Showing posts with label Shajahanpur News. Show all posts
Showing posts with label Shajahanpur News. Show all posts

Friday, February 1, 2019

মায়ের ঝুলন্ত লাশ, বাচ্চার ফোন 'তাড়াতাড়ি এসো মা বিদেশ চলে গেছে'

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : মায়ের ঝুলন্ত লাশ, বাচ্চার ফোন 'তাড়াতাড়ি এসো মা বিদেশ চলে গেছে'  বগুড়ার শাজাহানপুরে মৌসুমী বেগম (২৬) নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন।


দুই শিশুকে ঘুম পাড়িয়ে দেন তিনি। তাদের বলে যান যে তিনি বিদেশ যাচ্ছেন। সন্তানরা ঘুমিয়ে গেলে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন মৌসুমী। তিনি উপজেলার কচুয়াদহ গ্রামের রাজমিস্ত্রি আব্দুল বাকির স্ত্রী। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ শয়ন ঘরের সিলিংয়ের তীরের সাথে রশি টাঙিয়ে গলায় ফাঁস দেন মৌসুমী। 

আজ শুক্রবার সকাল ১০ টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। মৌসুমী বেগমের বড়ভাই রেজাউল করিম জানান, তার ভগ্নিপতি আব্দুল বাকি পেশায় রাজমিস্ত্রি। কাজের ব্যস্ততায় বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয় তাকে। তাদের ঘরে মুশফিক (৮) এবং আবু তালহা (৫) নামে দুই পুত্র সন্তান রয়েছে। 

দুই ছেলেকে নিয়ে তাদের সুখের সংসার বলেই জানেন সবাই। শুক্রবার সকালে বড় ছেলে মুশফিক তার নানাকে ফোন করে বলে ‘নানা, মা বিদেশ চলে গেছে, তাড়াতাড়ি এসো’। পরে এসে এমন ঘটনা দেখেন তারা। রাতের বেলা মৌসুমী তার দুই পুত্র সন্তানকে পাশের ঘরে শুইয়ে রেখে বলেছিলেন, 'বাবা, তোমরা ঘুমাও। 

আমি বিদেশ চলে যাচ্ছি'। সকাল বেলা বড়ছেলে মুশফিক ঘুম থেকে উঠে মাকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে নানাকে ফোন করে। প্রতিবেশীরা জানান, মৌসুমী বেগম খুবই ভালো মানুষ। তাদের সুখের সংসার। কারো সাথে কোনো দ্বন্দ্ব নেই। 

আত্মহত্যা করার মতো কিছু কারো চোখে পড়েনি। থানার এসআই রুম্মান হাসান জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পোস্টমর্টেম শেষে স্বজনদের হাতে লাশ হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আত্মহত্যার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি।

বগুড়ার শাজাহানপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  বগুড়া শাজাহানপুরের বগুড়া-নাটোর সড়কের দু’পাশে দীর্ঘদিনের গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে বগুড়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।


বৃহস্পতিবার সকালে উপজেলার বীরগ্রাম থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে তা বিকেল পর্যন্ত চলে। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ফারুকী (উপসচিব)। 

উচ্ছেদ অভিযানে সহায়তা করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফুয়ারা খাতুন, সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল বারি ইবনে কুদ্দুস, শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা লিজা, শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম। 

এ সময় হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ান, দমকল বাহিনী, ও বিদ্যুৎ বিভাগের লোকজন নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিলেন। সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, বগুড়া-নাটোর সড়কের বীরগ্রাম, রানীহাট বন্দর এলাকায় সড়ক বিভাগের জায়গা দখল করে দীর্ঘদিনের গড়ে উঠা প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো কিছুর প্রয়োজন নেই। তারপরও নিয়ম রক্ষার্থে উচ্ছেদের দশদিন পূর্বে নোটিশ, গণবিজ্ঞপ্তি ও মাইকিং করার পরও অবৈধ দখলদাররা কর্ণপাত করেনি।

Sunday, November 18, 2018

পদকে পদকে ভূষিত বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ

পদকে পদকে ভূষিত বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ
জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: নাশকতা মামলার আসামীকে হাতেনাতে গ্রেফতার সহ পেশাগত ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা প্রদর্শন করায় বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (সার্বিক) জিয়া লতিফুল ইসলাম, এসআই রুম্মান হাসান এবং কনস্টেবল সোহেল রানাকে স্ব স্ব পদে জেলার শ্রেষ্ঠ সম্মাননা পদকে ভূষিত করা হয়েছে।

পদকে পদকে ভূষিত বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ
রোববার সকালে বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম তাদেরকে এই সম্মননা স্মারক প্রদান করেন। এসময় জেলা ও থানা পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Wednesday, September 26, 2018

বগুড়ায় ট্রাক উল্টে মা-মেয়ে নিহত


বগুড়ার শাজাহানপুরে রডবোঝাই ট্রাক উল্টে মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফটকি সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা পণ্যবোঝাই ট্রাকে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন।   

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, ট্রাকটি উপজেলার ফটকি সেতুর কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সেতুর নিচে পড়ে যায়।   পরে স্থানীয়রা ট্রাক চালকসহ ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করলেও ট্রাকের ভেতরে থাকা জাহেদা ও সামিনা নামের দুই নারী নিচে চাপা পড়ে মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Saturday, April 14, 2018

বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে শিশু সহ আহত ২

জিয়াউর রহমান, শাজাহানপুর  প্রতিনিধি ঃ বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে শিশু সহ ২জন আহত হয়েছে।


বগুড়ার শাজাহানপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে শিশু সহ আহত ২


একই সাথে জমিতে লাগানো দেড় শতাধিক কলাগাছ কর্তন ও ১টি টিনের ঘর ভাংচুর করেছে প্রতিপক্ষের ভাড়া করা লোকজন।

শনিবার দুপুরে উপজেলার ভান্ডারপাইকা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভান্ডারপাইকা উত্তরপাড়া গ্রামে মৃত সিমান সরদারের পুত্র চাঁন মিয়া সরদার জানান, ভান্ডারপাইকা মৌজার তার ১২ বিঘা পৈত্রিক সম্পত্তির মধ্যে ৪১ শতাংশ ছাড়া বাকি জমি একই গ্রামের মৃত হামেদ আলীর ৩ পুত্র জালাল, জলিল ও সালাম ভূয়া দলিল সৃষ্টি করে দীর্ঘদিন যাবত জবর-দখল করে ভোগ করে আসছে।

এঘটনায় আদালতে মামলা বিচারাধিন রয়েছে। ওই ৪১ শতাংশ জমিও জবর-দখল করতে মাঝে মধ্যেই হুমকি-ধামকি দিয়ে আসছে তারা।

এমতাবস্থায় শনিবার দুপুরে অতর্কিত ভাবে তারা ভাড়া করা লোকজন নিয়ে ধারালো অস্ত্র-স্বস্ত্রে স্বজ্জিত হয়ে এসে ১১ শতক জমিতে লাগানো দেড় শতাধিক কলাগাছ কর্তন করে এবং ১টি টিনের ঘর ভাংচুর করে।

বাঁধা দিতে গেলে তারা মারপিট করে এবং ধারালো অস্ত্রের আঘাতে ৩ বছর বয়সী শিশু মিনহাজের মাথা কেটে যায় ও মিনহাজের মা চাম্পা বেগম আহত হয়। গুরুতর আহত অবস্থায় শিশু মিনহাজকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শিশু মিনহাজের নানী নুর জাহান জানান, এঘটনায় শনিবার সন্ধায় শাজাহানপুর থানায় মামলা দায়ের করতে গেলে মামলা নেয়নি পুলিশ। মৃত হামেদ আলীর পুত্র আব্দুল জলিল ওই জমি কবলামূলে মালিক দাবী করে বলেন, কাউকে মারপিট করা হয়নি।

 নিজের জমিতেই গাছ লাগাতে যাওয়া হয়েছিল। ওরাই হামলা চালিয়েছে। থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, অভিযোগ নেয়া হয়নি এটা ঠিক নয়।

তারাতো অভিযোগ লিখে নিয়ে আসেনি। থানায় অভিযোগ কে লিখে দেবে। অভিযোগ লিখে নিয়ে এলে অবশ্যই তা গ্রহন করা হবে।

Sunday, April 8, 2018

বগুড়ার শাজাহানপুরে ট্রাক-অটোটেম্পু মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১

বগুড়ার শাজাহানপুরে পাথরবোঝাই ট্রাক ও সিএনজিচালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন। রোববার সকাল পৌনে ৭টার দিকে বগুড়া- নাটোর মহাসড়কের উপজেলার বয়ড়াদিঘী সিনজেন্টা ওষুধ কোম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে।

ববগুড়ার শাজাহানপুরে ট্রাক-অটোটেম্পু মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১


নিহতরা হলেন- টেম্পুর যাত্রী নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের মৃত মহিন্দ্র নাথ হালদারের ছেলে গণেশ চন্দ্র হালদার (৪৫) এবং বগুড়া সদরের শশিবদনি গ্রামের মৃত সালামত আলী সরকারের ছেলে রমজান আলী সরকার (৬৪)।

