Showing posts with label Bogra-News. Show all posts
Showing posts with label Bogra-News. Show all posts

Wednesday, August 21, 2019

বগুড়ায় ছুরিকাঘাতে স্ত্রী খুন: স্বামী গ্রেফতার

বগুড়ায় মায়া খাতুন (১৮) নামে এক গৃহবধু স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বগুড়া সদরের বার্ব্বাকপুর মধ্যপাড়া বাড়িতে ছুরিকাঘাতের পর বুধবার সকালে তার মৃত্য হয়। ওই হত্যাকান্ডে জড়িত মায়ার স্বামী রাকিবুল হাসানকে (২০) বুধবার সকালে গ্রেফতার করেছে। ময়না তদন্তের জন্য নিহত মায়ার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বগুড়া সদর থানার ওসি তদন্ত রেজাউল করিম রেজা জানান, বগুড়া সদর উপজেলার বার্ব্বাকপুর মধ্যপাড়া এলাকার আবু জাফরের ছেলে রাকিবুল হাসানের সঙ্গে প্রায় এক বছর আগে শিবগঞ্জ উপজেলার গৌরঘাট এলাকার তোজাম্মেল ওরফে বিশার মেয়ে মায়া খাতুনের বিয়ে হয়। রাকিবুল হাসান পেশায় একজন পরিচ্ছন্ন কর্মী। তিনি বগুড়া পৌরসভায় মাস্টার রোলে কাজ করেন। তবে বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। মঙ্গলবার মধ্য রাতে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। তারই এক পর্যায়ে রাকিবুল হাসান ধারালো ছুরি দিয়ে তার স্ত্রীর পেটে আঘাত করেন। 

এতে তিনি চিৎকার দিলে শ্বাশুড়িসহ প্রতিবেশীরা মায়া খাতুনকে উদ্ধার করে টিএমএসএম মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে যায় এবং মায়া খাতুনের জন্য তিন ব্যাগ রক্তের ব্যবস্থা করে। কিন্তু তার পরেও তাকে বাঁচানো যায়নি। বুধবার সকাল ৯টার দিকে ওই হাসপাতালেই তার মৃত্যু হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, মায়া খাতুনকে ছুরিকাঘাতের খবর পাওয়ার পর থেকেই পুলিশ তার স্বামী রাকিবুল হাসানকে খুঁজছিল। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে শহরের মাটিডালি এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল জানিয়েছে দাম্পত্য কলজের জেরেই তিনি তার তার স্ত্রীকে খুন করেছেন। ওই হত্যাকাণ্ডে এখনও মামলা হয়নি।

Saturday, November 17, 2018

বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শহরের বিট ইনস্টিটিউটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র নাঈম ইসলাম (২০) খুন হওয়ার কারন নারীঘটিত বলে পুলিশের ধারণা।
বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে নাঈম খুন হওয়ার পর তার হারিয়ে যাওয়া বগুড়া-ল ১২-০৯৩৬ নম্বরের এ্যাপাচি মোটরসাইকেল শনিবার সকালে উদ্ধার করেছে থানা পুলিশ।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আল আমিন জানান, সকালে সদর ইউনিয়নের একজন জনপ্রতিনিধি রামকৃষ্ণপুর গ্রামে একটি ঘাসক্ষেতে ওই মোটর সাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া আসামিদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলের ২০০ গজ দূর থেকে নাঈমের রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়।
শনিবার বিকালে এজাহারভুক্ত নাঈম হত্যার আসামি সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের কান্টু মোল্যার ছেলে অন্তর শ্রাবণ বিষু, একই গ্রামের আশিকুল ইসলাম ওরফে বেলাল মুন্সির ছেলে আতিকুর রহমান, সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা গ্রামের সাহাদৎ মেম্বারের ছেলে সিহাব বাবু, ধুনট উপজেলার গোলার তাইড় গ্রামের লুৎফর রহমানের ছেলে মনিরুজ্জামান মনির, একই এলাকার চিকাশী ইউনিয়নের লিয়াকত আলীর ছেলে অন্তর মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর পড়ুন : 
 

পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 
বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা


বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার


বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

Friday, November 16, 2018

পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম

ভাড়া করা পতিতাকে নিয়ে বিরোধের কারণেই টেক্সটাইল ডিপ্লোমার ছাত্র নাইম ইসলামকে গলাকেটে হত্যা করে তার বন্ধুরা। লাশ কেউ যেন চিনতে না পারে সেজন্যই পলিথিনের বস্তায় ভড়ে আগুনে পোড়ানো হয়। আর নিজেদেরকে আড়াল করতে তিন বন্ধু মিলে থানায় জিডি করতে যায়।

এ ঘটনায় থানায় জিডি করতে যাওয়া তিন বন্ধু ছাড়াও ছাত্রলীগ নেতাসহ আরও দুইজনকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ।

