Showing posts with label Dhaka-News. Show all posts
Showing posts with label Dhaka-News. Show all posts

Tuesday, February 5, 2019

রবীন্দ্রস্মৃতিধন্য পদ্মা ও গড়াই পাড়ের কুঠিবাড়ি

বাংলাভাষার কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি বিশ্বজোড়া। বাঙালির গৌরবের নাম তাই রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের বিভিন্ন স্থান কবির স্মৃতিধন্য। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রাম কবির ব্যক্তি, কর্ম ও কাব্যজীবনের অনেকাংশের সাক্ষী হয়ে আছে। পদ্মা ও গড়াই নদীর তীরে অবস্থিত এই কুঠিবাড়ি কবির উল্লেখযোগ্য সাহিত্যকর্মের সুতিকাগার বলা চলে।




কবির বিভিন্ন রচনার প্রেক্ষাপট ও স্থানীয় কৃষকের জীবনমান উন্নয়নে কবির বিভিন্ন পদক্ষেপের কারণে নিভৃত পল্লী শিলাইদহের নাম সবদিকে ছড়িয়ে পড়েছে। শিলাইদহের মুগ্ধকর পরিবেশে কবি বহু প্রবন্ধ, কবিতা ও গল্প রচনা করেছেন। তাঁর এসব লেখনীর মধ্যে সোনার তরী, মানসসুন্দরী, উর্বশী, চিত্রা, ক্ষনিকা, গীতাঞ্জলীসহ অনেক গান ও কবিতা নিভৃত এই পল্লীর পরিবেশেই রচিত হয়েছিল।

১৮৯১ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারী পরিচালনার জন্য শিলাইদহের কুঠিবাড়িতে আসেন। এই কুঠিবাড়ি থেকে তিনি পতিসর ও শাহজাদপুরের জমিদারিও দেখাশুনা করতেন। এখানে আসার পর  শিলাইদহ গ্রামের ছায়াঘেরা অপরূপ দৃশ্য এবং পদ্মা-গড়াই নদী কবিকে বিশেষভাবে প্রভাবিত করে। শিলাইদহ গ্রামে কবি রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ এবং কৃষিবিদ রবীন্দ্রনাথের অপূর্ব এক বিচিত্র সমন্বয় ঘটেছিল।




ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে পদ্মা নদীর তীরে বড় বড় নীলকুঠি তৈরি করা হয়েছিল। ওই সময় নীলের ব্যবসা ছেড়ে সাহেবরা চলে গেলে নীলকুঠির নিচতলা জমিদারির কাচারি ঘর হিসাবে ব্যবহার করা হয়। পরবর্তীকালে নদীর ভাঙনে ওই নীলকুঠি বিলীন হয়ে যাওয়ার উপক্রম হলে ১৮৯২ সালে পদ্মার তীর থেকে প্রায় এক কিলোমিটার দূরে শিলাইদহ গ্রামে ৩২ বিঘা জায়গা নিয়ে তিনতলার বর্তমান কুঠিবাড়িটি নির্মাণ করা হয়। 

১৮৯১ সাল থেকে ১৯০১ সাল পর্যন্ত জমিদারি পরিচালনার জন্য কবি শিলাইদহ গ্রামে থেকেছেন। পদ্মা-গড়াইয়ের মধ্যবর্তী স্থান ছিল ঠাকুর পরিবারের জমিদারি এস্টেট। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর ১৮০৯ সালে এই জমিদারি ক্রয় করেন। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও জনজীবন অবলোকন করে কবি অনেক রচনা লিখেছেন।

৩২ বিঘা জায়গা ঘিরে পৌনে চার বিঘা জমির উপর ঢেউ আকৃতির প্রাচীরবেষ্টিত শিলাইদহের কুঠিবাড়ি প্রতিষ্ঠিত। তিনতলা এই কুঠিবাড়ির কামরার সংখ্যা ১৮টি। এর নিচতলায় ৯টি কামরা, দোতলায় ৭টি ও তিনতলায় দুটি কামরা রয়েছে। কুঠিবাড়িতে কবির ব্যবহার্য জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী সংরক্ষিত রয়েছে। এগুলোর মধ্যে ৮০টিরও অধিক বিভিন্ন দুর্লভ ছবি ও কবির ব্যবহূত খাট, ইজি চেয়ার, লেখার টেবিল, স্পিড বোট, দুই বেহারার পালকি, ঘাষ কাটা মেশিন, গদি চেয়ার, নৌকাসহ অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র।

সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুঠিবাড়ি দেখাশুনার দায়িত্বে রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি ছেড়ে চলে যাওয়ার পর এখানকার জমিদারির হাত বদল ঘটে। পরে ঢাকার ভাগ্যকূল জমিদার শিলাইদহের এস্টেট কিনে নেন। এরপর ১৯৫২ সালে জমিদারি প্রথা বাতিল হওয়ার পর কুঠিবাড়িসহ অন্যান্য সম্পত্তি সরকারের মালিকানায় আসে।

উল্লেখ্য, শিলাইদহ থেকে জমিদারি ছেড়ে যাওয়ার পরও কবি বেশ কয়েকবার শিলাইদহে এসেছেন। কবির জন্মজয়ন্তীর অনুষ্ঠান ছাড়াও প্রতিদিনই এই কুঠিবাড়িতে প্রাণের টানে ছুটে আসেন দেশি-বিদেশি পর্যটক। প্রতি বছরের মত এবারো কবির জন্মজয়ন্তী পালন উপলক্ষে শিলাইদহে ২৫, ২৬ ও ২৭ বৈশাখ তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে কবির জন্মবার্ষিকী পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Wednesday, January 9, 2019

৩০শে জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ৩০শে জানুয়ারি। ওই দিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।


সংবিধান অনুযায়ী সংসদের প্রথম ও বছরের অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। পরে রাষ্ট্রপতির ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব জানাতে সাধারণ আলোচনা হয়। সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের অনুচ্ছেদ-৭৪ অনুযায়ী নতুন সংসদের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হয়। এ জন্য কমপক্ষে এক ঘণ্টা পূর্বে নোটিশ দিতে হয়। একজন প্রস্তাবক, একজন সমর্থক ও প্রার্থীর সম্মতি লাগে।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত সংসদ সদস্যরা ৪ জানুয়ারি শপথ গ্রহণ করেন। 

Friday, November 16, 2018

নৌকায় উঠছে ১৬ দল, ধানের শীষে ১১

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ‘নৌকা’ ও বিএনপি নেতৃত্বাধীন জোট ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানিয়েছে।


সর্বশেষ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে মোট দলের সংখ্যা ১৬টি। এর মধ্যে আটটি দল নিবন্ধিত। আর বিএনপি নেতৃত্বাধীন জোটে মোট দলের সংখ্যা ১১টি।

গত ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এক চিঠিতে ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচন করবে জোটভুক্ত এমন ১৫টি দলের নাম নির্বাচন কমিশনকে জানানো হয়। 

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের ১৫টি দল হচ্ছে—জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাংলাদেশ তরীকত ফেডারেশন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ (বাসদের অনিবন্ধিত অংশ), জাতীয় পার্টি (জেপি মঞ্জু), ইসলামী ফ্রন্ট ( বাহাদুর শাহ), বাংলাদেশ জাসদ (আম্বিয়া), কৃষক শ্রমিক পার্টি ও তৃণমূল বিএনপি (হুদা)। 

এদিকে, গত ১১ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন কমিশনকে জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের জোট ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ভোটের ময়দানে লড়বে। তখন তালিকায় আটটি দলের নাম দেওয়া হয়েছিল। 

এরপর গতকাল বৃহস্পতিবার বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের এক সভায় সিদ্ধান্ত হয়, ফ্রন্টের দলগুলোও অভিন্ন প্রতীক নিয়ে আগামী নির্বাচনে লড়াই করবে। 

তখন ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে লড়াই করবে এমন আরো তিনটি দলের নাম তালিকায় যুক্ত করা হয়। ফলে এ সংখ্যা গিয়ে দাঁড়ায় ১১-তে। পরে গতকালই বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়। 

‘ধানের শীষ’ প্রতীকে যে দলগুলো লড়াই করবে সেগুলো হচ্ছে—বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম—বাংলাদেশ, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), কৃষক শ্রমিক জনতা লীগ।


আরো খবর পড়ুনঃ>>

বগুড়া-৩ ॥ ধানের শীষ মনোনয়ন ফরম কিনলেন ১০ প্রত্যাশী 

 

