Showing posts with label হত্যা. Show all posts
Showing posts with label হত্যা. Show all posts

Wednesday, August 21, 2019

বগুড়ায় ছুরিকাঘাতে স্ত্রী খুন: স্বামী গ্রেফতার

বগুড়ায় মায়া খাতুন (১৮) নামে এক গৃহবধু স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বগুড়া সদরের বার্ব্বাকপুর মধ্যপাড়া বাড়িতে ছুরিকাঘাতের পর বুধবার সকালে তার মৃত্য হয়। ওই হত্যাকান্ডে জড়িত মায়ার স্বামী রাকিবুল হাসানকে (২০) বুধবার সকালে গ্রেফতার করেছে। ময়না তদন্তের জন্য নিহত মায়ার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার ওসি তদন্ত রেজাউল করিম রেজা জানান, বগুড়া সদর উপজেলার বার্ব্বাকপুর মধ্যপাড়া এলাকার আবু জাফরের ছেলে রাকিবুল হাসানের সঙ্গে প্রায় এক বছর আগে শিবগঞ্জ উপজেলার গৌরঘাট এলাকার তোজাম্মেল ওরফে বিশার মেয়ে মায়া খাতুনের বিয়ে হয়। রাকিবুল হাসান পেশায় একজন পরিচ্ছন্ন কর্মী। তিনি বগুড়া পৌরসভায় মাস্টার রোলে কাজ করেন। তবে বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। মঙ্গলবার মধ্য রাতে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। তারই এক পর্যায়ে রাকিবুল হাসান ধারালো ছুরি দিয়ে তার স্ত্রীর পেটে আঘাত করেন। 

এতে তিনি চিৎকার দিলে শ্বাশুড়িসহ প্রতিবেশীরা মায়া খাতুনকে উদ্ধার করে টিএমএসএম মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে যায় এবং মায়া খাতুনের জন্য তিন ব্যাগ রক্তের ব্যবস্থা করে। কিন্তু তার পরেও তাকে বাঁচানো যায়নি। বুধবার সকাল ৯টার দিকে ওই হাসপাতালেই তার মৃত্যু হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, মায়া খাতুনকে ছুরিকাঘাতের খবর পাওয়ার পর থেকেই পুলিশ তার স্বামী রাকিবুল হাসানকে খুঁজছিল। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে শহরের মাটিডালি এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল জানিয়েছে দাম্পত্য কলজের জেরেই তিনি তার তার স্ত্রীকে খুন করেছেন। ওই হত্যাকাণ্ডে এখনও মামলা হয়নি।

Tuesday, February 19, 2019

বগুড়ায় পরকীয়ার জেরে স্বর্ণকারকে পিটিয়ে হত্যা


বগুড়া উত্তর ডটকম: বগুড়ায় পরকীয়ার জেরে রফিকুল ইসলাম মিঠু (৪৮) নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রামবাসী হত্যাকারী সজিবকে (২৫) আটক করে পুলিশে দেয়। 


নিহত রফিকুল ইসলাম মিঠু সদর উপজেলার ধাওয়া পিকশন গ্রামের মৃত মোজাফফর হোসেন তালুকদারের ছেলে। ঘাতক সজীব হোসেন একই গ্রামের বাবলু মিয়ার ছেলে। তারা দুই জনই পেশায় স্বর্ণকার। 

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যায়। 

স্থানীয়রা বগুড়া উত্তর ডটকম কে জানান, নিহত মিঠু এবং সজিব এক সঙ্গে স্বর্ণের গহনা তৈরির কাজ করে আসছিল। মিঠু ছোট ভাই ইমনের সঙ্গে সজিবের প্রবাসী ভাই এর স্ত্রীর পরকীয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। 
সোমবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে রাত ১১টার দিকে সজিব লোকজন নিয়ে বাড়িতে গিয়ে মিঠুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় তারা পালাতে গেলে গ্রামবাসী সজিবকে আটক করে। 
রাতেই মুমূর্ষু অবস্থায় মিঠুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বগুড়া উত্তর ডটকম কে জানান,  এ ঘটনায় নিহতের ভাই ইমন তিন জনকে আসামি করে মামলা করেছে। 

