Showing posts with label Kahaloo News. Show all posts
Showing posts with label Kahaloo News. Show all posts

Sunday, February 3, 2019

বগুড়ায় কুলখানি দাওয়াত খেয়ে ৩৪ ব্যক্তি হাসপাতালে

বগুড়া উত্তর ডটকম:  (নন্দীগ্রাম প্রতিনিধি মো: ফিরোজ কামাল ফারুক) : বগুড়ার কাহালু উপজেলায় কুলখানি দাওয়াত খেয়ে ৩৪ জন ব্যক্তি অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফুড পয়জনিং হয়ে তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে চিকিৎসকেরা ধারণা করছেন।


কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ও নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন ডায়রিয়ার আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে।
 
নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থ রফিকুল ইসলাম, হারুন, মোস্তাফিজুর রহমান, শাহ আলম জানান, গত শুক্রবার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের চিরতা গ্রামে মরহুম আকতারুজ্জামানের কুলখানি (মজলিস) অনুষ্ঠিত হয়। 

সেখানে প্রায় তিন হাজার এলাকার লোকজন কুলখানির খাওয়া-দাওয়া সেরে বাড়ি ফিরেন। বাড়িতে এসে পরদিন থেকে পেটে ব্যাথা, ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হতে থাকেন তারা। অবস্থা খারাপের দিকে গেলে তাদের ভর্তি করা হয় কাহালু ও নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে। রোববার ভোরে থেকে নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন ব্যক্তি ভর্তি হয়।
 
জামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম কামাল বলেন, কুলখানি দাওয়াত খেয়ে অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তবে ফুড পয়জনিংয়ে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।
 
নন্দীগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ইকবাল মাহমুদ জানান, দাওয়াত খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত ২৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফুড পয়জনিংয়ে তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Sunday, November 18, 2018

বগুড়া-৪ আসনে জামায়াত নেতা তায়েব আলী স্বতন্ত্র প্রার্থী


 বগুড়া-৪ আসনে জামায়াত নেতা তায়েব আলী স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন। বগুড়ার কাহালু উপজেলা পরিষদের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান জামায়াত নেতা অধ্যক্ষ মাও. তায়েব আলী। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন। 
বগুড়া-৪ আসনে জামায়াত নেতা তায়েব আলী স্বতন্ত্র প্রার্থীইতোমধ্যই তিনি মনোনয়নপত্র ফরম উত্তোলন করেছে। বগুড়া-৪ আসনে নৌকা ও ধানের শীষের লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মাও. তায়েব আলী ফ্যাক্টর হতে পারে। এমনটাই চিন্তা ভাবনা করছে কাহালু-নন্দীগ্রাম এলাকার ভোটাররা। স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মাও. তায়েব আলী নির্বাচনে বিজয়ের টার্গেট নিয়ে মাঠে নামবেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ ও জাসদের নৌকা নিয়ে লড়াই





নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ ও জাসদের নৌকা নিয়ে লড়াই চলছে। এ আসনের বর্তমান এমপি একেএম রেজাউল করিম তানসেন নৌকা প্রতীক লাভের জন্য জোর তৎপরতা চালাচ্ছে।  


গত ২৮শে অক্টোবর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা জাসদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বগুড়া-৪ আসনের এমপি একেএম রেজাউল করিম তানসেনকে প্রার্থী ঘোষণা করে তাকে ভোট দেয়ার আহবান জানিয়েছে। 

অপরদিকে ৮ই নভেম্বর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম তার বক্তব্যে আওয়ামী লীগের প্রার্থী বিষয়ে বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনকে মনোনয়ন দিলে তাকে ভোট দিয়ে বিজয়ী করার কথা বলেছে। 

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের জন্য ফরম উত্তোলন করে জমা দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ইউনুস আলী, আওয়ামী লীগ নেতা এ্যাড. হেলালুর রহমান, কামাল উদ্দিন কবিরাজ, এ্যাড. রেজাউল হক, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আহছানুল হক ও হাটকড়ই ডিগ্রী কলেজের অধ্যাপক জাহিদুর রহমান। 

