Showing posts with label Bogra-Sadar. Show all posts
Showing posts with label Bogra-Sadar. Show all posts

Sunday, January 13, 2019

বগুড়া জিলা স্কুলের একটি পুরাতন বইএর গোডাউনে আগুন

বগুড়া উত্তর ডটকম: বগুড়া জিলা স্কুলের একটি পুরাতন বইএর গোডাউনে আগুন লেগে বেশকিছু বই পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে। 


বগুড়া জিলা স্কুলের ১০ শ্রেণীর ছাত্র তাওহীদ জানায়, দুপুরে তারা স্কুল মাঠেই খেলছিল। হঠাৎ করে স্কুলের দক্ষিনের একাডেমিক ভবনের একটি কক্ষ থেকে ধুয়া বের হতে দেখে। এরপর তারা দৌরে এসে প্রথমে সবাই মিলে নিভানোর চেষ্টা করে। কিন্তু তাতে কোন কাজ না হওয়ায় ৯৯৯ এ ফোন করে খবর দেয়। সেখানথেকে বলাহয় কিছুক্ষনের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাবে। এর মিনিট দশেক পরেই ফায়ার সার্ভিসের লোকজন চলেআসে।

ঘটনাস্থলে আসা জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী মোঃ জোবাইদুর রহমান বলেন, স্কুলের দক্ষিন পার্শ্বের একাডেমিক ভবনের নীচলরার একটি কক্ষে গত বছরের ছাপা ভ’ল হওয়ার কারনে বাতিল হওয়া ৩০/৪০ হাজার বই রাখাছিল। বইগুলি ছিল ৭ম, ৮ম ও ৯ম শ্রেণীর। আজ দুপুরে স্কুলের মসজিদের ইমামের ফোনপেয়ে জানতে পারি ওই গোডাউনে আগুন লেগেছে। 

খবর পেয়ে এসে দেখি স্কুলের কিছু শিক্ষার্থীমিলে আগুন নিভানোর চেষ্টা করছে। কিন্তু তাদের চেষ্টার পরেও ঘড়ের ভেতরথেকে অনেক ধুয়া বেরহেতে দেখে উদ্ধোতন কর্মকর্তাদের খবর দেই। তারা ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠিয়ে দেয়। আগুন লেগে অল্পকিছু বই পুড়েগেছে।বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ছারোয়ার হোসেন জানান, গোডাউনে রাখা বইগুলি পুরাতন ছিল। প্রাথমিক ভাবে ধারনাকরা হচ্ছে সিগারেটের আগুন থেকেই এখানে আগুন লেগেছে

Monday, January 7, 2019

শিবগঞ্জে গভীর নলকুপে সংযোগ নিয়ে বিরোধে রক্তক্ষয়ী সংর্ঘষে নারীসহ ১০ জন আহত

শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে কিচক সালদহ গ্রামে গভীর নলকুপে বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে দু‘পক্ষে তুমুল রক্তক্ষয়ী সংর্ঘষ বাধেঁ। এতে নারীসহ উভয় পক্ষের অনন্তঃ ১০জন আহত হয়ে শিবগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসি সুত্রে জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের সালদহ গ্রামের আলহাজ্ব মজিবর রহমানের ছেলে সাবেক মেম্বার মোঃ খয়বর আলী বিগত ২০১৪ সালে উপজেলা সেচকমিটির অনুমোদন নিয়ে কিচক-পানিতলা সড়কের পাশে গভীর নলকুপ স্থাপন ও বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি থেকে সংযোগ গ্রহন করেন। 

একই গ্রামের ইউসুফ আলীর ছেলে ফয়জার রহমান নিজ নামে গত ২০১৮ সালে উপজেলা সেচ কমিটির নিকট গভীর নলুকুপ স্থাপনের আবেদন ও অনুমোদন নিয়ে কিচক-পানিতলা সড়কের পাশে খয়বর মেম্বারের গভীর নলকুপ থেকে মাত্র ৫০০ফিট দুরত্বে গভীর নলকুপ স্থাপন ও বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি থেকে সংযোগ গ্রহনের সিএমও গ্রহন করেন। এদিকে খয়বর আলী ফয়েজের গভীর নলকুপে বিদ্যুৎ সংযোগ না দিতে নিষেধাজ্ঞা চেয়ে সম্প্রতি আদালতে মামলা করেন। 

উক্ত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গভীর নলকুপ কার্যক্রমে নিষেধজ্ঞা দিয়েছে।এদিকে সোমবার দুুপরে ফয়জার ও তার লোকজন জোরপূর্বক পল্লীবিদ্যুতের লাইমনেদের দিয়ে গভীর নলকুপে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্ঠা করে এতে দু‘পক্ষের মধ্যে তুমুল রক্তক্ষয়ী সংর্ঘষ বাধেঁ। দেশি অস্ত্র ও লাঠির আঘাতে নারীসহ অনন্তঃ ১০জন আহত হয়েছে। আহতরা হলেন, খয়বরের ছেলে হিরু(২৮), বড় ভাই আয়বর(৫৫), আয়বরের স্ত্রী সেলিনা(৩৩) ও সুফিয়া। 

প্রতিপক্ষের ইউসুফের ছেলে ফয়জার(২৯), ও আমিরুল, আব্দুল জলিলের ছেলে শাহ জালাল(১৬), ইউসুফের স্ত্রী ফয়জান বিবি(৫৫), আব্দুল জলিলের স্ত্রী জাহেরা(৩৫) ও রাজা মিয়ার স্ত্রী দুলুফা বেগম(৩৩)। স্থানীয়রা অহতদের উদ্ধার করে শিবগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অহতদের মধ্যে হিরু ও ফয়জার রহমানের অবস্থা অশংক্ষা জনক বলে চিকিৎসক জানিয়েছে।

