Wednesday, July 25, 2018

আন্দোলনের নাম হবে বাটাম পেটা -- মীর্জা সেলীম

আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের ওপর কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী গোষ্ঠী হামলায় রক্তাক্তের প্রতিবাবে বুধবার সকাল ১১টায় বগুড়া জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনের নাম হবে বাটাম পেটা -- মীর্জা সেলীম 

মানব বন্ধন কর্মসূচিতে সাংবাদিক ইউনিয়নের সভাপতি, মীর্জা সেলীম বলেন,
অবিলম্বে মাহমুদুর রহমানের উপর হামলাকারীদের আটক করে দৃষ্টান্তমুলক শাস্তি না দেওয়া হলে রাজপথে নেমে আন্দোলন করা হবে। সেই আন্দোলনের নাম হবে বাটাম পেটা। 

উল্লেখ্য, গত ২২ জুলাই বিকাল সাড়ে চারটার দিকে ছাত্রলীগের একটি মানহানি মামলায় কুষ্টিয়ার আদালতে জামিন নিয়ে বের হওয়ার সময় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হামলার শিকার হন।
আন্দোলনের নাম হবে বাটাম পেটা -- মীর্জা সেলীম

আক্রমনকারীরা এ সময় লাঠি, সোডা ও ইট, পাটকেল দিয়ে তার বহনকারী গাড়ি ভেঙে চুরমার করে, এবং তাকে রক্তাক্ত জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় মাহমুদুর রহমান ও তার সহযোগীরা বিকালে আদালত প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা চলে আসেন এবং হাসপাতালে ভর্তি হন।

No comments:

Post a Comment