আ.লীগের মনোনয়ন নিলেন মাশরাফি

 

নির্বাচনে যাচ্ছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট

 

নির্বাচন করছেন না সাকিব

 

 

 

Thursday, November 15, 2018

আগুন দেওয়া যুবককে ধরিয়েদিন : পুলিশ

বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়া যুবককে ধরিয়ে দিতে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।  

বুধবার সন্ধ্যায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ফেসবুক পেজে অগ্নিসংযোগকারী যুবকের ছবি প্রকাশ করে পুলিশের বিশেষ এই ইউনিটটি।  

বুধবার রাতে এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মাসুদুর রহমান বলেন, ‘নাগরিকদের অনুরোধ করছি, যে আগুন দিয়েছে তার বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে জানাতে। কেননা এ ধরনের অপরাধী সমাজের জন্য ক্ষতিকর। তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’ 

বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের দুটি গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য গণমাধ্যম প্রকাশ হয়। সেখানে দেখা যায়, হেলমেট পরা কালো রঙের শার্ট গায়ে এক যুবক একটি চেয়ার দিয়ে গাড়ির উপরে উঠে ভাঙচুর করছে। কয়েকজন বাঁশের লাঠি দিয়ে আঘাত করছে গাড়িতে। 

এরপর ম্যাচ দিয়ে একজন আগুন ধরিয়ে দেয়। তাকে ধরে বা তথ্য দিতে পুলিশের মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেনের-০১৭১৩৩৭৩১৪৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।  

উল্লেখ্য, বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন : ঢাকা থেকে অপহৃত ফাতেমাতুজ জহুরা (১৭) নামের এক গার্মেন্টস কর্মীকে বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে অপহৃত ওই নারীকে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করেছে ধুনট থানা পুলিশ। 


পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলা সদরের ফকিরপাড়া গ্রামের নূর ইসলামের মেয়ে ফাতেমাতুজ জহুরা ফাতেমা ঢাকার কাফরুল থানা এলাকায় তার পরিবারের সাথে বাসা ভাড়া নিয়ে একটি গার্মেন্টসে চাকুরী করে আসছে। 

গত ১২ নভেম্বর সে গার্মেন্টসে কাজ করতে যায়। কিন্ত এরপর সে বাসায় ফিরে না এলে তার পরিবারের লোকজন ঢাকার কাফরুল থানায় একটি জিডি করে। গত ১৩ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানার ওসি ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশ এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রাম থেকে গার্মেন্টস কর্মী ফাতেমাকে উদ্ধার করেছে। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা আগেই পালিয়ে যায়।


এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল জানান, অপহারনকারীরা ফাতেমাকে নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শৈলমারী গ্রাম থেকে পুলিশের সহযোগিতায় ফাতেমাকে উদ্ধার করা হলেও অপহরনকারীরা পালিয়ে যায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো খবর পড়ুন : 

বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার


বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

 



Sunday, November 11, 2018

আ.লীগের মনোনয়ন নিলেন মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেতে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এসে রবিবার বেলা পৌনে ২টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই ক্রিকেটার।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে নিজের মনোনয়নপত্রটি সংগ্রহ করেন মাশরাফি।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায়নন্দী প্রমুখ।নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করে আওয়ামী লীগ। 
 
প্রথম দিনেই এক হাজার ৩২৮ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এক হাজার ৮৭২টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।
 
শনিবার মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৩২০০ মনোনয়নপত্র বিক্রি হয়েছে আর জমা পড়েছে জমা পড়েছে ৪৬০।
 
তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।

বড় ভাইকে খুন করে দা হাতে থানায়

ঢাকার আশুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত বড় ভাইকে গলা কেটে হত্যার পর রক্তমাখা দা হাতে থানায় আত্মসমর্পণ করেছে এক যুবক।

শনিবার রাত ৯টার দিকে আশুলিয়ার কাঁইচাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান।
 