এ ব্যাপারে সাবেক মেম্বার স্থানীয় আ‘লীগ নেতা মোঃ খয়বর আলী সাংবাদিককে জানান, তার ডিপটিউবল আগে অনুমোদন নেওয়া তাই তার সীমানার মধ্যে নিয়ম বৈহিভূত কোনো আইনেই তারা ডিপটিউবল স্থাপন করতে পারে না। এরপরও তিনি আদালতে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেছে।


এব্যাপারে ইউসুফ আলী জানান, উপজেলা সেচ কমিটির অনুমোদন পেয়ে তারা গভীর নলকুপ স্থাপন ও বিদ্যুৎ সংযোগের সিএমও পেয়েছেন। তাই তারা গভীর নলকুপে বিদ্যুৎ সংযোগ দিবেন। এ ব্যাপারে মোকামতলা পল্লীবিদ্যুতের ডিজিএম মোঃ আব্দুর রাজ্জাকের সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, বিদ্যুৎ সংযোগ না দেওয়ার কোন নিষেধাজ্ঞার চিঠিপত্র তারা পাননি।

Saturday, November 17, 2018

বগুড়ায় জঙ্গি স্টাইলে অফিস ভাংচুরের ঘটনায় ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

বগুড়া শহরের নবাববাড়ী রোডস্থ দেলওয়ারা সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেটে জঙ্গি স্টাইলে অফিস ভাংচুর, লুটপাট, মারপিট, মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন রানাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের হোতা মোফাজ্জল হোসেন রঞ্জু ও ফেরদৌস আলম ফটুসহ অপরাধীদের গ্রেফতারের দাবিতে শনিবার বেলা সাড়ে ১১ টায় মার্কেটের সামনে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বগুড়ায় জঙ্গি স্টাইলে অফিস ভাংচুরের ঘটনায় ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা


মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইতিপুর্বে মোফাজ্জল হোসেন রঞ্জু ওরফে ধলা মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা সাধারণ ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকি দিয়েছে। রঞ্জু ও ফটু বিএনপি-জামায়াতের অর্থযোগানদাতা। ইতিপূর্বে বগুড়ায় ঘটে যাওয়া অধিকাংশ নাশকতায় তারা অর্থযোগান দিয়েছে। আমাদের ধারণা তারা নিষিদ্ধ ঘোষিত কোন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। 

জনশ্রুতি রয়েছে মোফাজ্জল হোসেন রঞ্জু ওরফে ধলা মিয়া ও ফেরদৌস আলম ফটু রাজশাহী বিশ্ববদ্যালয়ের শিক্ষক জঙ্গি ঘটনার সঙ্গে জড়িত আসাদুল্লাহ গালিবকে নিয়মিত অর্থ যোগান দেয়। যা মার্কেট মালিকের কর্মচারিদের জিজ্ঞাসাবাদে সত্য ঘটনা বেরিয়ে আসবে। এ সংক্রান্ত একাধিক জিডি বগুড়া সদর থানায় করা রয়েছে। 

এসব সমাজ বিরোধীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়। একই সঙ্গে মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন রানাকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানানো হয়।

দেলওয়ারা সেখ সরিফ উদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী ও কর্মচারি স্বার্থসংরক্ষন পরিষদের আহবায়ক সায়েদুর রহমান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা নূরুল ইসলাম নূরু, হাসান হামিদুর রহমান রাজু, রাশেদ খন্দকার চপল, খোরশেদ আলম, আব্দুর রাজ্জাক পিন্টু, আব্দুর রাজ্জাক (অঙ্গভূষন), আব্দুর রহিম, তৌহিদুল ইসলাম রুমন, ফরহাদ হোসেন, লুটু, আজাদ, শহীদ, রিয়াল, সুলতান, সাজু, রফিক, শাহাদত, কর্মচারী নেতা ইসরাইল, স্বপন, ফেরদৌস, হেলাল, সমির দত্ত, মেহেদী, রাব্বি, গোপাল, বাবলা, আমিন, বিমান, জামরুল প্রমুখ।


 আরো খবর পড়ুনঃ>>

>>>>  বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

>>>> পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 

>>>>  শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক 

 

>>>>  ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

 

>>>>  বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

Sunday, November 11, 2018

শাজাহানপুরে বাসের ধাক্কায় হেলপার নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অপর বাসের হেলপার নিহত হয়েছেন। নিহত বাসের হেলপারের নাম আব্দুর রহমান মিয়া (২৫)। তিনি দিনাজপুর সদর উপজেলার নীলনগর এলাকার আব্দুল ওহাব মিয়ার ছেলে বলে জানা গেছে। 