আটককৃত ছাত্রলীগ নেতা অনন্ত শ্রাবণ বিশু সারিয়াকান্দি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আরেক জন নিহত নাইমের বন্ধু সাব্বির। বৃহস্পতিবার গভীর রাতে বিশুর বাড়িতেই নাইমকে গলাকেটে হত্যার পর পাশে কালি মন্দিরের পেছনে লাশ পোড়ানো হয়।

সারিয়াকান্দি থানা পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার (১৬ নভেম্বর) সকালে অজ্ঞাত হিসেবে নাইমের লাশ উদ্ধারের পর তার তিন বন্ধু মনির, অন্তর ও বাবু থানায় জিডি করতে যায়। এর আগে বৃহস্পতিবার রাতে তারা থানায় গিয়ে পুলিশকে জানায় বন্ধু নাইম তাদের সঙ্গে যমুনা নদীতে বেড়াতে এসে নিখোঁজ হয়।

শুক্রবার সকালে থানায় যাওয়া তিন বন্ধুর কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাদেরকে আটক করে। এরই মধ্যে নাইমের মা নাজমা বেগম থানায় গিয়ে পোড়া লাশের পা দেখে তা শনাক্ত করে। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে আটক বন্ধুরা গলাকেটে হত্যা এবং লাশ পোড়ানোর কাহিনী বর্ণনা করে।

পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে তিন বন্ধু বলেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নাইমসহ চার বন্ধু সারিয়াকান্দিতে বেড়াতে আসে। পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদের আরেক বন্ধু সাব্বির মহাস্থান থেকে এক পতিতাকে ভাড়া করে নিয়ে যায়।

তারা সবাই মিলে সারাদিন যমুনা নদীতে বেড়ানোর পর সারিয়াকান্দি বাজারে তাদের আরেক বন্ধু ছাত্রলীগ নেতা বিশুর বাড়িতে যায়। সেখানে পতিতাকে নিয়ে বিরোধ দেখা দিলে চার বন্ধু নাইমের হাত-পা বাঁধে এবং বিশু গলা কেটে মৃত্যু নিশ্চিত করে।

এরপর লাশ যেন কেউ চিনতে না পারে সেই উদ্দেশে বিশুর বাড়ির পাশে কালি মন্দিরের পেছনে জঙ্গলে নিয়ে গিয়ে পলিথিনের বস্তায় ভড়ে আগুন দিয়ে পোড়ায়। সেই সঙ্গে নিজেদেরকে আড়াল করতে থানায় বন্ধু নাইম নিখোঁজ হয়েছে মর্মে জিডি করতে যায়।

উল্লেখ্য, খুনের শিকার নাইম ইসলাম (২২) গাবতলী থানার মড়িয়া গ্রামের স্বর্ণ ব্যবসায়ী ইন্তেজার রহমানের ছেলে এবং বগুড়া বিআইআইটি নামের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের টেক্সটাইল বিভাগের শেষ বর্ষের ছাত্র। আটককৃত তার বন্ধুরাও একই প্রতিষ্ঠানের ছাত্র।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, এ ঘটনায় শুক্রবার রাত ৮টা পর্যন্ত মামলা হয়নি। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতেই এ ঘটনায় মামলা দায়ের হবে।


এই বিভাগের আরো খবর:

বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা



বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

Thursday, November 15, 2018

বগুড়া-৩ ॥ ধানের শীষ মনোনয়ন ফরম কিনলেন ১০ প্রত্যাশী

আদমদীঘি প্রতিনিধি সাগর খান : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপঁচাচিয়া) আসনে ধানের শীষ মার্কার মনোনয়ন পেতে ১০ জন নেতা ফরম সংগ্রহ করতে এখন ঢাকায়। 


সোমবার দলীয় মনোনয়ন সংগ্রহকারিদের মধ্যে আছেন সাবেক সাংসদ আব্দুল মোমিন তালুকদার খোকার স্ত্রী মাসুদা মোমিন ও আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

বগুড়া-৩ আসনটি স্বাধীনতার পর থেকে বিএনপি’র জন্য বরাবরই ছিল উর্বর। ১৯৯১ইং থেকে ১৯৯৬ ইং এ আসনে আব্দুল মজিদ তালুকদার এবং তার মৃত্যুর পর ২০০১ ও ২০০৮ ইং সালে নির্বাচিত হন তার ছেলে আব্দুল মোমিন তালুকদার খোকা। 

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ মামলায় থাকায় আব্দুল মোমিন তালুকদার খোকা বর্তমানে পলাতক। ফলে তার বিকল্প হিসাবে তালুকদার পরিবার থেকে আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের নাম একক ভাবে শোনা গেলেও শেষ পযর্ন্ত খোকা তালুকদারের স্ত্রী’র নাম যুক্ত হল। 

এছাড়াও ধানের শীষের মনোনয়ন সংগ্রকারি হিসাবে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, বগুড়া শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক নেতা হামিদুল হক হিরু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি এ্যাডভোকেট মকলেছুর রহমান, আইনজীবী আতাউর রহমান মুক্তা, সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ফিরোজ মোঃ কামরুল হাসান, জেলা শ্রমিক দলের উপদেষ্টা শিল্পপতি সুলতান মাহমুদ চৌধুরি ওরফে আমের চৌধুরি, জেলা বিএনপি’র নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, সান্তাহার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু ও কেন্দ্রীয় নির্মান শ্রমিক দলের সাধারন সম্পাদক লায়ন ফরিদ আহম্মেদ।

