Saturday, February 24, 2018

বগুড়া শাজাহানপুরে আরএসএফ মডেল স্কুলের ৩য় শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যু

জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরের কালুদাম এলাকার

আরএসএফ মডেল স্কুলের রোমান সরকার (৮) নামে ৩য় শ্রেণীর এক আবাসিক ছাত্রের রহস্যজনক মূত্যু হয়েছে।

বগুড়া শাজাহানপুরে আরএসএফ মডেল স্কুলের  ৩য় শ্রেণীর এক ছাত্রের রহস্যজনক মৃত্যু

রোমান সরকার বগুড়া সদর থানার নামুজা পালপাড়া গ্রামের মিলন সরকারের পুত্র। এবিষয়ে ওই স্কুলের দায়িত্বশীল কোন ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

ওই স্কুলের কর্মচারী নুর হাবিব জানান, স্কুলের অভিভাবক সমাবেশ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে রোমান সরকার স্কুল ক্যাম্পাসে কাজ করছিল।

একপর্যায়ে তিনি দেখতে পান কয়েকজন শিক্ষক তাকে ধরাধরি করে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছেন। তিনিও শিক্ষকদেরকে সহযোগীতা করে রোমানকে হাসপাতালে নিয়ে যান।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোমানকে নিয়ে আসলে তার সঙ্গে থাকা শিক্ষকরা পালিয়ে যান।

নিহতের পিতা মিলন সরকার জানান, কিভাবে তার ছেলের মৃত্যু হয়েছে তিনি কিছুই জানেন না। তার ছেলে ওই স্কুলের আবাসিক ছাত্র ছিল।

শাজাহানপুর থানার এসআই রোম্মান হাসান জানান, শুক্রবার সন্ধায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে রোমানের লাশ পাওয়া গেছে। রোমান সরকার গলায় গামছা

পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে স্কুলের প্রিন্সিপ্যাল জানিয়েছেন। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

No comments:

Post a Comment