রোববার (১১ নভেম্বর) ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের রহিমাদ এলাকায় সেনা স্মরণীর সামনে দুর্ঘটনাটি ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা রুপা পরিবহনের একটি বাস ওই এলাকায় এলে মহাসড়কে গতিরোধক থাকায় চালক বাসের গতি কমান। এ সময় পেছন থেকে আসা এসআই পরিবহনের বাসটি রুপা পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে রুপা পরিহনের বাসের হেলাপার আব্দুর রহমান মিয়া ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। সঙ্গে পেছনে থাকা এসআই পরিহনের বাসটির চাকার নিচে পড়ে যান ওই হেলপার। ফলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পরপরই এসআই পরিবহনের বাসটি পালিয়ে যায়। ফলে বাস ও বাসের চালক-হেলপারকে আটক করা যায়নি বলেও জানান ওসি জিয়া লতিফুল ইসলাম।বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অপর বাসের হেলপার নিহত হয়েছেন। নিহত বাসের হেলপারের নাম আব্দুর রহমান মিয়া (২৫)। 
তিনি দিনাজপুর সদর উপজেলার নীলনগর এলাকার আব্দুল ওহাব মিয়ার ছেলে বলে জানা গেছে।রোববার (১১ নভেম্বর) ভোরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের রহিমাদ এলাকায় সেনা স্মরণীর সামনে দুর্ঘটনাটি ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা রুপা পরিবহনের একটি বাস ওই এলাকায় এলে মহাসড়কে গতিরোধক থাকায় চালক বাসের গতি কমান। 
এ সময় পেছন থেকে আসা এসআই পরিবহনের বাসটি রুপা পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে রুপা পরিহনের বাসের হেলাপার আব্দুর রহমান মিয়া ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। সঙ্গে পেছনে থাকা এসআই পরিহনের বাসটির চাকার নিচে পড়ে যান ওই হেলপার। ফলে তিনি গুরুতর আহত হন। 
পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এদিকে দুর্ঘটনার পরপরই এসআই পরিবহনের বাসটি পালিয়ে যায়। ফলে বাস ও বাসের চালক-হেলপারকে আটক করা যায়নি বলেও জানান ওসি জিয়া লতিফুল ইসলাম।

Saturday, September 22, 2018

বগুড়ায় ৩১ বিদ্যালয়ে পাঠদান বন্ধ

নিজস্ব প্রতিবেদক বগুড়া:  আর মাত্র দেড় থেকে দুই মাস পরেই প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। চূড়ান্ত প্রস্তুতির জন্য এই সময়টাতেই শিক্ষার্থীদের বেশি মনোযোগী হওয়ার কথা।



কিন্তু বন্যার পানিতে বিদ্যালয় ডুবে যাওয়ায় শিক্ষার্থীরা যেমন বিপাকে পড়েছে তেমনি অভিভাবকরাও এ দুর্যোগ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। বগুড়া জেলার ৩টি উপজেলায় ৩১টি বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রয়েছে। শিক্ষা বিভাগের হিসেব অনুযায়ী, যমুনা নদী তীরবর্তী ও চরাঞ্চল বেষ্টিত এই তিনটি উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সারিয়াকান্দি উপজেলা।

এই উপজেলায় সোমবার পর্যন্ত ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয় ২১টি ও মাধ্যমিক একটি। সোনাতলা উপজেলায় ৮টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় পাঠদান বন্ধ রাখা হয়েছে। অপরদিকে ধুনট উপজেলায় ৪টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় বন্ধ রয়েছে পাঠদান।


সারিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম জানান, উপজেলায় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ২১টি বিদ্যালয়ে বন্যার পানি ঢুকেছে। এর মধ্যে ১০টি বিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এ কারণে পাঠদান বন্ধ রয়েছে। তবে প্লাবিত বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের উঁচু স্থানে কোনো বাড়িতে নিয়ে গিয়ে শিক্ষা দেয়া হচ্ছে। 

বিশেষ করে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার্থীদের পাঠদানের চেষ্টা চলছে। এই উপজেলায় মাধ্যমিকে কর্ণিবাড়ি ইউনিয়নের নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বন্যার পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে বলে জানান তিনি। 

সারিয়াকান্দি উপজেলার ঘুগুমারী এলাকার বাসিন্দা ও এক স্কুলছাত্রের অভিভাবক শহিদুল ইসলাম বলেন, পরীক্ষার বাকি আর মাত্র দেড়মাস। আর এখনোই বন্যার কারণে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। এতে করে শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। তারা ভালো ফলাফল করতে পারবে কিনা তা নিয়ে তিনি চিন্তিত। শিক্ষকদের উচিৎ এসব শিক্ষার্থীদের বিষয়ে বিশেষ ব্যবস্থা নেয়ার। লিমন বাসার/আরএ/জেআইএম

Tuesday, September 18, 2018

ধুনটে মানাস নদী পারাপারে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই গ্রামবাসীর ভরসা

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরি গ্রামের মানাস নদীতে স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকোই কয়েকটি গ্রামের হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। আর নদীতে পানি বাড়লে একমাত্র ভরসা হয়ে ওঠে নৌকা। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী সহ এলাকাবাসীদের নদী পারাপার হতে হয়।
সরেজমিনে জানাযায়, গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরি গ্রামের পাশ দিয়ে বহমান মানাস নদী। স্থানীয় লোকজন ঐ নদীর উপর দিয়ে যাতায়াতের জন্য স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মান করেছে। প্রতিদিন ঐ সাঁকোর উপর দিয়ে ঝুঁকিপূর্নভাবে চিকাশী, জোড়শিমুল, গোসাইবাড়ী, পূর্ব গুয়াডহুরী ও গজারিয়া গ্রামের শিক্ষার্থী সহ হাজারো লোকজন যাতায়াত করে। সাঁকোর উপর দিয়ে লোকজন পারাপার হলেও মালামাল ও কৃষি পন্য পরিবহনে চরম দূর্ভোগ পোহাতে হয়।
এছাড়া অতিরিক্ত চলাচলের কারনের সাঁকোটি মাঝে মধ্যে ভেঙ্গে গেলে বা নদীতে পানি বৃদ্ধি পেলে নৌকায় পারাপার হতে হয়। নড়বড়ে সাঁকোটির উপর দিয়ে ছোট ছোট ছেলে মেয়েরাও ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করছে। পূর্ব গুয়াডহুরি গ্রামের শিক্ষক আতাউর রহমান বলেন, এই বাঁশের সাঁকোর উপর দিয়ে কয়েকটি গ্রামের ছেলে মেয়েদের গোসাইবাড়ী কলেজ ও স্কুলে যাতায়াত করতে হয়।
এছাড়া মালামাল ও কৃষিপন্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গোসাইবাড়ী মনিং সান স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র শ্রী সুফল কুমার বলেন, স্কুলে যেতে এই সাঁকোর উপর দিয়েই পারাপার হতে হয়। তবে নদীতে পানি বাড়লে নৌকায় করে যেতে আরো দূর্ভোগ বেড়ে যায়। উপজেলা প্রকৌশল কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, ওই নদীর উপর ব্রীজ নির্মানের জন্য সরকারের কাছে একটি প্রস্তাবনা পাঠানো হবে।
ইমরান হোসেন ইমন