নিহত আবু তাহের (৪০) ওই এলাকায় মৃত ফজর আলীর ছেলে। মেজ ভাই জাহেদ আলীর (২৬) হাতে খুন হয়েছেন তিনি।
তাদের বোন হাসিনা বেগম জানান, পৈতৃক এক শতাংশ জমি বিক্রি করে বিদেশে যেতে চাইছিলেন আবু তাহের। এ নিয়ে বেশ কিছু দিন ধরে জাহেদ আলীর সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল।
তিন দিন আগে তাহের ওই জমি এক প্রতিবেশীর কাছে বিক্রির জন্য এক লাখ টাকায় বায়না করেন। সেই টাকা থেকে ৩০ হাজার টাকা খরচ করে বাকি ৭০ হাজার টাকা তিনি মায়ের হাতে তুলে দেন।
হাসিনা বেগম বলেন, শনিবার রাতে তাহের ঘুমিয়ে পড়লে জাহেদ তার ঘরে ঢুকে দা দিয়ে কুপিয়ে ও জবাই করে তাকে হত্যা করে। পরে পুলিশ এসে তাহেরের লাশ থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার পরিদর্শক জাবেদ মাসুদ বলেন, রক্তমাখা শরীরে, রক্তমাখা দা হাতে এক যুবক রাতে হঠাৎ থানায় উদয় হয়। “সে জানায় তার নাম জাহেদ আলী, ভাইকে খুন করে এসেছে। এখন আমরা যেন তাকে গ্রেপ্তার করি।পরে আমরা ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা জানতে পারি।”
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Saturday, September 22, 2018

বগুড়ায় রেলসেতু ডেবে ঢাকার সাথে উত্তরবঙ্গের ৫ জেলার ট্রেন যোগাযোগ বন্ধ

বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও সৈয়দ আহম্মদ কলেজ রেল স্টেশনের মধ্যবর্তী মধ্য দিঘলকান্দী গ্রামের চকচকিয়া ব্রীজের পিলারের নিচে মাটি ধ্বসে গেছে। এতে রেল সড়ক বেঁকে যাওয়ায় বেলা ১১টা থেকে লালমনিরহাট থেকে ঢাকাগামী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 



ফলে উত্তরের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়া জেলার ট্রেন যাত্রীরা মহা দূর্ভোগে পড়েছেন। আজ শনিবার বেলা ১১টা থেকে দূর্ঘটনার আশংকায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর থেকে বগুড়ার সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ব্রীজের নিকট এসে দূর্ঘটনার আশংকায় ভেলুরপাড়া রেল স্টেশনে ফেরত নেওয়া হয়। 

লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনও সোনাতলা স্টেশনে দুপুর ১টা থেকে থেমে রাখা হয়েছে। ঘটনার পর থেকে রেল বিভাগের কর্মচারীরা ট্রেন চলাচল সাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

সরেজমিনে দুপুর ডেরটায় ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে কর্মচারীদের কাজ করতে দেখা যায়। তবে উর্দ্ধতন কোনও কর্মকর্তাকে পাওয়া যায়নি। কিছুক্ষনের মধ্যেই কর্মকর্তাগন ঘটনাস্থলে আসবেন বলে কর্মচারীরা জানিয়েছে। সোনাতলা স্টেশন মাষ্টার আব্দুল হামিদ জানান, রেল সড়ক বেঁকে যাওয়ায় ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি বলেন, লালমনি এক্সপ্রেস ট্রেনও দুপুর ১টা ৯মিনিট থেকে সোনাতলা স্টেশনে থেমে রাখা হয়েছে।


ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডলসহ রেলওয়ের কর্মকর্তাবৃন্দ। রেলেয়ের কর্মকর্তারা আমাদের কে জানিয়েছেন, তারা কাজ শুরু করেছেন। আগামীকাল অর্থাৎ রবিবার সকাল থেকে ট্রেন চলাচল করতে পারবে।

