Thursday, February 22, 2018

নন্দীগ্রামে মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্যসহ গ্রেপ্তার ৪

বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও আন্ত:জেলা ডাকাত দলের সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।

নন্দীগ্রাম-মাদক-ব্যবসায়ী-ডাকাত দল-সদস্যসহ-গ্রেপ্তার-৪

পুলিশ জানিয়েছে, থানার এসআই ইনামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২০পিচ ইয়াবা সহ ২মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে।  

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ফোকপাল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বকুল হোসেন (৩৪) ও পৌর শহরের কলেজপাড়ার নুরুল ইসলামের ছেলে ইমরান শেখ বিল্পব (৩৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।  

এদিকে একই রাতে নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) পিএন সরকার ফোর্স নিয়ে পৃথক জায়গায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য জয়পুরহাটের ক্ষেতলাল থানার শিবপুর গ্রামের মৃত আসমত প্রামানিকের ছেলে রহিম বক্স (৫০) 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামগ্রামের মৃত: কাশেম আলীর ছেলে সাইফুল ইসলাম ভোলা (৪৫) কে গ্রেফতার করে। 

ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) পিএন সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment