজ বগুড়ায় ১২ উপজেলায় নির্বাচন হচ্ছে। এর মধ্যে শেরপুর ও আদমদীঘি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সেখানে শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। অন্য ১০টি উপজেলায় চেয়ারম্যানসহ অন্য পদগুলোতে নির্বাচন হচ্ছে।


বিএনপির ‘দুর্গ’ হিসেবে পরিচিত বগুড়ায় বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে কয়েকজন বিএনপি নেতা নির্বাচনে অংশ নেওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। বগুড়ার ১২ উপজেলাতেই গত নির্বাচনে বিএনপি ৭টি ও জামায়াত ৫টি উপজেলায় নির্বাচিত হয়। আওয়ামী লীগ তখন একটিতেও জিততে পারেনি।

স্থানীয়রা বলছেন, ভোটার না থাকলেও যে অল্প কিছু ভোট পড়েছে সেগুলো আনার ক্ষেত্রে বড় ভূমিকা ভাইস চেয়ারম্যানদের। তাঁরাই নির্বাচনকে কিছুটা জমিয়ে তোলার চেষ্টা করছেন।
তথ্য: প্রথম আলো অনলাইন

Sunday, March 3, 2019

জাতীয় পর্যায়ে র‌্যাংকিং সেরা ৩ এ সরকারি আজিজুল হক কলেজ




রাজশাহী অঞ্চলের সেরা কলেজের মধ্যে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ রয়েছে সেরা তিন নম্বর স্থানে। 

এছাড়াও বেসরকারি কলেজ এর মধ্যে সেরা ৫ এ রয়েছে সৈয়দ আহমদ কলেজ, সুখানপুর, বগুড়া (বেসরকারি)





অন্যদিকে, জাতীয় পর্যায়ে সেরা মহিলা কলেজ, জাতীয় পর্যায়ে সেরা সরকারি কলেজ এবং জাতীয় পর্যায়ে সেরা বেসরকারি কলেজ নির্বাচিত হয়েছে যথাক্রমে-রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা কমার্স কলেজ এবং রাজশাহী কলেজ।


এছাড়া ৮টি অঞ্চলভিত্তিক তালিকাভুক্ত কলেজের মধ্য থেকে প্রতিটি অঞ্চলের জন্য সরকারি-বেসরকারি নির্বিশেষে স্কোর অনুযায়ী ৬৮টি সেরা কলেজ নির্বাচন করা হয়েছে।

আজ ২ মার্চ ২০১৯ এ এক অনুষ্ঠানের মাধ্যমে ৫ ক্যাটাগরির ৭৬টি কলেজকে সম্মাননা প্রদান ও পুরস্কৃত করা হয়। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন।
তিনি বলেন, তালিকাভুক্ত কলেজসমূহের মধ্য থেকে জাতীয়ভিত্তিক স্কোরের ভিত্তিতে প্রথম ৫টি সেরা কলেজ নির্বাচন করা হয়। তালিকাভুক্ত কলেজসমূহের মধ্য থেকে জাতীয়ভিত্তিক সর্বোচ্চ স্কোর অর্জনকারী একটি সরকারি কলেজ, একটি মহিলা কলেজ এবং একটি বেসরকারি কলেজ নির্বাচন করা হয়েছে। 

তাছাড়া ৮টি অঞ্চলভিত্তিক তালিকাভুক্ত কলেজের মধ্য থেকে প্রতিটি অঞ্চলের জন্য সরকারি-বেসরকারি নির্বিশেষে স্কোর অনুযায়ী ৬৮টি কলেজ নির্বাচন করা হয়। নীতিমালার আলোকে সেরা কলেজসমূহের বিভাজন করা হয়েছে।