১৪ দলের অন্যতম শরিকদল হচ্ছে জাসদ। সে কারণে বর্তমান এমপি একেএম রেজাউল করিম তানসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার প্রচেষ্টা চালিয়ে আসছে। অপরদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। 

এ আসনে কে হবেন নৌকার মাঝি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ২৫৭ জন। নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮২৪ জন। 

এ আসনটি বিএনপির ফেভারিট আসন হিসেবে গণ্যকরা হয়। এ আসনে যতবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে, ততবারই জয়লাভ করেছে। তারপরেও আওয়ামী লীগ ও জাসদ এ আসনে এবার নৌকা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে জয়লাভ করতে চায়। 

এ দিকে বিএনপি আসনটি পুনরুদ্ধার করতে তৎপর রয়েছে। এ আসনে অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থীও থাকছে ভোট যুদ্ধে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কাহালু-নন্দীগ্রাম সরগরম হয়ে উঠেছে। সব জায়গায় বইছে ভোটের হাওয়া।

Wednesday, October 31, 2018

কাহালুতে ২ মাস ২১ দিন পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন

কাহালুতে ২ মাস ২১ দিন পর কবর থেকে যুবকের লাশ উত্তোলন
বিজ্ঞ আদালতের নির্দেশে ২ মাস ২১ দিন পর বুধবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মুরইল মিয়াপাড়া গ্রামে পারিবারিক কবরাস্থান হতে সাব্বির হোসেন (২৩) এর লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার নির্বাহি ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডল,  পুলিশ বোরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বগুড়ার এস আই নুর হোসেন সহ পিবিআই এর সদস্যবৃন্দ। গত ১৭/০৯/১৮ ইং তারিখে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪, মৃতঃ সাব্বির হোসেনের পিতা কাহালু উপজেলার মুরইল মিয়াপাড়া গ্রামের আব্দুর রহমান স্বপন বাদী হয়ে সন্দেহ জনক ভাবে ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা নম্বর ১৫৫২সি/২০১৮ (বগুড়া সদর)। গত ১০/০৮/১৮ইং তারিখে সন্ধ্যায় কাহালু উপজেলার দরগাহাট-উচলবাড়িয়া সড়কের বগুড়া সদরের ঘোলাগাড়ী এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় সাব্বির হোসেন ও তার কলিক রিপন (২৪) গুরুতর আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির হোসেনকে মৃতঃ ঘোষনা করেন এবং রিপনকে হাসপাতালে ভর্তি করা হয়।
ময়না তদন্ত ছাড়াই সাব্বির হোসেনের লাশ দাফন করা হয়। তার কলিক রিপন চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর মারা যায়। নিহত রিপন জামালপুর জেলার ইসলাসপুর উপজেলার দক্ষিণ গিলাবাড়ী গ্রামের লিয়াকত আলীর পুত্র। নিহত সাব্বির হোসেন ও রিপন কাহালুর মুরইল আল নুর এগ্রো ইন্ডাষ্ট্রিস এর শ্রমিক ছিলেন। মামলার বাদীর অভিযোগ আসামীগন পূর্বশত্রুতা মূলক নৃশংস ভাবে সাব্বির হোসেন ও তার কলিক রিপন হত্যা করে সড়ক দূর্ঘটনায় নিহত বলে চালানোর অপচেষ্টা করা হয়েছে।

Monday, April 16, 2018

বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া ফাজিল মাদ্রাসায় ট্যালেন্টপুলে সহ ৩ জনের বৃত্তি পাওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন

হাদিসুর রহমান  : বগুড়ার কাহালু উপজেলা “কল্যাপাড়া আনয়ারুল উলম ফাযিল মাদ্রাসা” হতে ২০১৭ সালের দাখিল পরীক্ষায় GPA-৫ সহ ৩ জনের বৃত্তি পাওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন। ১ জন মেধা (Talent) এবং ২ জন সাধারনে, বৃত্তি প্রাপ্ত ছাত্ররাঃ

বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া ফাজিল মাদ্রাসায় ট্যালেন্টপুলে সহ ৩ জনের বৃত্তি পাওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন
মোঃ সাব্বরি আহমেদ (ট্যালেন্টপুল),
মোঃ মোস্তাকিম হোসাইন(সাধারণ),
মোঃ জাকারিয়া হোসেন (সাধারণ)।
উল্লেখ্য যে, মোঃ সাব্বির আহমেদ রাজশাহী বিভাগের মধ্যে ২য় স্থান অধিকার করে। এছাড়াও প্রতি বছর অসংখ্য ছাত্র ছাত্রী এই মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে পাশ করে বের হয়ে যাচ্ছে ।

Tuesday, April 10, 2018

বগুড়ায় বড় ভাইকে হত্যার অভিযোগ

সদন থানার ওসি এমদাদ হোসেন জানান, জমির বিরোধের জেরে মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ হোসেন (৬০) উপজেলার জামগ্রাম তিলচপাড়ার বাসিন্দা ছিলেন।
এলাকাবাসী জানান, জমির বিরোধের জেরে মঙ্গলবার সকালে দুই ভাইয়ের ঝগড়া বাধে। একপর্যায়ে ছোট ভাই শামসুল হক ছুরিকাঘাত করলে আলতাফ ঘটনাস্থলেই মারা যান।
ওসি এমদাদ বলেন, পুলিশ আসামি ধরার জন্য অভিযান চলছে।
 লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিস্তারিত আসছে ............।। 

Thursday, March 8, 2018

বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮

কল্যাপাড়া আনয়ারুল উলম ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা এবং পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ৬ ও ৭ মার্চ-২০১৮ অনুষ্ঠিত হয়।

বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮

উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব মোঃ আব্দুস সামাদ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বগুড়া ও সভাপতি কল্যাপাড়া আঃ উঃ ফাজিল মাদ্রাসা। ( বিশেষ কারণে তিনি অনুপস্তিত থাকায় অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম সভাপতির দায়িত্ব পালন করেন )

বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮

প্রধান অতিথিঃ জনাব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী চেয়ারম্যান, উপজেলা পরিষদ কাহালু, বগুড়া।  বিশেষ অতিথিঃ জনাব আরাফাত রহমান উপজেলা নির্বাহী অফিসার,কাহালু, বগুড়া। 

জনাব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ মেয়র, কাহালু পৌরসভা ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কাহালু উপজেলা, বগুড়া।  জনাব মোঃ শওকত কবির পুলিশ পরিদর্শক (ওসি), কাহালু থানা,বগুড়া। 

জনাব মোঃ শফিকুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কাহালু উপজেলা, বগুড়া।  জনাব মোঃ আব্দুল মান্নান সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, কাহালু উপজেলা, বগুড়া। 

জনাব মোঃ ইয়াকুব আলী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মালঞ্চা ইউনিয়ন পরিষদ।  জনাব মোঃ আঃ মতিন বাবলা সদস্য, মালঞ্চা ইউনিয়ন পরিষদ।

সাংস্কৃতিক পরিচালনা করেনঃ মোঃআব্দুল বাছেত সহকারী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। ক্রীড়া পরিচালনা করেনঃ মোঃ হারুনুর রশিদ শরীরচর্চা শিক্ষক, অত্র মাদ্রাসা। মোঃ নূরুল আমিন আকন্দ সহকারী শিক্ষক(গণিত),অত্র মাদ্রাসা। 

সার্বিক তত্বাবধানে-মাওঃ মোঃ নজরুল ইসলাম অধ্যক্ষ ও মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক উপাধ্যক্ষ, অত্র মাদ্রাসা। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রাক্তন শিক্ষকবৃন্দ সহ অভিভাবক বৃন্দ

দিনব্যাপী ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক প্রতিযোগিতয় অংশ গ্রহণ করেন,  কুরআন তেলাওয়াত, হামদ , নাত, ইসলামী গান সহ কৌতুক ও দেশাত্মবোধক গান হয়। পরিশেষে মেহমানদের বক্তব্য শেষে  কৃতি ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা এবং পুরুষ্কার বিতরণীর মাধ্যমে  অনুষ্ঠান শেষ হয়। 

