আব্দুস সালাম : বগুড়া সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও সৈয়দ আহম্মদ কলেজ রেল স্টেশনের মধ্যবর্তী মধ্য দিঘলকান্দী গ্রামের চকচকিয়া ব্রীজের পিলারের নিচে মাটি ধ্বসে যাওয়ায় গতকাল শনিবার বেলা ১১টা থেকে লালমনিরহাট থেকে ঢাকাগামী আন্তঃনগর ও অভ্যন্তরীন রুটের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ফলে উত্তরের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়া জেলার ট্রেন যাত্রীরা মহা দূর্ভোগে পড়েছেন। সোনাতলা উপজেলায় রেল সেতু মেরামতে কাজ চালিয়ে যাচ্ছেন রেল বিভাগ। এতে ২৫ ঘন্টা ধরে বন্ধ থাকা রেল যোগাযোগ চালু করার অনুমতি প্রদান করেন জিএম পশ্চিম মোঃ মজিবুর রহমান ও চীপ ইন্জিনিয়ার পশ্চিম মোঃ রমজান আলী সাংবাদিকদের জামান আমরা ৫ বার ট্রাইল দিয়ে দেখেছি।
আর কোন সমস্যা হবেনা বলে জানান। তিনি বেলা ১৩.৩০ মিনিটে রেল যোগাযোগের অনুমিতি দেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই সেতুতে প্রায় ডের শতাধিক রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারী কাজ করেন |