Showing posts with label গ্রেপ্তার. Show all posts
Showing posts with label গ্রেপ্তার. Show all posts

Sunday, January 27, 2019

বগুড়ায় শ্বাসরুদ্ধকর অভিযান ৩ অপহরণকারী গ্রেপ্তার

বগুড়া উত্তর ডটকম : বগুড়ায় ৪ ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ৩ অপহরণকারীকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ। এসময় ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।



গ্রেফতারকৃতরা হলেন ১। শহরের রহমান নগর এলাকার বর্তমান সাং-খান্দার নতুনপাড়া (চাপড় পাড়া) এলাকার আবুল কালাম এর ছেলে রেজাউল ইসলাম ওরফে রিয়াদ (২৪) ২। মালগ্রাম দক্ষিনপাড়া এলাকার চিহিৃত সন্ত্রাসী ওয়াহেদ ফারুকী ওরফে মেঘ (১৯) ৩। একই এলাকার ইদ্রিস আলীর ছেলে সজিব (২৫)। অভিযান কালে অপর আসামী খান্দার চারতলা এলাকার সামাদ হোসেন এর ছেলে সোহেল রানা (২৬) পালিয়ে যায়।  

থানা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থানার দামরুল এলাকার রফিকুল ইসলাম এর ছেলে সাকিবুল ইসলাম (২০) শনিবার প্রাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য বিআইআইটি কলেজে তার সেউজগাড়ীস্থ মেস হতে রিক্সা যোগে যায়। পরীক্ষা শেষ করে মেসে ফেরার পথে দুপুর ১.৩০ টার সময় খান্দার তিন রাস্তার মোড়ে পৌঁছা মাত্র অপহরণকারীরা তার পথরোধ করে তাকে অপহরণ করে নিয়ে যায়। ওই অপহরণকারীরা সাকিবুলের মুক্তিপনের জন্য মোবাইল ফোনে ১ লক্ষ টাকা তার পরিবারের কাছে দাবি করে। ছেলের জীবন বাঁচাতে তারা বিকাশে ৩০ হাজার টাকা অপহরণকারীকে দেয়।

এঘটনায় সাকিবুলের পিতা রফিকুল ইসলাম বিষয়টি সদর থানার ওসিকে জানালে এস.আই সোহেল সহ সঙ্গীয় পুলিশ ফোর্স তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে ও অপহরণকারীদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি এস. এম বদিউজ্জামান সাংবাদিকদের জানান অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Thursday, March 8, 2018

বগুড়ায় 10 হাজার পিস ইয়াবাসহ নারী আটক

অনলাইন ডেক্স : বগুড়ায় দশ হাজার ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়ায় 10 হাজার পিস ইয়াবাসহ নারী আটক

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নূর এ আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে শহরের রহমান নগরের বাড়ি থেকে ২৭ বছর বয়সী বাঁধন আক্তারকে গ্রেপ্তার করা হয়। 

বাঁধন শহরের বাদুরতলা এলাকার শাহিনুর রহমানের স্ত্রী। ওসি নূর এ আলম বলেন, বাঁধন দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলেন। 

গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রহমান নগরে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। 

পরে সেখানে তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। বাঁধনের বিরুদ্ধে মাদক আইনে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।

Monday, March 5, 2018

বগুড়া ৪র্থ এপিবিএন’র অভিযানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-২

বগুড়া ৪র্থ আমৃড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০কেজি গাঁজার চালান আটক করা হয়েছে । 
বগুড়া ৪র্থ এপিবিএন’র অভিযানে  ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-২

এসময় মাদক পাচারের সঙ্গে জরিত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২জনকে ।  

গ্রেপ্তারকৃতরা হল, লালমনিরহাট জেলা সদরের উভয় সাং- ফুলগাছ (চাপার মোড় দক্ষিণ পার্শ্ব)এলাকার আঃ মালেক (৫০), পিতা- মৃত দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম (৩২), পিতা- মৃত আছির উদ্দিন ।  

বগুড়া ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারার সদরের একটি সূত্রে বলা হয় , অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাইম এর নেতৃত্বে গত রবিবার রাত ব্যাপী অভিযান পরিচালনাকালে উক্ত ব্যাটালিয়নের 

একটি অপারেশনাল টিম শহরের বগুড়া রংপুর মহাসড়কের ভান্ডারী মেগা সিটির সামনের এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। 
উক্ত সময়ে তারা ৪০ কেজি গাঁজা সহ উল্লেকিত দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তিগনরে বিরুদ্ধে এ সংক্রান্তে সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/০৪) এর ১৯(১) টেবিলের ৭(খ) ধারায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছিল । সূত্র -এফএনএস

Tuesday, February 27, 2018

বগুড়ায় র‌্যাব কর্তৃক ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

গোলাম রব্বানী শিপন:  বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব- ১২) সদস্য কর্তৃক ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছেন।

বগুড়ায় র‌্যাব কর্তৃক ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৮শ’ ৫০ টাকা জব্দ করা হয়।  

আটকরা হলেন- সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সোহাগ ও শাজাহানপুর উপজেলার রহিমাবাদ মধ্যপাড়ার আবু তালেবের ছেলে তাজুল ইসলাম।  

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১২ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলা ও শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়। 

আটকরা দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Thursday, February 22, 2018

নন্দীগ্রামে মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্যসহ গ্রেপ্তার ৪

বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও আন্ত:জেলা ডাকাত দলের সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।

নন্দীগ্রাম-মাদক-ব্যবসায়ী-ডাকাত দল-সদস্যসহ-গ্রেপ্তার-৪

পুলিশ জানিয়েছে, থানার এসআই ইনামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২০পিচ ইয়াবা সহ ২মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে।  

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ফোকপাল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বকুল হোসেন (৩৪) ও পৌর শহরের কলেজপাড়ার নুরুল ইসলামের ছেলে ইমরান শেখ বিল্পব (৩৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।  

এদিকে একই রাতে নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) পিএন সরকার ফোর্স নিয়ে পৃথক জায়গায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য জয়পুরহাটের ক্ষেতলাল থানার শিবপুর গ্রামের মৃত আসমত প্রামানিকের ছেলে রহিম বক্স (৫০) 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামগ্রামের মৃত: কাশেম আলীর ছেলে সাইফুল ইসলাম ভোলা (৪৫) কে গ্রেফতার করে। 

ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) পিএন সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।