Monday, September 17, 2018

বগুড়ায় গর্ভবতী কে লাথিমেরে সন্তান নষ্ঠ করল দলনেতা



বগুড়া পৌরছাত্র দল সাধারন সম্পাদক রবিউল ইসলাম দারুন আসল ১৫(পনের) হাজার টাকার সুদ সহ ২০(বিশ) হাজার টাকা পরিশোধ হলেও অতিরিক্ত আরো দাবী কৃত ৩০(ত্রিশ) হাজার টাকা না দেয়ায় অগ্রগতি বহুমুখী সমিতি লোকজন গর্ভবতী মহিলার শাপলা বেগম (২১) এর পেটে লাথি মারে।

নির্মম লাথির আঘাতে মহিলার গর্ভের সন্তান নষ্ঠ হয়ে যায়। গুরুতর আহত গর্ভবতী শাপলা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

এবিষয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলেন রবিউল ইসলাম দারুন, মোঃ বারিক, আনদালিভ, কুলসুম, উভয় সাং উত্তরচেলোপাড়া থানা জেলা বগুড়া।

Thursday, July 26, 2018

করতোয়া নদীতে গোসল করতে নেমে যুবক নিহত


বগুড়ার মাটিডালীতে করতোয়া নদীতে গোসল করতে নেমে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত, এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার মাটিডালীতে করতোয়া নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় মাটিডালী বাজারের বেইলী ব্রীজ সংলগ্ন করতোয়া নদীতে গোসল করতে নামে মামুন নামের এক যুবক সে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় এবং সাথে সাথেই মারা যায়।

 নিহত যুবক মামুন(৪০) কালিবালা গ্রামের নাইট গার্ড বুলু মিয়ার ছেলে বলে জানা যায়। এবং সে দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্য হীন ছিল বলে পারিবারিক সূত্রে জানান। সংবাদ পেয়ে ফুলবাড়ী ফাঁড়ীর এস আই বদিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

Wednesday, July 18, 2018

সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

হাদিসুর রহমান, বগুড়া: সরকারি আজিজুল হক কলেজে মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্বরণে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয় । বুধবার বেলা ১২ টা এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন মাননীয় অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী স্যার ।

সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

কর্মসূচীতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী স্যার, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক স্যার, সহ

Friday, May 25, 2018

"এসো শপথ করি, সবুজ পরিবেশ গড়ি" সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষরোপন

হাদিসুর রহমান (বগুড়া প্রতিনিধি ) : প্রতি বছরের মতো এবারও সরকারি আজিজুল হক কলেজে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয় । গতকাল সকালে কলেজ এর বিভিন্ন স্থানে প্রায় কয়েক শো শোভাবর্ধনকারী গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। সহস্রাধিক গাছ লাগানোর টার্গেট রয়েছে।  

এ সময়  কলেজ এর অধ্যক্ষ:

Saturday, April 21, 2018

৭০ বছর পূর্তি উপলক্ষে কাহালুর ভালশুন উচ্চ বিদ্যালয়ে পূর্নমিলনী ২০১৮

হাদিসুর রহমান  : বর্ণিল আয়োজনে বগুড়া, কাহালু উপজেলার ঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান “ভালশুন উচ্চ বিদ্যালয়” প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তিতে উৎসব অনুষ্ঠিত হয়েছে।       

৭০ বছর পূর্তি উপলক্ষে কাহালুর ভালশুন উচ্চ বিদ্যালয়ে পূর্নমিলনী ২০১৮

এ উপলক্ষে শিক্ষার্থীদের পুনর্মিলনীর অয়োজন করেন সাবেক শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১০ টাই অনুষ্ঠানের উদ্বোধনী করেন অনুষ্ঠানের সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের শুরু হয়, এর পর  বর্ণিল আনন্দ শোভাযাত্রা,  স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল দিনভর। সবকিছু ছাপিয়ে এই আয়োজন রূপ নেয় নবীণ প্রবীণ শিক্ষার্থীদের মিলন মেলায়। শুক্রবার  সকালে স্কুল প্রাঙ্গণে দিনভর অনুষ্ঠিত হয় এই উৎসব।  

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় স্কুল প্রাঙ্গণ থেকে নতুন ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষকদের অংশগ্রহণে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নাচ, গান ও ভেপু বাজিয়ে শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তোলেন যা শোভাযাত্রাটি ভালশুন বাজার হয়ে স্কুল মাঠে এসে শেষ হয়। এছাড়াও দিনব্যাপী স্মৃতিচারন, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।  

