শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরের বেজোড়া দক্ষিণপাড়াস্থ নূরুন আইসিটি স্কুলে বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে এই ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের উপদেষ্টা আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ডা. এস.এম ইউনুস আলী সাকিদার।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দৈনিক করতোয়া প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম.এ সামাদের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিদ্যালয়ের স্বেচ্ছাসেবক সদস্য ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন বেজোড়া দক্ষিণপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম তারা, ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুজল কুমার সরকার, সমাজ সেবক শাজাহান আলী, ছামচুন-জয়গুন মাদ্রাসার সভাপতি আব্দুল মান্নান, শিক্ষানুরাগী এ.এফ.এম মামুনুর রশিদ বিপ্লব, রজনী স্টীল হাউসের স্বত্ত্বাধিকারী আব্দুর রাজ্জাক, সাংবাদিক রমজান আলী রঞ্জু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মামুনুর রশিদ, রহিমা খাতুন সাথী, সাবরিনা খাতুন স্বরনী, সুমি আক্তার মেঘলা, পারভীন আক্তার শিলা, রুমানা আক্তার রুমা, জাকিয়া আক্তার, আয়েশা তাসনিম মিতা প্রমুখ।
Share this
Share this
No comments:
Post a Comment