পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ধর্ষণের মামলা হয়েছে ১৯১৪টি। প্রতি মাসে গড়ে ৩১৯টি মামলা।
যে সংখ্যা আগের বছরের তুলনায় ভয়াবহ। গত বছরের প্রথম ছয় মাসে গড়ে মামলা হয়েছে ৩১০টি।😰😰 . অন্যদিকে গত পাঁচ বছরে ধর্ষণের মামলা হয়েছে ১৮ হাজার ৯৮৭টি। তার মধ্যে ২০১৬ সালে ৩৭২৮টি, ২০১৫ সালে ৩৯৩০টি, ২০১৪ সালে ৩৬৯৫টি, ২০১৩ সালে ৩৯৫০ এবং ২০১২ সালে ৩৬৮৪টি।
এসব মামলায় প্রতিবছর মাত্র ৪ শতাংশ আসামির সাজা হয়েছে, বাকিদের অধিকাংশই অব্যাহতি পেয়েছে।😡😡 আমরা শিক্ষিত জাতি , আমাদের বিবেক , আর মানুষিকতা কোথায় নেমেছে ??? কোথায় আমাদের সভ্যতা , কোথায় আমাদের মনুষ্যত্ববোধ , কোথায় হারিয়ে গেছি । 😭😭
এই ধর্ষণময় সমাজ ব্যবস্থার জন্য কে দায়ি? 😞😞 কে নিবে এর দায়-ভার?-কার নেয়ার কথা ছিলো? 😞😞
হে সমাজ জবাব দে, -পাগলীর কুলে শিশু কি করে আসে?
হে সমাজ জবাব দে,- পাগলী কি যৌনতা খুজেছিল রাতে?
হে সমাজ জবাব দে, -কি করে সন্তান এল পাগলীর গর্ভেতে? কি পরিচয়ে বড় হবে পাগলীর কোলের শিশু? হে সমাজ জবাব দে, - কত অনাচার হলে তুই একদিন জাগবি?😭😭 "হে মানবতা আজ তুমি কই" "এই সমাজ তোমাকে ছাড়া আজ অচল ও অত্যাচারী হয়ে পরেছে"😭😭
এটায় কি বাংলাদেশ ছিঃ ছিঃ উনার তো বিচার নাই কারন লোকটা তো পাগলী এতো কষ্ট জিবনে পাইনি
সংগ্রহীত
No comments:
Post a Comment