 
 

Sunday, November 11, 2018

শাজাহানপুরে বাসের ধাক্কায় হেলপার নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অপর বাসের হেলপার নিহত হয়েছেন। নিহত বাসের হেলপারের নাম আব্দুর রহমান মিয়া (২৫)। তিনি দিনাজপুর সদর উপজেলার নীলনগর এলাকার আব্দুল ওহাব মিয়ার ছেলে বলে জানা গেছে। 


রোববার (১১ নভেম্বর) ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের রহিমাদ এলাকায় সেনা স্মরণীর সামনে দুর্ঘটনাটি ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা রুপা পরিবহনের একটি বাস ওই এলাকায় এলে মহাসড়কে গতিরোধক থাকায় চালক বাসের গতি কমান। এ সময় পেছন থেকে আসা এসআই পরিবহনের বাসটি রুপা পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে রুপা পরিহনের বাসের হেলাপার আব্দুর রহমান মিয়া ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। সঙ্গে পেছনে থাকা এসআই পরিহনের বাসটির চাকার নিচে পড়ে যান ওই হেলপার। ফলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পরপরই এসআই পরিবহনের বাসটি পালিয়ে যায়। ফলে বাস ও বাসের চালক-হেলপারকে আটক করা যায়নি বলেও জানান ওসি জিয়া লতিফুল ইসলাম।বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অপর বাসের হেলপার নিহত হয়েছেন। নিহত বাসের হেলপারের নাম আব্দুর রহমান মিয়া (২৫)। 
তিনি দিনাজপুর সদর উপজেলার নীলনগর এলাকার আব্দুল ওহাব মিয়ার ছেলে বলে জানা গেছে।রোববার (১১ নভেম্বর) ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের রহিমাদ এলাকায় সেনা স্মরণীর সামনে দুর্ঘটনাটি ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা রুপা পরিবহনের একটি বাস ওই এলাকায় এলে মহাসড়কে গতিরোধক থাকায় চালক বাসের গতি কমান। 
এ সময় পেছন থেকে আসা এসআই পরিবহনের বাসটি রুপা পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে রুপা পরিহনের বাসের হেলাপার আব্দুর রহমান মিয়া ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। সঙ্গে পেছনে থাকা এসআই পরিহনের বাসটির চাকার নিচে পড়ে যান ওই হেলপার। ফলে তিনি গুরুতর আহত হন। 
পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে দুর্ঘটনার পরপরই এসআই পরিবহনের বাসটি পালিয়ে যায়। ফলে বাস ও বাসের চালক-হেলপারকে আটক করা যায়নি বলেও জানান ওসি জিয়া লতিফুল ইসলাম।

Saturday, September 22, 2018

বগুড়ায় ৩১ বিদ্যালয়ে পাঠদান বন্ধ

নিজস্ব প্রতিবেদক বগুড়া:  আর মাত্র দেড় থেকে দুই মাস পরেই প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। চূড়ান্ত প্রস্তুতির জন্য এই সময়টাতেই শিক্ষার্থীদের বেশি মনোযোগী হওয়ার কথা।



কিন্তু বন্যার পানিতে বিদ্যালয় ডুবে যাওয়ায় শিক্ষার্থীরা যেমন বিপাকে পড়েছে তেমনি অভিভাবকরাও এ দুর্যোগ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। বগুড়া জেলার ৩টি উপজেলায় ৩১টি বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষা বিভাগের হিসেব অনুযায়ী, যমুনা নদী তীরবর্তী ও চরাঞ্চল বেষ্টিত এই তিনটি উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সারিয়াকান্দি উপজেলা।

এই উপজেলায় সোমবার পর্যন্ত ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয় ২১টি ও মাধ্যমিক একটি। সোনাতলা উপজেলায় ৮টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ রাখা হয়েছে। অপরদিকে ধুনট উপজেলায় ৪টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় বন্ধ রয়েছে পাঠদান।


সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম জানান, উপজেলায় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ২১টি বিদ্যালয়ে বন্যার পানি ঢুকেছে। এর মধ্যে ১০টি বিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এ কারণে পাঠদান বন্ধ রয়েছে। তবে প্লাবিত বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের উঁচু স্থানে কোনো বাড়িতে নিয়ে গিয়ে শিক্ষা দেয়া হচ্ছে। 

বিশেষ করে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার্থীদের পাঠদানের চেষ্টা চলছে। এই উপজেলায় মাধ্যমিকে কর্ণিবাড়ি ইউনিয়নের নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বন্যার পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে বলে জানান তিনি। 