বিদ্যালয়ের অভ্যন্তরে মূল মঞ্চ তৈরিসহ পুরো স্কুলকে বর্ণিল সাজে সাজিয়ে  স্কুলের ৭০ বছর পূর্তিকে স্মরণীয় করতে সবকিছুই করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উৎসবে স্কুলের ১৯৪৭ সালের এসএসসি ব্যাচ থেকে শুরু করে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  উৎসবে যোগ দেয়া সরকারি চাকুরীজীবী সহ বিভিন্ন স্থানে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা। তাদের স্মৃতিকথা যেন ফুরোতেই চায় না। সবকিছু ছাপিয়ে এটি একটি মহামিলন মেলায় পরিণত হয়েছে। 


সেইস্কুল জীবনের সহপাঠীদর সাথে অনেকদিন পর প্রাণ খুলে কথা বলতে পারা, স্কুল জীবনের ওইসব মধুর দিনগুলো আজ যেন ফিরে এসেছে। প্রাণের টানে মায়ার বাঁধনে আজ আবার সবাই একসাথে মিলিত হতে পারার আনন্দটাই যেন আলাদা।  

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন জান্নাতুন বাকী মিনু, স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন প্রাক্তন অধ্যক্ষ  মুজিবুর রহমান, মো: বেলাল হোসেন, শিক্ষা অফিসার, সোনাতলা, প্রাক্তন অধ্যক্ষ মো আবুল কালাম আজাদ, আনোয়ার ইসলাম, রব্বানী, জাহিদুল ইসলাম, হযরত আলী, মকবুল হোসেন, আঃ সাত্তার, আঃ রইস, সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল হোসেন,  সাজ্জাদুর রহমান, আশরাফুদ্দলা ( ডলার ) সহ অনেকেই।  উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আঃ রহমান সহ বর্তমান ও প্রক্তন শিক্ষক বৃন্দ । 

এছাড়াও উপস্থিত ছিলেন ফজলুল বারী মরিচ, জুলফিকার আলী সুইট,  মেসবাউল হক, শহিদুল ইসলাম লিটন, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম রানা, সহ অনেকেই ।  

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুখস্মৃতির মধুময় মিলনমেলা শেষ হয় রাত ৮টায়।

Tuesday, April 17, 2018

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া তে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন

মোঃ হাদিসুর রহমান  (বগুড়া ) প্রতিনিধি : ১৭ই এপ্রিল  "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা" এই শ্লোগান কে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১১ টায়  সরকারি আজিজুল হক বগুড়া, এ কলেজ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।


সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া তে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রফেসর মো: শাহজাহান আলী  (অধ্যক্ষ স:আ:হক কলেজ)  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রফেসর মো: ফজলুর হক উপধ্যক্ষ স: আ: হক কলেজ ।

সভাপতিত্ব করেন : প্রফেসর মো: আনোয়ারুল ইসলাম  সম্পাদক,  শিক্ষক পরিষদ,  স: আ: হক কলেজ বগুড়া। এ সময় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান সহ কলেজের সকল শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন। উক্ত সভায় বিভিন্ন বক্তারা ১৭ই এপ্রিল  "ঐতিহাসিক মুজিবনগর দিবস" উপলক্ষে বক্তব্য প্রদান করেন।  অবশেষে সভাপতি মহোদয়ের বক্তব্য দিয়েই আলোচনা সভা শেষ হয়। 

Monday, April 16, 2018

বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া ফাজিল মাদ্রাসায় ট্যালেন্টপুলে সহ ৩ জনের বৃত্তি পাওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন

হাদিসুর রহমান  : বগুড়ার কাহালু উপজেলা “কল্যাপাড়া আনয়ারুল উলম ফাযিল মাদ্রাসা” হতে ২০১৭ সালের দাখিল পরীক্ষায় GPA-৫ সহ ৩ জনের বৃত্তি পাওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন। ১ জন মেধা (Talent) এবং ২ জন সাধারনে, বৃত্তি প্রাপ্ত ছাত্ররাঃ

বগুড়ার কাহালু উপজেলা কল্যাপাড়া ফাজিল মাদ্রাসায় ট্যালেন্টপুলে সহ ৩ জনের বৃত্তি পাওয়ায় মাদ্রাসার পক্ষ থেকে অভিনন্দন
মোঃ সাব্বরি আহমেদ (ট্যালেন্টপুল),
মোঃ মোস্তাকিম হোসাইন(সাধারণ),
মোঃ জাকারিয়া হোসেন (সাধারণ)।
উল্লেখ্য যে, মোঃ সাব্বির আহমেদ রাজশাহী বিভাগের মধ্যে ২য় স্থান অধিকার করে। এছাড়াও প্রতি বছর অসংখ্য ছাত্র ছাত্রী এই মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে পাশ করে বের হয়ে যাচ্ছে ।

Tuesday, April 10, 2018

বগুড়া মাটিডালী থেকে এক অটো রিক্সা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ!

এস আই সুমন বগুড়া প্রতিনিধিঃ   বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের মাটিডালী ঈদগাহ মাঠের পার্শে অটো রিক্সা চালকের জবাই করার লাশ উদ্ধার করেছে পুলিশ।


বগুড়া মাটিডালী থেকে এক অটো রিক্সা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ!