Friday, February 1, 2019

বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার




: বগুড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে নিশিন্দারা ইউপির নুনগোলা চাদপুর আমবাগানের পাশে সুবিল খাল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। তবে ঐ ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
বগুড়ার অতি: পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরন করেছে। তিনি সহ সদর থানার ওসি এসএম বদিউজ্জামান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান। এদিকে ঐ লাশের কেউ পরিচয় জানলে তাকে বগুড়া সদর থানায় যোগাযোগ করার জন্য জানানো হয়েছে।
নিহত ব্যক্তির মুখে দাড়ি, পরনে লুঙ্গি, ফুলহাতা চেক শার্ট ও হাফ হাতা সোয়েটার ছিল।

Sunday, January 13, 2019

বগুড়ায় বাসের ধাক্কায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন, নিহত ১

বগুড়ার দুপচাঁচিয়ায় গাছের সাথে বাসের ধাক্কায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে সুমন নামের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

রবিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নওগাঁ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অপরূপা পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৭৬২৮) দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার ডান পাশে নেমে গিয়ে একটি তালগাছে ধাক্কা দেয়। এতে দরজায় থাকা হেলপার সুমনের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় পাঁচ যাত্রী আহত হন।
আহতদের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার এসআই আবদুস সালাম জানান, বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। সুমনের পকেটে থাকা আইডি কার্ড নষ্ট ও মুখ বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি।

Saturday, January 12, 2019

ছেলের খুনের খবর শুনে মায়ের মৃত্যু

বগুড়া উত্তর ডটকম: বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরার পথে খুন হন ব্যবসায়ী আপেল মাহমুদ। পরে ছেলের খুনের খবর শুনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মা আয়েশা বেগম (৫২)। শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আপেল মাহমুদের মরদেহ নিতে আসা তার চাচা সৈয়দ আশরাফুল আলম মানিক এ তথ্য নিশ্চিত করেছেন। 


আপেলের মা আয়েশা বেগম ক্যানসারে আক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে আপেল তার মাকে দেখতে ওই হাসপাতালে যান। এরপর সন্ধ্যায় তিনি বাড়ি ফেরার উদ্দেশে হাসপাতাল থেকে বের হন। সন্ধ্যা ৭টার পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। সারা রাত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার সন্ধানে নেমে পড়েন। 

শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানতে পারেন কাহালুতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা থানায় গিয়ে মরদেহটি আপেলের বলে শনাক্ত করেন। নিহত আপেল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা মোঘলটুলি এলাকার সৈয়দ আব্দুল ওহাব দীপ্তির ছেলে। তিনি ‘ইনডেক্স বিজনেস কো-অপারেটিভ সোসাইটি’ নামে একটি অর্থিক লেনদেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পাশাপাশি ফাঁসিতলা এলাকায় একটি ময়দা মিলের মালিক ছাড়াও আমদানি-রপ্তানির ব্যবসা করতেন তিনি।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কাহালু থানার বারমাইল-নামুজা সড়কে ছাতারপুকুর এলাকার মাঠ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ থেকে কিছু মানুষ থানায় গিয়ে লাশটি ফাঁসিতলার ব্যবসায়ী আপেলের বলে শনাক্ত করে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।


আরো পড়ুন :

বগুড়ার কাহালুতে মাঠে মিলল যুবকের লাশ

বগুড়ার কাহালুতে মাঠে মিলল যুবকের লাশ

বগুড়া উত্তর ডটকম: বগুড়ার কাহালু উপজেলার ছাতারপুকুর এলাকায় একটি মাঠে আপেল মাহমুদ (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার দীপ্তির ছেলে। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে  পুলিশ। 

বগুড়ার কাহালুতে মাঠে মিলল যুবকের লাশ

স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাহালু থানার ওসি শওকত কবির। ওসি জানান, বৃহস্পতিবার ১১টার দিকে স্থানীয়রা পুলিশকে জানায়, উপজেলার কালাই ইউনিয়নের বারমাইল-নামুজা সড়কের পাশে মাঠে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে।  

পুলিশ মরদেহ উদ্ধারের সময় কেউ পরিচয় নিশ্চিত করতে পারেনি। শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নিহতের স্বজনেরা থানায় এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।তার নাম আপেল। পেশায় একজন ব্যবসায়ী বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের সময় কিছু টাকাও পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ বলেও জানান তিনি।


আরো পড়ুন :

ছেলের খুনের খবর শুনে মায়ের মৃত্যু

স্বামীর পুরুষাঙ্গ কেটে স্বামীকে হত্যা করলো স্ত্রী॥ স্ত্রী আটক

বগুড়া উত্তর ডটকম: নাটোরের গুরুদাসপুরে স্বামীর অতিরিক্ত যৌন চাহিদা থাকায় এবং অতিমাত্রায় যৌন অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে হত্যা করেছে এক স্ত্রী। যৌন উত্তেজক ঔষধ সেবনের মাধ্যমে এমন অত্যাচার করে আসছিলো ওই স্বামী। শনিবার ভোরে উপজেলার মশিন্দা মাছপাড়া গ্রামে এঘটনা ঘটে। 

স্বামীর পুরুষাঙ্গ কেটে স্বামীকে হত্যা করলো স্ত্রী॥ স্ত্রী আটক

মধ্য রাতে কোন এক সময় স্ত্রী রুমি খাতুন স্বামী কাবিল হোসেন (২২) এর পুরুষাঙ্গ কর্তন করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী রুমি খাতুন (১৭)কে আটক করেছে । নিহত কাবিল বিশ্বাস পাবনা জেলার চাটমোহর উপজেলার ধানকুড়িয়া গ্রামের নরশেদ আলী বিশ্বাসের ছেলে। রুমি খাতুন গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের মকছেদ আলীর মেয়ে।

রুমি খাতুনের পরিবারের সদস্যরা জানান, গত ৪ মাস পূর্বে কাবিল হোসেনের সাথে ও রুমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই কাবিল হোসেন যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে স্ত্রীর ওপর যৌন নির্যাতন চালাতে থাকে। এর ফলে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এরই এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে গত দুই সপ্তাহ আগে রুমি খাতুন তার বাবার বাড়িতে চলে আসে।গতকাল শুক্রবার কাবিল হোসেন মাশিন্দা মাঝপাড়া গ্রামে শ্বশুর বাড়ীতে আসেন। 


রাতে পুনরায় যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে যৌন নির্যাতন শুরু করলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এর একপর্যায়ে ভোরে স্ত্রী রুমি খাতুন ধারালো হাসুয়া দিয়ে স্বামী কাবিল বিশ্বাসের পুরুষাঙ্গ কেটে দেয়। এতে ঘটনাস্থলেই কাবিল হোসেনের মৃত্যু হয়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে এঘটনায় নিহতের স্ত্রী রুমি খাতুনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে।

এব্যাপরে ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Monday, January 7, 2019

বগুড়ায় যাত্রী বেসে সিএনজি চালককে হত্যা: ডোবা থেকে লাশ উদ্ধার

বগুড়ায় যাত্রী বেসে সিএনজি চালককে হত্যা: ডোবা থেকে লাশ উদ্ধার

গোলাম রব্বানী শিপন (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে যাত্রী ভেসে অটো সিএনজি ভাড়া নিয়ে চালককে হত্যার ঘটনা ঘটেছে। পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি ডোবা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। 

রবিবার সকালে স্থানীয় লোকজন মহিমাগঞ্জ-সোনাতলা আঞ্চলিক রোডে জীবনগাড়ী ব্রীজের পাশে একটি ডোবায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ আমতলী গ্রামের আলতাফ আলী প্রামানিকের পুত্র সিএনজি অটোরিক্সা চালক মোফাজ্জল হোসেন প্রামানিক (৪৫) এর সিএনজি অটোরিক্সা কয়েকজন অজ্ঞাত ব্যক্তি যাত্রী ভেসে কৌশলে ভাড়া নেয়।