সারিয়াকান্দি উপজেলার ঘুগুমারী এলাকার বাসিন্দা ও এক স্কুলছাত্রের অভিভাবক শহিদুল ইসলাম বলেন, পরীক্ষার বাকি আর মাত্র দেড়মাস। আর এখনোই বন্যার কারণে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। এতে করে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। তারা ভালো ফলাফল করতে পারবে কিনা তা নিয়ে তিনি চিন্তিত। শিক্ষকদের উচিৎ এসব শিক্ষার্থীদের বিষয়ে বিশেষ ব্যবস্থা নেয়ার। লিমন বাসার/আরএ/জেআইএম

Tuesday, September 18, 2018

এক নজর দেখতে উৎসুক জনতার ভীড় ।। আদমদীঘিতে হঠাৎ বালি খাওয়া পাগলের আর্বিভাব

অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্য। হঠাৎ করেই এলাকায় আর্বিভাব হয়েছে এক পাগলের। সে যেখানেই বালির স্তুপ দেখছে সেখানেই বালির স্তুপের উপরে বসে ডান হাত দিয়ে সমানে শুধু বালিই খেয়ে যাচ্ছেন। তার বাম হাত নেই। পরনে ছিল শুধু ছেঁড়া ফাঁকা প্যান্ট ও শার্ট। 

অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদীঘি উপজেলার সদরের পুরাতন কৃষি ব্যাংকে সামনে পাকা রাস্তার ধারে। আর এই ঘটনা স্বচোক্ষে এক নজর দেখার জন্য ভীড় করছেন দূর দূরান্ত থেকে আসা উৎসুক জনতা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার সকালে উপজেলার সদরে হঠাৎ করে আর্বিভাব ঘটে নাম না জানা এক পাগলের। সে কোন কথা বলে না। শুধু বিভিন্ন স্থানে ঘুরে ফিরে যেখানে বালির স্তুপ দেখছে সেই বালির স্তুপের উপরে বসে সমানে খেয়ে যাচ্ছেন শুধু বালি আর বালি। আর মাঝে মধ্যে সে বালি মিশ্রিত হাত দিয়ে উৎসুক জনতার হাতে বালি ঘুষে দিচ্ছে। অবাক করা কান্ড হলো সেই বালি মিশ্রিত হাত থেকে বেলি ফুল আতরের সু-ঘ্রাণ ছড়াচ্ছে। তার এ সব কর্মকান্ড দেখে স্থানীয়রা হতবাক। 

আবার অনেকে মনে করছেন ঘটনাটি অলৌকিক। আবার উৎসুক জনতা তাকে টাকা দিতে চাইলেও সে টাকা গ্রহণ করছে না বা কারো কাছ থেকে কোন খাবারও গ্রহণ করছে না। ঘটনাটি এলাকায় জানাজানি হলে এ দৃশ্য এক নজর দেখার জন্য ভীড় জমাচ্ছে শত শত উৎসুক জনতা। উপজেলার পুরাতন কৃষি ব্যাংকের সামনে ওই পাগল একটি বালির স্তুপের উপরে বসে সমানে বালি খেয়ে যাচ্ছেন। 

সে মাঝে মধ্যে উৎসুক জনতার হাতে বালি ঘুষিয়ে দিলে বালি মিশ্রিত হাত থেকে আতরের সুগন্ধি ছড়াচ্ছে। এ দিকে এ ঘটনাকে অলৌকিক ঘটনা বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় এক সাংবাদিক আনোয়ার হোসাইন বলেন, এই রকম ঘটনা আজ পর্যন্ত কোথাও দেখেনি এবং এ রকম কথাও শুনেনি। এটি একটি অলৌকিক ঘটনা। 

সাগর খান

ধুনটে মানাস নদী পারাপারে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই গ্রামবাসীর ভরসা

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরি গ্রামের মানাস নদীতে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকোই কয়েকটি গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। আর নদীতে পানি বাড়লে একমাত্র ভরসা হয়ে ওঠে নৌকা। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী সহ এলাকাবাসীদের নদী পারাপার হতে হয়।
সরেজমিনে জানাযায়, গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরি গ্রামের পাশ দিয়ে বহমান মানাস নদী। স্থানীয় লোকজন ঐ নদীর উপর দিয়ে যাতায়াতের জন্য স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মান করেছে। প্রতিদিন ঐ সাঁকোর উপর দিয়ে ঝুঁকিপূর্নভাবে চিকাশী, জোড়শিমুল, গোসাইবাড়ী, পূর্ব গুয়াডহুরী ও গজারিয়া গ্রামের শিক্ষার্থী সহ হাজারো লোকজন যাতায়াত করে। সাঁকোর উপর দিয়ে লোকজন পারাপার হলেও মালামাল ও কৃষি পন্য পরিবহনে চরম দূর্ভোগ পোহাতে হয়।
এছাড়া অতিরিক্ত চলাচলের কারনের সাঁকোটি মাঝে মধ্যে ভেঙ্গে গেলে বা নদীতে পানি বৃদ্ধি পেলে নৌকায় পারাপার হতে হয়। নড়বড়ে সাঁকোটির উপর দিয়ে ছোট ছোট ছেলে মেয়েরাও ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করছে। পূর্ব গুয়াডহুরি গ্রামের শিক্ষক আতাউর রহমান বলেন, এই বাঁশের সাঁকোর উপর দিয়ে কয়েকটি গ্রামের ছেলে মেয়েদের গোসাইবাড়ী কলেজ ও স্কুলে যাতায়াত করতে হয়।
এছাড়া মালামাল ও কৃষিপন্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গোসাইবাড়ী মনিং সান স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র শ্রী সুফল কুমার বলেন, স্কুলে যেতে এই সাঁকোর উপর দিয়েই পারাপার হতে হয়। তবে নদীতে পানি বাড়লে নৌকায় করে যেতে আরো দূর্ভোগ বেড়ে যায়। উপজেলা প্রকৌশল কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, ওই নদীর উপর ব্রীজ নির্মানের জন্য সরকারের কাছে একটি প্রস্তাবনা পাঠানো হবে।
ইমরান হোসেন ইমন