জানা গেছে, মঙ্গলবার সকালে বগুড়া মাটিডালী ঈদগাহ মাঠের পার্শ্বে এক অটো রিক্সা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বগুড়ার সোনাতলার হারিকান্দী মধ্যপাড়া গ্রামের সরোওয়ারদীর পুত্র সাইদুল ইসলাম (৩৫) প্রতিদিনের ন্যায় অটোরিক্সা ভাড়া নিয়ে শহরের বিভিন্ন জায়গায় চালাইতো। সে সদরের ফুলবাড়ী মাটির মসজিদ এলাকার শহিদুলের বাড়ীতে ভাড়া থাকতো। 

সোমবার রাতে গাড়ী চালাতে গিয়ে রাতে ভাড়ায় বাসায় ফিরে আসেনি । ছিনতাই কারীরা তার কাছে থেকে আটোরিক্সা, মোবাইল, ভাড়া খাটার টাকা কেরে নিয়ে তাকে কলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়। 

অনেক খোজাখুজির পর মঙ্গলবার সকালে মাটিডালী ঈদগাহ মাঠের পার্শ্বে থেকে পুলিশ তার গালাকাটা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সদর এ সার্কেল সনাতন চক্রবর্তি, ওসি এমদাদ হোসেন, ফুলবাড়ীর এস,আই শহিদুল ইসলাম, এস আই বদিউজ্জামান বদি প্রমুখ।

সূত্র ঃ    www.bograsangbad.com

বগুড়ায় চালককে হত্যা করে রিকশা ছিনতাই

বগুড়ায় চালককে হত্যা করে রিকশা ছিনতাই  


বগুড়ায় চালককে হত্যা করে রিকশা ছিনতাই



 বগুড়া সদর উপজেলায় চালককে হত্যা করে অটোররিকশা ছিনতাইয়ের খবর দিয়েছে পুলিশ।  

সদর থানার ওসি এমদাদ হোসেন বলেন, মটিডালি ধরমপুরে সোমবার রাতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।  নিহত সাইদুর রহমান (৩৫) বগুড়ার সোনাতলা এলাকার বাসিন্দা।  

ওসি এমদাদ বলেন, “সাইদুরকে গলাকেটে হত্যা করা হয়েছে। তার অটোরিকশা পাওয়া যাচ্ছে না। ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।”  

পুলিশ অপরাধী শনাক্ত করে ধরার জন্য অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।  লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Sunday, April 8, 2018

বগুড়ায় ধর্ষক শিক্ষকের শাস্তির দাবীতে রাস্তা অবরোধ

এম আই মিরাজ : বগুড়া সদরের চাদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর জনৈক এক ছাত্রীকে প্রলোভন ও পরীক্ষায় ফেল করে দেওয়ার ভয় দেখিয়ে বিদ্যালয়ের লাইব্রেরীয়ান সদরের রজাকপুর গ্রামের সোলায়মান আলীর পুত্র ফারুক হোসেন বাবু দীর্ঘ ২ বছর পূর্ব থেকে দৌহিক সম্পর্ক গড়ে তুলে অশ্লিল ভিডিও ধারণ করে রাখে। 

বগুড়ায় ধর্ষক শিক্ষকের শাস্তির  দাবীতে রাস্তা অবরোধ


ভিডিওটি গত ২ দিন পূর্বে প্রকাশ পেলে রবিবার বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীরা লম্পট বাবুর ফাসীর দাবিতে বেলা ১২ টা থেকে ১২ টা৩০ মি: পর্যন্ত বি: সামনের নামুজা বগুড়া সড়ক অবরোধ করে রাখে। 

সংবাদ পেয়ে সদর এ সার্কেল সনাতন চক্রবর্তী, ওসী এমদাদুল হক, (তদন্ত) কামরুজ্জামান, ও গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সবুজ ঘটনাস্থলে পৌছে লম্পট বাবুকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির আশ্বাস প্রদান করলে অবরোধ তুলে নেওয়া হয়। 


এ ব্যাপারে বি: ১০ শ্রেণীর ছাত্র মেহেদী, ছাত্রী মীম, ৭ ম শ্রেণীর ছাত্রী ইশামনির সাথে কথা বললে তারা জানান লম্পট নারীলোভী হায়েনা লাইব্রেরীয়ান বাবুর ফাসী চাই।

 বি: ম্যানেজিং কমিটির সভাপতি আলী রেজা তোতন ও প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর সাথে কথা বললে তারা জানান বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বি: পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ ব্যাপারের ভুক্ত ভোগীর পিতা সরলপুর পশ্চিমপাড়া গ্রামের ডাবলু মিয়া বি: ম্যানেজিং কমিটির সভাপতি ও চাদমুহা সরলপুর যুব সংঘের নেতৃবৃন্দের বরাবর লম্পট বাবুর শাস্তি চেয়ে পৃথক পৃথক ২ টি আবেদন করেছে। 

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঐ বি: আবু বক্কর সিদ্দিক নামে এক শিক্ষককে ( বাবুর ভায়রা) আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে এক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।

বগুড়ার শাজাহানপুরে ট্রাক-অটোটেম্পু মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১

বগুড়ার শাজাহানপুরে পাথরবোঝাই ট্রাক ও সিএনজিচালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন। রোববার সকাল পৌনে ৭টার দিকে বগুড়া- নাটোর মহাসড়কের উপজেলার বয়ড়াদিঘী সিনজেন্টা ওষুধ কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে।

ববগুড়ার শাজাহানপুরে ট্রাক-অটোটেম্পু মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১