এরপর রাত ১০টার দিকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। রাত সে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকে। 

এক পর্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে খুঁজতে এসে পাশ্ববর্তী শালমারা ইউনিয়নের জীবনগাড়ী ব্রীজের নিকট একটি ডোবায় এক ব্যক্তির লাশ পাওয়ার খবর পেয়ে তারা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন।
 
পুলিশের ধারণা, ছিনতাই করার উদ্দেশ্যে তার সিএনজি অটোরিক্সাটি ভাড়া নিয়ে উল্লেখিত স্থানে তাকে শ্বাসরোধে হত্যা করে দূর্বৃত্তরা অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Monday, November 19, 2018

কলেজ ছাত্র নাঈম হত্যা কান্ডে ব্যবহৃত চাকু সহ বিভিন্ন আলামত উদ্ধার!

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে নিহত কলেজ ছাত্র নাঈম (২০) হত্যার সময় ব্যবহৃত চাকু সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। 
 
কলেজ ছাত্র নাঈম হত্যা কান্ডে ব্যবহৃত চাকু সহ বিভিন্ন আলামত উদ্ধার!

রোববার রাতে (১৮নভেম্বর) নিহতের আটক বন্ধু ও সারিয়াকান্দি শহর ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক এস.এম. অনন্ত শ্রাবন বিশুর ভাড়া বাড়ীর বিছনার নিচ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তাক্ত চাকু সহ বেশ কয়েকটি চাকু, দা, নিহতের মানিব্যাগ, জাতীয় পরিচয় পত্র, ছবি, জুতা, রক্তমাখা বালিশ, একাধিক রক্তামাখা কাপড়, বিশুর রক্তমাখা জামা কাপড় ও রক্তমাখা বিছানার চাদর সহ বালতিতে ভিজানো বালিশেল কভার উদ্ধার করে সারিয়াকান্দি থানা পুলিশ। 


এমসয় সহকারী পুলিশ সুপার, গাবতলীল সার্কেল, তাপশ কুমার পাল, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন, ওয়ার্ড কাউন্সিলর ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন সাংবাদিকদের বলেন, সহকারি পুলিশ সুপার (গাবতলী সার্কেল) তাপস কুমার পাল স্যারের উপস্থিতে নাঈম হত্যা কান্ডে ব্যবহৃত চাকু সহ যথেষ্ট আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছে সারিয়াকান্দি থানা পুলিশ।

 খুব শীঘ্রই এর সাথে যারা জড়িত আছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। উল্লেখ্য, নাঈম বগুড়া বী’টের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী (মড়িয়া) গ্রামের স্বর্ণ ব্যবসায়ী ইন্তেজার রহমানের ছেলে। 

বৃহস্পতিবার রাতে তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যার পর লাশ বিকৃতি করতে আগুনে পোড়ায় হত্যাকারিরা। ইতোমধ্যে এ হত্যা কান্ডে জড়িতদের বিরুদ্ধে নাঈমের মা নাজমা বেগম শুক্রবার রাতে ছয়জনের নামে মামলা করেন।

এই বিভাগের আরো খবর:

  >> পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 >>  বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

 >> বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা
 
>> ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

>> বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা
 

Sunday, November 18, 2018

আদমদীঘিতে গলা কেটে হত্যা ঘটনায় মামলা

সাগর খান, আদমদীঘি প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম (৫৫) কে গত শুক্রবার রাতে গলা কেটে হত্যা ঘটনায় অজ্ঞাত নামা উল্লেখ করে শনিবার রাতেই আদমদীঘি থানায় মামলা দায়ের হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত হত্যার সাথে জড়িত কাহাকে গ্রেফতার বা হত্যার অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ।

