Showing posts with label বগুড়া রেলষ্টেশন. Show all posts
Showing posts with label বগুড়া রেলষ্টেশন. Show all posts

Sunday, September 23, 2018

দীর্ঘ ২৫ ঘন্টা পর উত্তরবঙ্গের ৫ জেলার ট্রেন যোগাযোগ স্বাভাবিক

আব্দুস সালাম : বগুড়া সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও সৈয়দ আহম্মদ কলেজ রেল স্টেশনের মধ্যবর্তী মধ্য দিঘলকান্দী গ্রামের চকচকিয়া ব্রীজের পিলারের নিচে মাটি ধ্বসে যাওয়ায় গতকাল শনিবার বেলা ১১টা থেকে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তঃনগর ও অভ্যন্তরীন রুটের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 



ফলে উত্তরের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়া জেলার ট্রেন যাত্রীরা মহা দূর্ভোগে পড়েছেন। সোনাতলা উপজেলায় রেল সেতু মেরামতে কাজ চালিয়ে যাচ্ছেন রেল বিভাগ। এতে ২৫ ঘন্টা ধরে বন্ধ থাকা রেল যোগাযোগ চালু করার অনুমতি প্রদান করেন জিএম পশ্চিম মোঃ মজিবুর রহমান ও চীপ ইন্জিনিয়ার পশ্চিম মোঃ রমজান আলী সাংবাদিকদের জামান আমরা ৫ বার ট্রাইল দিয়ে দেখেছি।   

আর কোন সমস্যা হবেনা বলে জানান। তিনি  বেলা ১৩.৩০ মিনিটে রেল যোগাযোগের অনুমিতি দেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই সেতুতে প্রায় ডের শতাধিক রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারী কাজ করেন |

Saturday, September 22, 2018

বগুড়ায় রেলসেতু ডেবে ঢাকার সাথে উত্তরবঙ্গের ৫ জেলার ট্রেন যোগাযোগ বন্ধ

বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও সৈয়দ আহম্মদ কলেজ রেল স্টেশনের মধ্যবর্তী মধ্য দিঘলকান্দী গ্রামের চকচকিয়া ব্রীজের পিলারের নিচে মাটি ধ্বসে গেছে। এতে রেল সড়ক বেঁকে যাওয়ায় বেলা ১১টা থেকে লালমনিরহাট থেকে ঢাকাগামী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 



ফলে উত্তরের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়া জেলার ট্রেন যাত্রীরা মহা দূর্ভোগে পড়েছেন। আজ শনিবার বেলা ১১টা থেকে দূর্ঘটনার আশংকায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর থেকে বগুড়ার সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ব্রীজের নিকট এসে দূর্ঘটনার আশংকায় ভেলুরপাড়া রেল স্টেশনে ফেরত নেওয়া হয়। 

লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনও সোনাতলা স্টেশনে দুপুর ১টা থেকে থেমে রাখা হয়েছে। ঘটনার পর থেকে রেল বিভাগের কর্মচারীরা ট্রেন চলাচল সাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

সরেজমিনে দুপুর ডেরটায় ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে কর্মচারীদের কাজ করতে দেখা যায়। তবে উর্দ্ধতন কোনও কর্মকর্তাকে পাওয়া যায়নি। কিছুক্ষনের মধ্যেই কর্মকর্তাগন ঘটনাস্থলে আসবেন বলে কর্মচারীরা জানিয়েছে। সোনাতলা স্টেশন মাষ্টার আব্দুল হামিদ জানান, রেল সড়ক বেঁকে যাওয়ায় ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি বলেন, লালমনি এক্সপ্রেস ট্রেনও দুপুর ১টা ৯মিনিট থেকে সোনাতলা স্টেশনে থেমে রাখা হয়েছে।


ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর আলম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডলসহ রেলওয়ের কর্মকর্তাবৃন্দ। রেলেয়ের কর্মকর্তারা আমাদের কে জানিয়েছেন, তারা কাজ শুরু করেছেন। আগামীকাল অর্থাৎ রবিবার সকাল থেকে ট্রেন চলাচল করতে পারবে।

Sunday, February 25, 2018

বগুড়া রেলস্টেশন বস্তিতে নেই শৌচাগার

নাজমুল হোসেন (১৬), বগুড়া শহরের রেলস্টেশনের পাশের বস্তিতে নেই কোনো পয়ঃনিষ্কাষণের ব্যবস্থা। পানিও আনতে হয় দূর থেকে।

বগুড়া রেলস্টেশন বস্তিতে নেই শৌচাগার

বস্তিটিতে পঞ্চাশটির বেশি পরিবারে কয়েকশ মানুষের বাস। যার এক তৃতীয়াংশ শিশু।

তাদের পানি টেনে আনতে হয় অন্য এলাকা থেকে। আর শৌচকর্ম করেন যেখানে সেখানে। নারীরা ভুগছেন বেশি।

দিন এনে দিন খাওয়া এসব মানুষের মৌলিক অধিকার দূরে থাক, প্রাকৃতিক নিত্যকর্মের মতো কাজের জন্য অন্ধকার বা ঝোপঝাড়ের আড়াল খুঁজতে হয় বলে জানান একজন নারী।

অনেক দূর থেকে পানি টেনে আনতে কষ্ট হয় বলে জানায় একটি শিশু।

অপর শিশু জানায়, তারা রেলপথের ওপরেই মলত্যাগ করে। খুব অভাব আর কষ্টের সাথে পানি ও শৌচাগারের কষ্টের কথা বলেন আরেক নারী।

এ ব্যাপারে শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো. ইসাহাক আলী হ্যালোকে জানান, এসব সমস্যা সমাধান করার কথা তার নয়। তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বলে আশা দেন।

সুনির্দিষ্ট তথ্য জানতে পারলে, শিশুদের এসব সংকটের সমাধান করতে ও শিশুদের আনন্দদায়ক পরিবেশ দিতে চেষ্টা করবেন জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ নূরে আলম সিদ্দিকী।