নিহতরা হলেন- টেম্পুর যাত্রী নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের মৃত মহিন্দ্র নাথ হালদারের ছেলে গণেশ চন্দ্র হালদার (৪৫) এবং বগুড়া সদরের শশিবদনি গ্রামের মৃত সালামত আলী সরকারের ছেলে রমজান আলী সরকার (৬৪)।

আহত টেম্পু চালক দুর্ঘটনায় নিহত রমজান আলী সরকারের ছেলে। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি আটক করেছে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের এসআই কাজল কুমার নন্দি জানান, রোববার সকাল পৌনে ৭টার দিকে বগুড়া- নাটোর মহাসড়কের উপজেলার বয়ড়াদিঘী সিনজেন্টা ওষুধ কোম্পানির সামনে নাটোরগামী পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৪-৯৮৩৮) ও বগুড়াগামী সিএনজিচালিত অটোটেম্পুর (বগুড়া- থ-১১-৩৬২২) মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ২জন অটোটেম্পু যাত্রী নিহত হয় এবং চালক আহত হন। আহত চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই কাজল কুমার নন্দি জানান, নিহত ব্যক্তির মধ্যে রমজান আলী সরকার একজন কাঁচা তরিতরকারি ব্যবসায়ী।

ছেলের অটোটেম্পুতে করে কাঁচা তরিতরকারি নিয়ে সিংড়া গিয়ে বিক্রি শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

Saturday, April 7, 2018

করতোয়া এখন মৃত নদী Karatoya River

বগুড়ার প্রাণ করতোয়া নদী। শুনেছি একসময় খরস্রোতা ছিল এই করতোয়া নদী যা আজকে রাস্তার পাশের একটা ড্রেনের মতো হয়ে গেছে। 

শহরের বিভিন্ন কল-কারখানার বর্জ্য, ঘরবাড়ির ময়লা আবর্জনা নদীতে জমা হয়ে বগুড়ার প্রাণের এই করতোয়া নদী আজকে প্রায় মৃত। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই করতোয়া নিশ্চিহ্ন হয়ে যাবে। অথচ করতোয়ার দূষণ নিয়ে বিশেষ কোনো কাজই হয় না।    

করতোয়া এখন মৃত নদী


আমার ছোটবেলা থেকে করতোয়ার এই দুরাবস্থা দেখে আসছি। করতোয়া নিয়ে আমাদের মাথাব্যথ্যা খুব কম। 

শুধু ময়লা-আবর্জনা ফেলার জন্য আজকাল করতোয়ার দরকার হয়। আমরা বড্ড বেশি স্বার্থপর, যে করতোয়া নদী আমাদের মায়ের মতো, আমাদেরই অযত্নে মৃতপ্রায় সেই করতোয়ার দিকে আজ ফিরেও তাকাই না। তাকিয়েও ফিরবো কোথায়? ময়লাটা তো ফেলতেই হবে। আর কোথায় ফেলবো? 

করতোয়াই তো হাতের কাছে সহজলভ্য একমাত্র ভাগাড়!  কল-কারখানার বর্জ্য ফেলার পাশাপাশি আরেকটা বিষয় আছে, সেটা হলো ‘নদী দখল’। কতিপয় ক্ষমতাধর অসাধু লোকজনের লোলুপ দৃষ্টি পড়েছে করতোয়া নদীর দিকে। 

এই দুর্বৃত্তায়ন এতোটাই বেড়ে গেছে যে ইচ্ছে হল দখল করলাম, ইচ্ছে হলেই নদীর পাশে কল-কারখানা দিয়ে নদীটাকে ড্রেন হিসেবে ব্যবহার করলাম!  শুনেছি এই নদীটি পার্বতীকে বিয়ে করার সময় শিবের হাতে ঢালা পানি থেকে তৈরি হয়েছিল।

ঐতিহাসিক করতোয়া নদীতে প্রাণ ফিরে আসুক, সবার ভিতর পরিবেশগত সচেতনতা বৃদ্ধি হোক এই প্রত্যাশা।  পূর্ব প্রকাশিত: bdnews24.com

Thursday, April 5, 2018

ধুনটে ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খাদে: আহত ৩

ইমরান হোসেন ইমন, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া বেইলী ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে চালক ও হেলপার সহ তিন জন আহত হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ধুনটে ব্রিজ ভেঙ্গে পাথর বোঝাই   ট্রাক খাদে: আহত ৩

বৃহস্পতিবার সকাল ৮টায় ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া ব্রিজ ভেঙ্গে এঘটনা ঘটে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়ে জনসাধারনের দূর্ভোগ পোহাতে হচ্ছে।  

স্থানীয়সূত্রে জানাগেছে, ১৯৮৮ সালের পরবর্তী সময়ে সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়নে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া খালের ওপর একটি স্টিলের বেইলী ব্রিজ নির্মান করা হয়। কিন্তু প্রায় ১০ বছর যাবত ওই ব্রিজের ট্রামজাম, পাটাতন ও ষ্টিল টেকিং সহ বিভিন্ন সরঞ্জামাদি নষ্ট হতে থাকে। 

তাই স্টিল ব্রিজের সরঞ্জামাদি সরবরাহ না থাকায় ব্রিজের পাতাটন খুলে বা ভেঙ্গে গেলে জোড়াতালি দিয়েই মেরামত করা হয়। এভাবে ওই ব্রিজটিতে অসংখ্যবার জোড়াতালি দেওয়া হয়েছে। এবিষয়ে একাধিকবার সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। তাই এনিয়ে তিনবার ওই ব্রিজটি ভেঙ্গে ট্রাক খাদে পড়ার ঘটনা ঘটলো।