ঢাকা অঞ্চলের সেরা কলেজ:
১. ঢাকা কমার্স কলেজ, ঢাকা (বেসরকারি)
২. সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল,
৩. তেজগাঁও কলেজ, ঢাকা, (বেসরকারি)
৪. সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, ঢাকা, (বেসরকারি)
৫. লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা (বেসরকারি)
৬. সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ঢাকা (বেসরকারি)
৭. সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর
৮. সরকারি গুরুদয়াল কলেজ
৯. হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা, (বেসরকারি)
১০. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা (বেসরকারি)
চট্টগ্রাম অঞ্চলের সেরা কলেজ:
১. সরকারি ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা
২. ফেনী সরকারি কলেজ, ফেনী
৩. চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম
৪. সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
৫. ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়ীয়া
৬. নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী
৭. হাটহাজারী কলেজ, চট্টগ্রাম
৮. সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম
৯. চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম
১০. চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর,
রাজশাহী অঞ্চলের সেরা কলেজ:
১. রাজশাহী কলেজ, রাজশাহী
২. সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
৩. সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা
৪. ভবানীগঞ্জ কলেজ, রাজশাহী
৫. সৈয়দ আহমদ কলেজ, সুখানপুর, বগুড়া (বেসরকারি)
৬. হাজী ওয়াহেদ মরিয়ম কলেজ, সিরাজগঞ্জ ( বেসরকারি)
৭. সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ
৮. দাওকান্দি কলেজ, রাজশাহী
৯. রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী, (বেসরকারি)
১০. এন. এস. সরকারি কলেজ, নাটের
খুলনা অঞ্চলের সেরা কলেজ:
১. সরকারি ব্রজলাল (বিএল) কলেজ, খুলনা
২. সরকারি এম এম কলেজ, যশোর
৩. কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, কুষ্টিয়া
৪. সীমান্ত আদর্শ কলেজ, সাতক্ষীরা, ( বেসরকারি)
৫. যশোর ক্যান্টমেন্ট কলেজ, যশোর, (বেসরকারি)
৬. ঝিকরগাছা মহিলা কলেজ, যশোর, (বেসরকারি)
৭. এম.এস. জোহা ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা, (বেসরকারি)
৮. কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, সাতক্ষীরা (বেসরকারি)
৯. খানজাহান আলী আদর্শ কলেজ, খুলনা, (বেসরকারি)
১০.যশোর সরকারি মহিলা কলেজ, যশোর
বরিশাল অঞ্চলের সেরা কলেজ:
১. সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশাল
২. সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল
৩. সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর
৪. ভোলা সরকারি কলেজ, ভোলা
সিলেট অঞ্চলের সেরা কলেজ:
১. এম সি কলেজ, সিলেট
২. দক্ষিণ সুরমা কলেজ, সিলেট
৩. মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীাজার
৪. বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ
৫. সরকারি মহিলা কলেজ, সিলেট
৬. মদনমোহন কলেজ, সিলেট
৭. সরকারি শ্রীমঙ্গল কলেজ, মৌলভীবাজার
রংপুর অঞ্চলের সেরা কলেজ:
১. কারমাইকেল কলেজ, রংপুর
২. দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
৩. রংপুর সরকারি কলেজ, রংপুর
৪. উত্তরবাংলা কলেজ, কাকিনা, লালমনিরহাট (বেসরকারি)
৫. হাতিবান্ধা আলিমুদ্দিন কলেজ, লালমনিরহাট
৬. সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর
৭. কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম
৮. লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট
৯. গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা
১০. কে বি এম কলেজ, দিনাজপুর, (বেসরকারি)
ময়মনসিংহ অঞ্চলের সেরা কলেজ:
১. সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ
২. জাহানারা লতিফ মহিলা কলেজ, ময়মনসিংহ (বেসরকারি)
৩. মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, ময়

Friday, March 1, 2019

বগুড়ায় "পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯” পালন

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশ বগুড়া কর্তৃক "পুলিশ মেমোরিয়াল ডে ২০১৯” পালন করা হয়েছে। 


তৃতীয়বারের মতো পালিত হওয়া এ অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় বিভিন্ন সময়ে নিহত বগুড়া জেলার অধিবাসী ১৯ জন পুলিশ সদস্যের  স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ লাইন্স বগুড়ায় স্থাপিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার।

 পিবিআই বগুড়ার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জনাব শরিফ উদ্দীন।


এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং  নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদ্যদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tuesday, February 19, 2019

বগুড়ায় পরকীয়ার জেরে স্বর্ণকারকে পিটিয়ে হত্যা


বগুড়া উত্তর ডটকম: বগুড়ায় পরকীয়ার জেরে রফিকুল ইসলাম মিঠু (৪৮) নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রামবাসী হত্যাকারী সজিবকে (২৫) আটক করে পুলিশে দেয়। 


নিহত রফিকুল ইসলাম মিঠু সদর উপজেলার ধাওয়া পিকশন গ্রামের মৃত মোজাফফর হোসেন তালুকদারের ছেলে। ঘাতক সজীব হোসেন একই গ্রামের বাবলু মিয়ার ছেলে। তারা দুই জনই পেশায় স্বর্ণকার। 

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যায়। 

স্থানীয়রা বগুড়া উত্তর ডটকম কে জানান, নিহত মিঠু এবং সজিব এক সঙ্গে স্বর্ণের গহনা তৈরির কাজ করে আসছিল। মিঠু ছোট ভাই ইমনের সঙ্গে সজিবের প্রবাসী ভাই এর স্ত্রীর পরকীয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। 
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রাত ১১টার দিকে সজিব লোকজন নিয়ে বাড়িতে গিয়ে মিঠুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় তারা পালাতে গেলে গ্রামবাসী সজিবকে আটক করে। 
রাতেই মুমূর্ষু অবস্থায় মিঠুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বগুড়া উত্তর ডটকম কে জানান,  এ ঘটনায় নিহতের ভাই ইমন তিন জনকে আসামি করে মামলা করেছে। 