আদমদীঘিতে গলা কেটে হত্যা ঘটনায় মামলা
উল্লেখ্য, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও মন্দিরপুকুর গ্রামের সখিন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম শুক্রবার সন্ধ্যা রাতে ছেলে নাজমুল ইসলাম (১৯) কে সাথে নিয়ে চাঁপাপুর বাজারে যায়।

প্রয়োজনীয় সামগ্রী কিনে দিয়ে পড়ে আসছি বলে ছেলে কে বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু যথা সময়ে বাড়িতে না ফেরায় পরিবার পরিজন গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করে। কিন্তু সন্ধান মেলেনি। শনিবার সকাল ১০টার বাড়ির পাশে ধানের ক্ষেতে কৃষকরা নজরুলের জবাই করা লাশ দেখে বাড়িতে এবং থানা পুলিশ কে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই শাহজাহান বাদী হয়ে অজ্ঞাত নামা উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করেন, নজরুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী ছিলেন জেল থেকে বের হয়ে আসার পর তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গত শনিবার চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুর ইসলাম (শাহীন) ও রবিউল কে সন্দেহ ভাবে আটক করেন। মামলার তদন্তকারী অফিসার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, আটক শাহিন ও রবিউলের নামে অন্য মামলার আদালতের গ্রেফতারী পরোয়ানা আছে তবে এই হত্যাকান্ডের ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরো খবর:

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা


পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 
 

বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

Friday, November 16, 2018

পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম

ভাড়া করা পতিতাকে নিয়ে বিরোধের কারণেই টেক্সটাইল ডিপ্লোমার ছাত্র নাইম ইসলামকে গলাকেটে হত্যা করে তার বন্ধুরা। লাশ কেউ যেন চিনতে না পারে সেজন্যই পলিথিনের বস্তায় ভড়ে আগুনে পোড়ানো হয়। আর নিজেদেরকে আড়াল করতে তিন বন্ধু মিলে থানায় জিডি করতে যায়।

এ ঘটনায় থানায় জিডি করতে যাওয়া তিন বন্ধু ছাড়াও ছাত্রলীগ নেতাসহ আরও দুইজনকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।

আটককৃত ছাত্রলীগ নেতা অনন্ত শ্রাবণ বিশু সারিয়াকান্দি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আরেক জন নিহত নাইমের বন্ধু সাব্বির। বৃহস্পতিবার গভীর রাতে বিশুর বাড়িতেই নাইমকে গলাকেটে হত্যার পর পাশে কালি মন্দিরের পেছনে লাশ পোড়ানো হয়।

সারিয়াকান্দি থানা পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার (১৬ নভেম্বর) সকালে অজ্ঞাত হিসেবে নাইমের লাশ উদ্ধারের পর তার তিন বন্ধু মনির, অন্তর ও বাবু থানায় জিডি করতে যায়। এর আগে বৃহস্পতিবার রাতে তারা থানায় গিয়ে পুলিশকে জানায় বন্ধু নাইম তাদের সঙ্গে যমুনা নদীতে বেড়াতে এসে নিখোঁজ হয়।

শুক্রবার সকালে থানায় যাওয়া তিন বন্ধুর কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাদেরকে আটক করে। এরই মধ্যে নাইমের মা নাজমা বেগম থানায় গিয়ে পোড়া লাশের পা দেখে তা শনাক্ত করে। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে আটক বন্ধুরা গলাকেটে হত্যা এবং লাশ পোড়ানোর কাহিনী বর্ণনা করে।

পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে তিন বন্ধু বলেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাইমসহ চার বন্ধু সারিয়াকান্দিতে বেড়াতে আসে। পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদের আরেক বন্ধু সাব্বির মহাস্থান থেকে এক পতিতাকে ভাড়া করে নিয়ে যায়।

তারা সবাই মিলে সারাদিন যমুনা নদীতে বেড়ানোর পর সারিয়াকান্দি বাজারে তাদের আরেক বন্ধু ছাত্রলীগ নেতা বিশুর বাড়িতে যায়। সেখানে পতিতাকে নিয়ে বিরোধ দেখা দিলে চার বন্ধু নাইমের হাত-পা বাঁধে এবং বিশু গলা কেটে মৃত্যু নিশ্চিত করে।