Thursday, July 26, 2018

করতোয়া নদীতে গোসল করতে নেমে যুবক নিহত


বগুড়ার মাটিডালীতে করতোয়া নদীতে গোসল করতে নেমে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত, এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার মাটিডালীতে করতোয়া নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় মাটিডালী বাজারের বেইলী ব্রীজ সংলগ্ন করতোয়া নদীতে গোসল করতে নামে মামুন নামের এক যুবক সে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় এবং সাথে সাথেই মারা যায়।

 নিহত যুবক মামুন(৪০) কালিবালা গ্রামের নাইট গার্ড বুলু মিয়ার ছেলে বলে জানা যায়। এবং সে দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্য হীন ছিল বলে পারিবারিক সূত্রে জানান। সংবাদ পেয়ে ফুলবাড়ী ফাঁড়ীর এস আই বদিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

Wednesday, July 25, 2018

আন্দোলনের নাম হবে বাটাম পেটা -- মীর্জা সেলীম

আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের ওপর কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী গোষ্ঠী হামলায় রক্তাক্তের প্রতিবাবে বুধবার সকাল ১১টায় বগুড়া জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনের নাম হবে বাটাম পেটা -- মীর্জা সেলীম 

মানব বন্ধন কর্মসূচিতে সাংবাদিক ইউনিয়নের সভাপতি, মীর্জা সেলীম বলেন,

Wednesday, July 18, 2018

কল্যাপাড়া ফাজিল মাদরাসায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

হাদিসুর রহমান, বগুড়া : ত্রিশ লক্ষ শহীদদের স্মরণে সারাদেশে ত্রিশ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই আলোকে কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল মাদরাসাতে ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।

কল্যাপাড়া ফাজিল মাদরাসায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন



বুধবার সকাল ১০ টায়

সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

হাদিসুর রহমান, বগুড়া: সরকারি আজিজুল হক কলেজে মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্বরণে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয় । বুধবার বেলা ১২ টা এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী স্যার ।

সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

কর্মসূচীতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী স্যার, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক স্যার, সহ

Friday, June 1, 2018

জেএসসি-জেডিসিতে ২০০ নম্বর কমলো

সচিবালয় প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় নম্বর ও বিষয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে জেএসসিতে ৬৫০ নম্বরের এবং জেডিসিতে ৮৫০ নম্বরের পরীক্ষা হবে। এই দুই পরীক্ষায় ২০০ নম্বর করে কমানো হয়েছে।  

জেএসসি-জেডিসিতে ২০০ নম্বর কমলো


বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা

Friday, May 25, 2018

"এসো শপথ করি, সবুজ পরিবেশ গড়ি" সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষরোপন

হাদিসুর রহমান (বগুড়া প্রতিনিধি ) : প্রতি বছরের মতো এবারও সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয় । গতকাল সকালে কলেজ এর বিভিন্ন স্থানে প্রায় কয়েক শো শোভাবর্ধনকারী গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। সহস্রাধিক গাছ লাগানোর টার্গেট রয়েছে।  

এ সময়  কলেজ এর অধ্যক্ষ:

Tuesday, April 24, 2018

পরিবেশবাদী সংগঠন “তীর”এর পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষন বিয়ষক কর্মশালা অনুষ্ঠিত

হাদিসুর রহমান ( কলেজ প্রতিনিধি ) ঃ “শিখো, কর, শেখাও, পরিবেশ-বাঁচাও” স্লোগানকে বুকে ধারণ করে পরিবেশবাদী সংগঠন “তীর” এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজকের বিষয় ছিল পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষন বিয়ষক কর্মশালা।

পরিবেশবাদী সংগঠন “তীর”এর পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষন বিয়ষক কর্মশালা অনুষ্ঠিত