Monday, February 18, 2019

সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার অপহৃত কলেজছাত্র উদ্ধার

বগুড়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক কলেজ ছাত্র অপহরণের শিকার হন । এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রাতেই কৌশলে দুজনকে গ্রেপ্তার করে । তাদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে গত শুক্রবার ভোরে ওই ছাত্র উদ্ধার করা হয়।
আবুল হাসান জোহা


ওই ছাত্রের নাম আবুল হাসান জোহা। তিনি সরকারি আজিজুল হক কলেজের আরবি সাহিত্যের স্নাতকোত্তর (মাস্টার্স) ছাত্র। বাড়ি নন্দীগ্রাম উপজেলার মনিনাগ গ্রামে। 

গ্রেফতার করা দুজন হলেন ফেরদৌস হাসান ও শিবলু।  তাদের বাড়ি বগুড়া শহরের পূর্ব পালশা এলাকায়। গতকাল তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আবুল হাসান বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে শহরের কামারগাড়ি মোড়ে দাঁড়িয়ে ছিলেন । এ সময় ১০/১২ জন যুবক একটি দল তাকে টেনেহিঁচড়ে একটি মোটরবাসে তুলে নিয়ে যান ।
পরে তাকে পূর্ব পালশা এলাকার একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়। অপহরণকারী চক্রের একজন আবুল হাসান  জোহা'র ফোন থেকে তার বাবার মুঠোফোনে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।।

মুক্তিপণ না দিলে হাসান কে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আবুল হাসানের বাবা মোঃ হারেছ এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে তিনি বিষয়টি বগুড়া সদর পুলিশের কাছে জানান । ছেলেকে উদ্ধারের জন্য পুলিশ কে অনুরোধ করেন। 

পুলিশ তথ্যপ্রযুক্তি সহায়তা নিয়ে অপহরণকারীদের মুঠোফোন নম্বর ট্রাক করে একপর্যায়ে ফেরদৌস ও শিবলু কে গ্রেফতার করে। 

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকার একটি বাঁশঝাড় থেকে কলেজ ছাত্র আবুল হাসান জোহা কে উদ্ধার করা হয়।

Thursday, February 14, 2019

বগুড়ায় পরিবেশবাদী সংগঠন “তীর” এর উদ্যেগে সুন্দরবন দিবস পালিত

আজ ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে বেশ কয়েক বছর ধরে। এবার পালিত হচ্ছে ১৮তম সুন্দরবন দিবস।
২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করা হয়।  দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সরকারি আজিজুল হক কলেজ বগুড়ায় পরিবেশবাদী সংগঠন “তীর” এর উদ্যেগে ।  সকাল ১১ টায় পুরো ক্যাম্পাসে এক শোভায়াত্রার আয়োজন করা হয়।  শোভায়াত্রাটি কলেজের মূল ভবন থেকে বের হয়ে আবার মূল ভবনে এসে শেষ হয়।
উক্ত শোভায়াত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শাহজাহান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক। আরও উপস্থিত ছিলেন তীরের উপদেষ্টা জনাব মোঃ মতিউর রহমান,  জনাব মোস্তাফিজুর রহমান ,  জনাব শাহ জাহান আলী,  জনাব এটিএম মাহবুবুল হাসান, জনাব অরপ রতন পাল, তীরের উপদেষ্টা ও  সাবেক সভাপতি গোলাম রব্বানী জুয়েল,  সহ অত্র কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক বৃৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন তীর” এর সভাপতি মোঃ আরাফাত রহমান, সাধারন সম্পাদক মোঃজাহিদুর রহমান,  সহ তীর এর সদস্য বৃন্দ।

জানা যায়, সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। সুন্দরবন রয়েছে ৫ হাজার প্রজাতির উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি মাছ রয়েছে।

Monday, February 11, 2019

বগুড়ায় মাদক বিরোধী জোরদার অভিযানে আটক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ ৪০ জন মাদক ব্যবসায়

বগুড়ায় মাদক বিরোধী জোরদার অভিযানে আটক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ ৪০ জন মাদক ব্যবসায়। পুলিশ সপ্তাহ পরবর্তী মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ২০ মামলায় ৪৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বগুড়া জেলা পুলিশ। এর মধ্যে সদর থানার ৮ মামলায় আটক হয়েছে ২৮ জন । উদ্ধার হয়েছে ২২৫ পিস ইয়াবা, ১২ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা ২.৫ গ্রাম হেরোইন । 

https://www.youtube.com/channel/UCUJADqUZV2Xg0QxOaA_X8yg?sub_confirmation=1




পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম বার) জানিয়েছেন মাদক ব্যবসা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত এ অভিযান চলতে থাকবে। এ ব্যাপারে গতকালের আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি মাদক নিয়ন্ত্রণে সুধী সমাজের সহযোগিতা কামনা করেন।