এরপর লাশ যেন কেউ চিনতে না পারে সেই উদ্দেশে বিশুর বাড়ির পাশে কালি মন্দিরের পেছনে জঙ্গলে নিয়ে গিয়ে পলিথিনের বস্তায় ভড়ে আগুন দিয়ে পোড়ায়। সেই সঙ্গে নিজেদেরকে আড়াল করতে থানায় বন্ধু নাইম নিখোঁজ হয়েছে মর্মে জিডি করতে যায়।

উল্লেখ্য, খুনের শিকার নাইম ইসলাম (২২) গাবতলী থানার মড়িয়া গ্রামের স্বর্ণ ব্যবসায়ী ইন্তেজার রহমানের ছেলে এবং বগুড়া বিআইআইটি নামের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের টেক্সটাইল বিভাগের শেষ বর্ষের ছাত্র। আটককৃত তার বন্ধুরাও একই প্রতিষ্ঠানের ছাত্র।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, এ ঘটনায় শুক্রবার রাত ৮টা পর্যন্ত মামলা হয়নি। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতেই এ ঘটনায় মামলা দায়ের হবে।


এই বিভাগের আরো খবর:

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা



বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

Tuesday, April 10, 2018

বগুড়া মাটিডালী থেকে এক অটো রিক্সা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ!

এস আই সুমন বগুড়া প্রতিনিধিঃ   বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের মাটিডালী ঈদগাহ মাঠের পার্শে অটো রিক্সা চালকের জবাই করার লাশ উদ্ধার করেছে পুলিশ।


বগুড়া মাটিডালী থেকে এক অটো রিক্সা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ!



জানা গেছে, মঙ্গলবার সকালে বগুড়া মাটিডালী ঈদগাহ মাঠের পার্শ্বে এক অটো রিক্সা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বগুড়ার সোনাতলার হারিকান্দী মধ্যপাড়া গ্রামের সরোওয়ারদীর পুত্র সাইদুল ইসলাম (৩৫) প্রতিদিনের ন্যায় অটোরিক্সা ভাড়া নিয়ে শহরের বিভিন্ন জায়গায় চালাইতো। সে সদরের ফুলবাড়ী মাটির মসজিদ এলাকার শহিদুলের বাড়ীতে ভাড়া থাকতো। 

সোমবার রাতে গাড়ী চালাতে গিয়ে রাতে ভাড়ায় বাসায় ফিরে আসেনি । ছিনতাই কারীরা তার কাছে থেকে আটোরিক্সা, মোবাইল, ভাড়া খাটার টাকা কেরে নিয়ে তাকে কলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়। 

অনেক খোজাখুজির পর মঙ্গলবার সকালে মাটিডালী ঈদগাহ মাঠের পার্শ্বে থেকে পুলিশ তার গালাকাটা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সদর এ সার্কেল সনাতন চক্রবর্তি, ওসি এমদাদ হোসেন, ফুলবাড়ীর এস,আই শহিদুল ইসলাম, এস আই বদিউজ্জামান বদি প্রমুখ।

সূত্র ঃ    www.bograsangbad.com

বগুড়ায় বড় ভাইকে হত্যার অভিযোগ

সদন থানার ওসি এমদাদ হোসেন জানান, জমির বিরোধের জেরে মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন (৬০) উপজেলার জামগ্রাম তিলচপাড়ার বাসিন্দা ছিলেন।
এলাকাবাসী জানান, জমির বিরোধের জেরে মঙ্গলবার সকালে দুই ভাইয়ের ঝগড়া বাধে। একপর্যায়ে ছোট ভাই শামসুল হক ছুরিকাঘাত করলে আলতাফ ঘটনাস্থলেই মারা যান।
ওসি এমদাদ বলেন, পুলিশ আসামি ধরার জন্য অভিযান চলছে।
 লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিস্তারিত আসছে ............।।