Wednesday, September 19, 2018

৮-০ গোলে লেবাননকে হারাল বাংলাদেশের মেয়েরা

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচেও বিশাল ব্যবধানে লেবাননকে হারাল বাংলাদেশের মেয়েরা। ৮-০ গোলে হারতে হয় লেবাননকে। 
৮-০ গোলে লেবাননকে হারাল বাংলাদেশের মেয়েরাআজ বুধবার বেলা ১১টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। খেলা শুরুর ১৪ মিনিট পর মনিকার বাড়ানো বল গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে গোলকিপারকে পরাস্ত করেন সাজেদা।
এর ফলে এগিয়ে যায় বাংলাদেশ। ২০ মিনিটের মাথায় ফের জটলার মধ্যে থেকে সাজেদার পাসে তহুরার শট গোলকিপারের গায়ে লাগার পর ডিফেন্ডার মারিয়া ইসলামের পায়ে লেগে প্রতিপক্ষের জালে জড়ায়। এতে গোল ব্যবধান দ্বিগুন হয়। এর ঠিক তিন মিনিট পর লেবাননের জালে ফের বল জড়ান তহুরা।  আখিঁ খাতুনের লম্বা করে বাড়ানো বল তহুরা নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোল করেন। এতে স্কোরলাইন দাড়ায় ৩-০। 
২৬ মিনিটের মাথায় আবারও আখিঁর বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক দিয়ে প্রতিপক্ষের বক্সের ভিতরে ঢুকে কোনাকুনি শটে গোল করেন আনাই মোগিনী। ১৪ মিনিট পর আবারও আক্রমণে আসেন আখিঁ। তার বাড়ানো বল থেকে আসে পঞ্চম গোল। 
পাঁচ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। ৪৭ মিনিটে ষষ্ঠ গোল তুলে নেয় শামসুন্নাহার জুনিয়র। এবার তিনি প্রতিপক্ষের গোলকিপারের পাশ দিয়ে এবার লক্ষ্যভেদ করেন। ৬৩ মিনিটে বাঁ দিক থেকে বদলি খেলোয়াড় হিসেবে নামা সুলতানার নিচু ক্রসে সাইড ভলিতে আবারও জাল কাঁপান শামসুন্নাহার। ৭০ মিনিটে ইলা মনির মাইনাসে রোজিনা আক্তার ফের প্রতিপক্ষের জালে বল জড়ান। এতে স্কোর দাড়ায় ৮-০। এর পর আর কোনো গোল করতে না পারলেও বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। অপরদিকে লেবানন লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়ে।
জানা গেছে, এর আগে বাহরাইনকেও ১০-০ গোলে বিশাল ব্যবধানে হারিয়েছিল এই মেয়েরা।

Thursday, August 9, 2018

Dhaka Attack ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের সেরা গান যেটি

ঢাকা অ্যাটাক হল ২০১৭ সালের বাংলাদেশি রোমাঞ্চকর নাট্যধর্মী চলচ্চিত্র।


Dhaka Attack এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন এবং রচনা করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সানী

Wednesday, July 25, 2018

আন্দোলনের নাম হবে বাটাম পেটা -- মীর্জা সেলীম

আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের ওপর কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী গোষ্ঠী হামলায় রক্তাক্তের প্রতিবাবে বুধবার সকাল ১১টায় বগুড়া জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলনের নাম হবে বাটাম পেটা -- মীর্জা সেলীম 

মানব বন্ধন কর্মসূচিতে সাংবাদিক ইউনিয়নের সভাপতি, মীর্জা সেলীম বলেন,

Friday, June 1, 2018

ট্রেনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত সিডিউল অনুযায়ী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। 


ট্রেনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু
শুক্রবার প্রথম দিন সকাল ৮টায় শুরু হয়েছে ১০ জুনের ট্রেনের টিকিট দেয়া।  তবে বৃহস্পতিবার রাত থেকেই টিকিট প্রত্যাশিরা এসে লাইনে দাঁড়িয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের সংখ্যাও। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের প্রত্যাশা টিকিট প্রাপ্তি।  

এদিকে টিকিট কালোবাজারে যেন না যায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বাড়ানো

Sunday, April 29, 2018

সকালেই নেমে এলো সন্ধ্যা

রাজধানী ঢাকায় সকাল বেলায় নেমে আসে সন্ধ্যা! কালো মেঘে ঢেকে যায় আকাশ। সকাল সাড়ে ৮টার দিকে প্রচণ্ড বাতাসের সঙ্গে শুরু হয় বৃষ্টি। সেই সঙ্গে বজ্রপাত। প্রায় ৩০ মিনিট পর সকাল ৯টায় কিছুটা বিরতি দেয় বৃষ্টির ধারা।