মাঠপাড়া গ্রামের ইউপি সদস্য মিজানুর রহমান মজনু জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় পাথর বোঝাই একটি ট্রাক (বগুড়া-ট ১১-১২৯৩) ধুনটের উদ্দ্যেশ্যে যাওয়ার সময় মাঠপাড়া বেইলী ব্রিজটির একাংশ ভেঙ্গে ট্রাকটি খাদে পড়ে যায়। এসময় স্থানীয় লোকজন চালক ও হেলপার সহ তিন জনকে উদ্ধার করে বগুড়ার হাসপাতালে প্রেরন করে। 

এদিকে ধুনট-শেরপুর সড়কের জনগুরুত্বপূর্ণ ওই ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় কাজিপুর, ধুনটের মথুরাপুর, সোনাহাটা, গোসাইবাড়ী, ভান্ডারবাড়ী সহ ১০/১৫টি রুটের যানবাহান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ধুনট সহ পাশ্ববর্তী কাজিপুর উপজেলার লাখো মানুষকে দূর্ভোগে পড়তে হয়েছে। 


এবিষয়ে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, অনেক বছর আগে থেকেই ষ্টিলের বেইলী সেতুর ট্রামজাম ও ষ্টিল টেকিং সহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ বন্ধ রয়েছে। একারনে স্টিলের ব্রিজগুলো জোড়াতালি দিয়ে মেরামত করা হচ্ছে। 


তবে মাঠপাড়া ব্রিজটি যেভাবে ভেঙ্গে গেছে তা মেরামতের অনুপযোগি হয়ে পড়েছে। আমরা জাপানী সরকারের অর্থায়নে একটি প্রকল্পের মাধ্যমে মাঠপাড়া এলাকায় একটি আরসিসি গার্ডার সেতু নির্মানের জন্য চেষ্টা করছি। তাই আপাতত অন্য উপজেলার খুলে রাখা একটি স্টিলের ব্রিজ সেখানে বসিয়ে দেওয়া হবে। 

সূত্র http://www.bograsangbad.com/10333

Thursday, March 29, 2018

বগুড়া সহ পাঁচ জেলার নামের ইংরেজি বানান সংশোধন প্রস্তাব

সিটি করপোরেশন হচ্ছে ময়মনসিংহ, পাঁচ জেলার নামের ইংরেজি বানান সংশোধন প্রস্তাব উঠছে নিকার সভায় 

বগুড়া সহ পাঁচ জেলার নামের ইংরেজি বানান সংশোধন প্রস্তাব

নিজামুল হক: বিপুল প্রশাসনিক বিভাগ গঠনের পর এবার সিটি করপোরেশনে উন্নীত করা হচ্ছে ময়মনসিংহ পৌরসভা। আর বাংলা নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ইংরেজি বানানে পরিবর্তন আনা হচ্ছে পাঁচ জেলার।  

কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার সদর দফতর স্থাপনের স্থান পরিবর্তন করারও প্রস্তাব করা হচ্ছে। ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৫তম সভায় এই তিনটি প্রস্তাব উঠছে।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বাংলাদেশ প্রতিদিনকে এই তিনটি প্রস্তাব উত্থাপনের বিষয় নিশ্চিত করে বলেছেন, নিকারের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

২০১৫ সালের ১২ অক্টোবর বৃহত্তর ময়মনসিংহের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনাকে নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠন করে সরকার। সাধরণত বিভাগীয় শহরের পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়। 

স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা অনুযায়ী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে আটটি শর্ত পূরণ করতে হয়। 

শর্ত পূরণে ইতিমধ্যে ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন সম্পূর্ণ এবং ছয়টি ইউনিয়নের আংশিক পল্লী এলাকাকে শহর এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। 

এর মধ্য দিয়ে ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে নিকারে উপস্থাপনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। 

পাঁচ জেলার ইংরেজি বানান : মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দেশের পাঁচ জেলা চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর এবং বগুড়ার ইংরেজি বানান সংশোধনের জন্য একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর মন্তব্যসহ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।    

জানা গেছে, জেলার নামের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধিবিধান বা নীতিমালা না থাকায় নতুন বিভাগ, জেলা-উপজেলা সৃজন, নামকরণ ও নাম পরিবর্তনের জন্য নিকার সভায় অনুমোদন বা বিবেচনা করা হয়ে থাকে। 

বর্তমান ইংরেজি বানান Chittagong এর পরিবর্তে Chattagram, Comilla এর পরবির্তে Kumilla, Barisal এর পরিবর্তে Barishal, Jessore এর পরিবর্তে Jashore এবং বগুড়ার ইংরেজি Bogra এর পরিবর্তে bagura করার প্রস্তাব পাঠানো হয়েছে। 

এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আটটি এবং লাকসাম উপজেলার একটি ইউনিয়ন নিয়ে গঠিত লালমাই উপজেলার সদর দফতর স্থাপনের স্থান পরিবর্তন করার প্রস্তাবও নিকার সভায় উঠছে। 

ইতিপূর্বে সিদ্ধান্ত ছিল লালমাই উপজেলা সদর স্থাপন করা হবে ৪৭ নম্বর জয়নগর মৌজায়। কিন্তু এই সিদ্ধান্ত পরিবর্তন করে এখন ৩৬ নম্বর উত্তর ফতেপুর মৌজার ২৮ দাগের মোট ছয় একর জমির ওপর উপজেলা সদর দফতর স্থাপনের প্রস্তাব করা হবে।
সুত্র: BD News protidi