পরিবেশবাদী সংগঠন “তীর”, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া এর আলোচনা সভায় উপস্তিত ছিলেন “তীর” এর সভাপতি মিজানুর রহমান , সাধারন সম্পাদক আরাফাত হোসেন, এছাড়াও সি পি এন টেক ইন্সিটিউট এর পরিচালক ও তীর এর উপদেষ্টা জনাব এস এ জাহিদ হোসেন।  

“তীর” এর সাধারন সম্পাদক আরাফাত হোসেন বলেন, “সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া কে পাখিদের জন্য সংরক্ষিত এলাকা করতে চাই”। এছাড়াও তিনি পাখিদের বসবাসের জন্য কাঠের ও মাটির বাসা গাছে গাছে লাগানোর উদ্যোগ নেন, এবং অতি তারাতাতি পাখি শিকার রোধে সাইনবোর্ড লাগাবেন বলে ঘোষণা করেন। তিনি ছোটদের পরিবেশ সম্পর্কে সঠিক ধারণা দিতে স্কুলে স্কুলে গিয়ে তীর এর কর্মীদের আলোচনা করার আহ্বান জানান।  

“তীর” এর সভাপতি মিজানুর রহমান বলেন, “আমরা একদিন থাকবনা, তোমাদের কে এক হয়ে কাজ করতে হবে”। তিনি সৃতিকাতর হয়ে বলেন সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া তে তীর কে এতদূর আনতে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে”।  

এছাড়াও উক্ত কর্মশালায় বক্তব্য দেন তীর এর উপদেষ্টা জনাব এস এ জাহিদ হোসেন, তিনি বলেন “পরিবেশ কে পরিচ্ছন্ন করার আগে আমাদের নিজেদের কে পরিচ্ছন্ন করতে হবে , স্মার্টনেস আনতে হবে”। এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।  

পরিবেশবাদী সংগঠন “তীর” এর মিটিং শেষে অধ‍্যক্ষ্য মোঃ শাহজাহান আলী স্যার বলেন- “ক্যম্পাসে যারা গরু চড়ায় তাদের গরু সহ ধরে নিয়ে আসো, দোকানদারদের কলেজে ময়লা ফেলা বন্ধ কর কথা না শুনলে তাদের কলেজে ডুকতে দিবা না। এতে তোমাদের উপর যদি কোন আঘাত আসে তবে তার আগে আমাকে আঘাত করতে হবে। কলেজকে পরিচ্ছন্ন রাখতে আমি তোমাদের পাশে আছি।”  

কর্মশালায় উপস্থিত ছিলেন তৌফিক হাসান হিমু, মো. হাদিসুর রহমান , রাশেদুল, জাহিদ হাসান, আসিকুর, আল হাসিব , বরকত , বোরহান, আব্দুর রাজ্জাক সহ প্রমুখ।

Monday, April 23, 2018

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিহার হাট দাখিল মাদ্রাসায় বই দিবস পালিত

হাদিসুর রহমান, ( বগুড়া ) প্রতিনিধি :  ২৩ শে এপ্রিল ২০১৮  বিশ্ব ব্যাপি পালিত হয় "বই দিবস" তার’ই অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিহার হাট দাখিল মাদ্রাসায় বই দিবস পালিত হয় ।  

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিহার হাট দাখিল মাদ্রাসায় বই দিবস পালিত


অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোফাজ্বল হোসেন ( মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি)  অনুষ্ঠান টি উপস্থাপনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আ,ন,ম এহসান আলী। সভাপতি সাহেব তাঁর বক্তবে বলেন, "বর্তমান সরকার শিক্ষার উপর যেভাবে কাজ করছেন এভাবে চললে কিছু দিনের মাঝেই বাংলাদেশ শিক্ষার দিক দিয়ে মাথা উচু করে দাড়াতে পারবে"।  

এছাড়াও শিক্ষার মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ।  এসময় বক্তব্য রাখেন গ্রীন ওয়ার্ল্ডের পরিচালক জনাব তৌফিক হাসান তিনি বলেন,  "বই একমাত্র জিনিস যা বর্তমান সমাজ কে ঠিক রাখতে পারে বর্তমান এই নেশার জগৎ কে দূরে সরে রাখতে পারে"  তাই বেশি বেশি বই পড়া সবার উচিৎ বলেই তিনি মনে করেন ।    

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  গ্রীন ওয়ার্ল্ডের উপ পরিচালক মাসুদ রানা জয়, মোঃ আবুজার, শাহীন মাহমুদ ভান্ডারী সহ  অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।    অনুষ্ঠানে এলাকার গুণীজন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

Saturday, April 21, 2018

৭০ বছর পূর্তি উপলক্ষে কাহালুর ভালশুন উচ্চ বিদ্যালয়ে পূর্নমিলনী ২০১৮

হাদিসুর রহমান  : বর্ণিল আয়োজনে বগুড়া, কাহালু উপজেলার ঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান “ভালশুন উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তিতে উৎসব অনুষ্ঠিত হয়েছে।       