সকালেই নেমে এলো সন্ধ্যা 


ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বজলুর রশিদ  জানান, রোববার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৩ কিলোমিটার। সেই সঙ্গে বৃষ্টি। 
তিনি আরও জানান, রোববার সকালে প্রায় আধণ্টায় রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের আরও অনেক স্থানে বৃষ্টি হয়েছে। এরমধ্যে নেত্রকোণায় ৪৫ মিলিমিটার, ময়মনসিংহে ৪০ মিলিমিটার, নওগাঁর বদলগাছিতে ৩০ মিলিমিটার এবং পাবনার ঈশ্বরদীতে ২৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে আজ (রোববার) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহায়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫ টা ২৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ২৭ মিনিটে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.২ ডিগ্রি এবং সর্মনিম্ন তাপমাত্রা ছিল তেতুঁলিয়ায় ১৯.৮ ডিগ্রি।

Tuesday, March 13, 2018

দিনাজপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় ২ সহোদর সহ ৩ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে মোটর সাইকেল দূর্ঘটনায়  ২ সহোদর সহ ৩ ছাত্র নিহত ।

দিনাজপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় ২ সহোদর সহ 8 ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ঘোড়াঘাট হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ জানান, মঙ্গলবার ঘোড়াঘাট উপজেলা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা থেকে বলাহার উচ্চ বিদ্যালয়ের ৪ জন ছাত্র 

একই মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে ওসমানপুর - বলাহার সড়কের সূজা মসজিদ ৪ মাথা নামক স্থানে  মোটর সাইকেল  নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ছাত্র হাবিবুর রহমানের মৃত্যু হয়।  

অপর ৩ জন ছাত্র গুরুতর আহত হয়। আহতদের ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে আল ইমরান (১৭) ও তার সহোদর  মিলনকে (১৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।  

অপর আহত খাদেমুল ইসলাম (১৫) স্থানীয় ঘোড়াঘাট হাসপাতালে  চিকিৎসাধীন  রয়েছে।  

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই ১ জন ছাত্র মৃত্যু বরণ করার কথা জানা গেছে।  

আহতদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। নিহত হাসিবুর উপজেলার বলাহার গ্রামের নুরুজ্জামানের পুত্র, আল ইমরান ও মিলন  

বামনগড়া আধাটিকা গ্রামের সামছুর রহমানের পুত্র খাদেমুল একই গ্রামের নুর মোহাম্মাদের পুত্র বলে জানা গেছে।

তথ্য টি নিশ্চিত করেছেন নিহতদের  চাচাতো ভাই সোয়াই
 আলম , আজ সকাল  টায় জানাজা হবে।

Tuesday, February 27, 2018

বগুড়া-ঢাকা রুটে সকল বাস চলাচল বন্ধ

২৭ ফ্রেরুয়ারী, গোলাম রব্বানী শিপন, বগুড়া থেকেঃ   বগুড়া মোটর মালিক গ্রুপ ও নওগাঁ মোটর শ্রমিক সমিতির নেতাদের দ্বন্দ্বের জের ধরে এবার বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বগুড়া-ঢাকা-রুটে-সকল-বাস-চলাচল-বন্ধ

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার পর থেকে শহরের ঢাকাগামী যাত্রীবাহী বাসের সবগুলো কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। 

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম নিরাপদ নিউজকে জানান, পূর্বের দ্বন্দ্বের জের ধরে পাঁচদিন ধরে নওগাঁ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বগুড়ার বাস মালিকদের ১৫টি বাস আটকে রেখেছেন। 

বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। বিষয়টি নিয়ে সোমবার দুপুরেও রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে জরুরি সভা করে। 

সভায় শান্তিপূর্ণ সমঝোতার ব্যাপারে সিদ্ধান্ত হলেও বিকেলে নওগাঁর শ্রমিক নেতারা ঢাকায় বগুড়ার বাস মালিকদের টিকিট কাউন্টার বন্ধ করে দেন। 

এর প্রতিবাদে রাতেই বগুড়া থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেন বগুড়ার মালিকরা। 

এরপরই বন্ধ করে দেওয়া হয় শহরের চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঠনঠনিয়ায় ঢাকা বাস টার্মিনাল ও সাতমাথায় থাকা সব বাসের টিকিট কাউন্টারগুলো। 

আচমকা এমন সিদ্ধান্তে চরম দূর্ভোগ ও বিপাকে পড়েছে ঢাকাগামী শত শত যাত্রীগন।