আহত টেম্পু চালক দুর্ঘটনায় নিহত রমজান আলী সরকারের ছেলে। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি আটক করেছে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের এসআই কাজল কুমার নন্দি জানান, রোববার সকাল পৌনে ৭টার দিকে বগুড়া- নাটোর মহাসড়কের উপজেলার বয়ড়াদিঘী সিনজেন্টা ওষুধ কোম্পানির সামনে নাটোরগামী পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৪-৯৮৩৮) ও বগুড়াগামী সিএনজিচালিত অটোটেম্পুর (বগুড়া- থ-১১-৩৬২২) মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ২জন অটোটেম্পু যাত্রী নিহত হয় এবং চালক আহত হন। আহত চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই কাজল কুমার নন্দি জানান, নিহত ব্যক্তির মধ্যে রমজান আলী সরকার একজন কাঁচা তরিতরকারি ব্যবসায়ী।

ছেলের অটোটেম্পুতে করে কাঁচা তরিতরকারি নিয়ে সিংড়া গিয়ে বিক্রি শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

Tuesday, February 27, 2018

বগুড়ায় র‌্যাব কর্তৃক ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

গোলাম রব্বানী শিপন:  বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব- ১২) সদস্য কর্তৃক ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছেন।

বগুড়ায় র‌্যাব কর্তৃক ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৮শ’ ৫০ টাকা জব্দ করা হয়।  

আটকরা হলেন- সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সোহাগ ও শাজাহানপুর উপজেলার রহিমাবাদ মধ্যপাড়ার আবু তালেবের ছেলে তাজুল ইসলাম।  

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১২ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলা ও শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়। 

আটকরা দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Saturday, February 24, 2018

বগুড়া শাজাহানপুরে আরএসএফ মডেল স্কুলের ৩য় শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যু

জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরের কালুদাম এলাকার

আরএসএফ মডেল স্কুলের রোমান সরকার (৮) নামে ৩য় শ্রেণীর এক আবাসিক ছাত্রের রহস্যজনক মূত্যু হয়েছে।

বগুড়া শাজাহানপুরে আরএসএফ মডেল স্কুলের  ৩য় শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যু

রোমান সরকার বগুড়া সদর থানার নামুজা পালপাড়া গ্রামের মিলন সরকারের পুত্র। এবিষয়ে ওই স্কুলের দায়িত্বশীল কোন ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

ওই স্কুলের কর্মচারী নুর হাবিব জানান, স্কুলের অভিভাবক সমাবেশ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে রোমান সরকার স্কুল ক্যাম্পাসে কাজ করছিল।

একপর্যায়ে তিনি দেখতে পান কয়েকজন শিক্ষক তাকে ধরাধরি করে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছেন। তিনিও শিক্ষকদেরকে সহযোগীতা করে রোমানকে হাসপাতালে নিয়ে যান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোমানকে নিয়ে আসলে তার সঙ্গে থাকা শিক্ষকরা পালিয়ে যান।

নিহতের পিতা মিলন সরকার জানান, কিভাবে তার ছেলের মৃত্যু হয়েছে তিনি কিছুই জানেন না। তার ছেলে ওই স্কুলের আবাসিক ছাত্র ছিল।

শাজাহানপুর থানার এসআই রোম্মান হাসান জানান, শুক্রবার সন্ধায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে রোমানের লাশ পাওয়া গেছে। রোমান সরকার গলায় গামছা

পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে স্কুলের প্রিন্সিপ্যাল জানিয়েছেন। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Thursday, February 22, 2018

শাজাহানপুরে নূরুন আইসিটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরের বেজোড়া দক্ষিণপাড়াস্থ নূরুন আইসিটি স্কুলে বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শাজাহানপুর-নূরুন-আইসিটি-স্কুল-বার্ষিক-ক্রীড়া-প্রতিযোগিতা-অনুষ্ঠিত


আজ বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে এই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।  বিদ্যালয়ের উপদেষ্টা আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ডা. এস.এম ইউনুস আলী সাকিদার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দৈনিক করতোয়া প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম.এ সামাদের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিদ্যালয়ের স্বেচ্ছাসেবক সদস্য ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে 

বিশেষ অতিথি ছিলেন বেজোড়া দক্ষিণপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তারা, ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুজল কুমার সরকার, সমাজ সেবক শাজাহান আলী, ছামচুন-জয়গুন মাদ্রাসার সভাপতি আব্দুল মান্নান, শিক্ষানুরাগী এ.এফ.এম মামুনুর রশিদ বিপ্লব, রজনী স্টীল হাউসের স্বত্ত্বাধিকারী আব্দুর রাজ্জাক, সাংবাদিক রমজান আলী রঞ্জু।  

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মামুনুর রশিদ, রহিমা খাতুন সাথী, সাবরিনা খাতুন স্বরনী, সুমি আক্তার মেঘলা, পারভীন আক্তার শিলা, রুমানা আক্তার রুমা, জাকিয়া আক্তার, আয়েশা তাসনিম মিতা প্রমুখ।

Share this