বগুড়া ৪র্থ আমৃড পুলিশ ব্যাটালিয়নের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০কেজি গাঁজার চালান আটক করা হয়েছে ।
গ্রেপ্তারকৃতরা হল, লালমনিরহাট জেলা সদরের উভয় সাং- ফুলগাছ (চাপার মোড় দক্ষিণ পার্শ্ব)এলাকার আঃ মালেক (৫০), পিতা- মৃত দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম (৩২), পিতা- মৃত আছির উদ্দিন ।
বগুড়া ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারার সদরের একটি সূত্রে বলা হয় , অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাইম এর নেতৃত্বে গত রবিবার রাত ব্যাপী অভিযান পরিচালনাকালে উক্ত ব্যাটালিয়নের
একটি অপারেশনাল টিম শহরের বগুড়া রংপুর মহাসড়কের ভান্ডারী মেগা সিটির সামনের এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত সময়ে তারা ৪০ কেজি গাঁজা সহ উল্লেকিত দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তিগনরে বিরুদ্ধে এ সংক্রান্তে সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/০৪) এর ১৯(১) টেবিলের ৭(খ) ধারায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছিল । সূত্র -এফএনএস
No comments:
Post a Comment