Wednesday, February 21, 2018

বগুড়ায় বাঁশ,কাগজ,দড়ি দিয়ে নির্মিত হলো শহীদ মিনার

একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত।

বগুড়ায় বাঁশ,কাগজ,দড়ি দিয়ে নির্মিত হলো শহীদ মিনার তৈরি করলেন কাহালু উপজেলা র এরুইল  গ্রামের যুব সমাজ ।
বগুড়ায় বাঁশ,কাগজ,দড়ি দিয়ে নির্মিত হলো শহীদ মিনার

মাতৃভাষার প্রতি সম্মান জানাতে তারা নিজেদের উদ্যোগে তৈরি করলেন এই শহীদ মিনার ।  এবং শ্রদ্ধা জানালেন।

রাত ১২ টা ০১ মিনিটে তারা ফুল দিয়ে সুভেচ্ছা জানায় ।
এ কাজে যারা ছিল তারা হল মাসুদ, রাকিবুল, মুন্না, মাহফুজ, এনামুল, মিনহাজ সহ এরুইল গ্রামের যুব সমাজ 

কাহালু উপজেলা এরুইল বিদ্যালয়ের মাঠে এই শহীদ মিনার টি তৈরি করা হয়।  
একুশে ফেব্রুয়ারির শহীদদের প্রতি সম্মান জানাতে যুবকদের উদ্যোগে নির্মিত হতো শহীদ মিনার । 
.....
তাদের লেখা পোষ্ট :
""ক্ষণিকের পরিকল্পনাকে বাস্তবে রুপ দিলাম।আমি গর্বিত এমন এক ভাস্কর্যের কারিগর বলে। আমি গর্বিত আমি বাঙালি বলে। ""

শহিদ মিনারে উপস্থিত বাংলা ভাষা প্রেমীদের মুখে একটাই ধ্বনি ছিলো, যারা মায়ের ভাষাকে বিশ্বের বুকে পরিচয় করে দিয়েছে, আমরা তাদের ভুলবো না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল শহীদদের প্রতিশ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য শহীদ মিনারে আসেন তারা। 


তাদের মুখে তখন একটাই স্লোগান ছিল, “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফ্রেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি”।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন কাহালু উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেন: শহীদ মিনারে ফুল দিচ্ছে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ , কাহালু, বগুড়া ।
....
শহীদদের-প্রতি-শ্রদ্ধা-জানালেন-কাহালু-উপজেলা-চেয়ারম্যান

রাত 12 টা 1 মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক করেন কাহালু উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ মাওলানা তায়েব আলী ও কাহালু উপজেলা পরিষদ।

Tuesday, February 20, 2018

কাহালুর সদ্য কারামুক্ত চেয়ারম্যান আজাদকে সংবর্ধনা

উপজেলা প্রতিবেদক: বগুড়ার কাহালুর শীতলাই আঞ্চলিক যুব সংঘের উদ্যোগে সদ্য কারামুক্ত কাহালু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও

কাহালু-সদ্য-কারামুক্ত-চেয়ারম্যান-আজাদ-বরণ-সংবর্ধনা

সাবেক মুরইল ইউ পি চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদকে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপিনেতা মোজাম্মেল হক মুন্সি, নূরনবী আকন্দ, কাহালু পৌর যুবদলের আহবায়ক মোহাম্মাদ আলী ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সরদার,

কাহালু পৌর ছাত্রদলের সভাপতি পারভেজ আলম, শীতলাই আঞ্চলিক যুব সংঘের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাহিম আহম্মেদ (সুমন),

কাহালু পৌর শ্রমিকদলের জিল­ুর রহমান, পৌর মৎস্যজীবি দলের সভাপতি মিলন সরদার, পৌর শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল,

যুবদলনেতা শাহিনুর ইসলাম, আব্দুর রাজ্জাক, কাজল, ছাত্রদলনেতা রাকিব, সাব্বির আহম্মেদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শীতলাই আঞ্চলিক যুব সংঘের অন্যান্য সদস্যবৃন্দ।