৭০ বছর পূর্তি উপলক্ষে কাহালুর ভালশুন উচ্চ বিদ্যালয়ে পূর্নমিলনী ২০১৮

এ উপলক্ষে শিক্ষার্থীদের পুনর্মিলনীর অয়োজন করেন সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১০ টাই অনুষ্ঠানের উদ্বোধনী করেন অনুষ্ঠানের সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের শুরু হয়, এর পর  বর্ণিল আনন্দ শোভাযাত্রা,  স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল দিনভর। সবকিছু ছাপিয়ে এই আয়োজন রূপ নেয় নবীণ প্রবীণ শিক্ষার্থীদের মিলন মেলায়। শুক্রবার  সকালে স্কুল প্রাঙ্গণে দিনভর অনুষ্ঠিত হয় এই উৎসব।  

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় স্কুল প্রাঙ্গণ থেকে নতুন ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষকদের অংশগ্রহণে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নাচ, গান ও ভেপু বাজিয়ে শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তোলেন যা শোভাযাত্রাটি ভালশুন বাজার হয়ে স্কুল মাঠে এসে শেষ হয়। এছাড়াও দিনব্যাপী স্মৃতিচারন, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।  

বিদ্যালয়ের অভ্যন্তরে মূল মঞ্চ তৈরিসহ পুরো স্কুলকে বর্ণিল সাজে সাজিয়ে  স্কুলের ৭০ বছর পূর্তিকে স্মরণীয় করতে সবকিছুই করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উৎসবে স্কুলের ১৯৪৭ সালের এসএসসি ব্যাচ থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  উৎসবে যোগ দেয়া সরকারি চাকুরীজীবী সহ বিভিন্ন স্থানে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের স্মৃতিকথা যেন ফুরোতেই চায় না। সবকিছু ছাপিয়ে এটি একটি মহামিলন মেলায় পরিণত হয়েছে। 


সেইস্কুল জীবনের সহপাঠীদর সাথে অনেকদিন পর প্রাণ খুলে কথা বলতে পারা, স্কুল জীবনের ওইসব মধুর দিনগুলো আজ যেন ফিরে এসেছে। প্রাণের টানে মায়ার বাঁধনে আজ আবার সবাই একসাথে মিলিত হতে পারার আনন্দটাই যেন আলাদা।  

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জান্নাতুন বাকী মিনু, স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন প্রাক্তন অধ্যক্ষ  মুজিবুর রহমান, মো: বেলাল হোসেন, শিক্ষা অফিসার, সোনাতলা, প্রাক্তন অধ্যক্ষ মো আবুল কালাম আজাদ, আনোয়ার ইসলাম, রব্বানী, জাহিদুল ইসলাম, হযরত আলী, মকবুল হোসেন, আঃ সাত্তার, আঃ রইস, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল হোসেন,  সাজ্জাদুর রহমান, আশরাফুদ্দলা ( ডলার ) সহ অনেকেই।  উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আঃ রহমান সহ বর্তমান ও প্রক্তন শিক্ষক বৃন্দ । 

এছাড়াও উপস্থিত ছিলেন ফজলুল বারী মরিচ, জুলফিকার আলী সুইট,  মেসবাউল হক, শহিদুল ইসলাম লিটন, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম রানা, সহ অনেকেই ।  

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুখস্মৃতির মধুময় মিলনমেলা শেষ হয় রাত ৮টায়।

Tuesday, April 17, 2018

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া তে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন

মোঃ হাদিসুর রহমান  (বগুড়া ) প্রতিনিধি : ১৭ই এপ্রিল  "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা" এই শ্লোগান কে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১১ টায়  সরকারি আজিজুল হক বগুড়া, এ কলেজ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।


সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া তে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রফেসর মো: শাহজাহান আলী  (অধ্যক্ষ স:আ:হক কলেজ)  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রফেসর মো: ফজলুর হক উপধ্যক্ষ স: আ: হক কলেজ ।

সভাপতিত্ব করেন : প্রফেসর মো: আনোয়ারুল ইসলাম  সম্পাদক,  শিক্ষক পরিষদ,  স: আ: হক কলেজ বগুড়া। এ সময় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান সহ কলেজের সকল শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন। উক্ত সভায় বিভিন্ন বক্তারা ১৭ই এপ্রিল  "ঐতিহাসিক মুজিবনগর দিবস" উপলক্ষে বক্তব্য প্রদান করেন।  অবশেষে সভাপতি মহোদয়ের বক্তব্য দিয়েই আলোচনা সভা শেষ হয়। 

Monday, April 16, 2018

বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া ফাজিল মাদ্রাসায় ট্যালেন্টপুলে সহ ৩ জনের বৃত্তি পাওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন

হাদিসুর রহমান  : বগুড়ার কাহালু উপজেলা “কল্যাপাড়া আনয়ারুল উলম ফাযিল মাদ্রাসা” হতে ২০১৭ সালের দাখিল পরীক্ষায় GPA-৫ সহ ৩ জনের বৃত্তি পাওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন। ১ জন মেধা (Talent) এবং ২ জন সাধারনে, বৃত্তি প্রাপ্ত ছাত্ররাঃ

বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া ফাজিল মাদ্রাসায় ট্যালেন্টপুলে সহ ৩ জনের বৃত্তি পাওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন
মোঃ সাব্বরি আহমেদ (ট্যালেন্টপুল),
মোঃ মোস্তাকিম হোসাইন(সাধারণ),
মোঃ জাকারিয়া হোসেন (সাধারণ)।
উল্লেখ্য যে, মোঃ সাব্বির আহমেদ রাজশাহী বিভাগের মধ্যে ২য় স্থান অধিকার করে। এছাড়াও প্রতি বছর অসংখ্য ছাত্র ছাত্রী এই মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে পাশ করে বের হয়ে যাচ্ছে ।

বগুড়া গোকুল চাঁদমুহা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীর সাথে দৌহিক সম্পর্কের নগ্ন ভিডিও ধারণ আলোচিত সেই লম্পট শিক্ষকের সেচ্ছায় আদালতে আত্ন সমর্ম্পন জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ

এস আই সুমন মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ  বগুড়া সদরের গোকুল চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর জনৈক এক ছাত্রীকে প্রলোভন ও পরীক্ষায় ফেল করে দেওয়ার ভয় দেখিয়ে বিদ্যালয়ের লাইব্রেরীয়ান শিক্ষক বগুড়া সদরের রজাকপুর গ্রামের সোলায়মান আলীর পুত্র ফারুক হোসেন বাবু কর্তৃক ছাত্রীর নগ্ন ভিডিও ধারন আলোচিত সেই লম্পট শিক্ষক আজ সোমবার বগুড়া আদালতে সেচ্ছায় আত্ন সমর্ম্পন  করলে আদালত তাকে জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন।

বগুড়া গোকুল চাঁদমুহা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীর সাথে দৌহিক সম্পর্কের নগ্ন ভিডিও ধারণ আলোচিত সেই লম্পট শিক্ষকের সেচ্ছায় আদালতে আত্ন সমর্ম্পন জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ

ঐ ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়,দীর্ঘ ২ বছর পূর্ব থেকে তার সাথে দৌহিক সম্পর্ক গড়ে তুলে লম্পট শিক্ষক ফারুক হোসেন বাবু মোবাইলে নগ্ন  ভিডিও ধারণ করে রাখে। ভিডিওটি গত কয়েকদিন পূর্বে প্রকাশ পেলে  ৮ই এপ্রিল  রবিবার বিদ্যালয়ের শিক্ষার্থীরা লম্পট বাবুর ফাঁসীর দাবিতে বেলা ১২ টা থেকে ১২ টা ৩০ মি: পর্যন্ত ক্লাস বর্জন করে বিদ্যালয়ের সামনে নামুজা বগুড়া সড়ক অবরোধ করে রাখে।

সংবাদ পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সদর এ সার্কেল সনাতন চক্রবর্তী, সদর থানার অফিসার ইনচার্জ( ওসি)এমদাদ হোসেন, ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া ও গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ ঘটনাস্থলে পৌছে লম্পট শিক্ষক বাবুকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির আশ্বাস প্রদান করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে অত্র বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র মেহেদী হাসান, ছাত্রী মীম আক্তার, ৭ ম শ্রেণীর ছাত্রী ইশা মনির সাথে কথা বললে তারা জানান, লম্পট নারী লোভী হায়েনা লাইব্রেরীয়ান শিক্ষক ওমর ফারুক বাবুর ফাসী চাই। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য আলী রেজা তোতন ও প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর সাথে কথা বললে তারা জানান, বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে বিদ্যালয়ের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এব্যাপারে ভুক্ত ভোগী ঐ ছাত্রীর পিতা সরলপুর পশ্চিম পাড়া গ্রামের ডাবলু মিয়া, ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদমুহা সরলপুর যুব সংঘের নেতৃবৃন্দের বরাবরে লম্পট বাবুর শাস্তি চেয়ে পৃথক পৃথক ২ টি আবেদন করেছিলেন ।

এব্যাপারে সচেতন অভিভাবক মহল ও এলাকাবাসী অভিযুক্ত ঐ শিক্ষককে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানিয়ে আসছিলেন। পুলিশ তাকে গ্রেফতারের জোর প্রচেস্টা চালিয়ে আসছিলেন ঘটনার বেশ কিছুদিন অতিবাহিত হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে না পারায় এলাকাবাসী ও অভিভাবক মহল ফুৃসে উঠছিলেন।

এ ঘটনায় জড়িত সেই লম্পট শিক্ষক ফারুক হোসেন বাবু আজ সোমবার সেচ্ছায় বগুড়া আদালতে আত্ন সম্পর্পন করলে পুলিশ রিমান্ডের আবেদন করলে কোর্ট তাকে ২ দিনের রিমান্ডে দিয়ে  জামিন নামুঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন।

এ ব্যাপারে সচেতন এলাকাবাসী ও অভিভাবক মহল লম্পট শিক্ষক ফারুক হোসেন বাবুর কঠোর শাস্তির দাবী জানান।