বগুড়ার সারিয়াকান্দিতে কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা ঢলে উপজেলার যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রবিবার বিকালে পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীতে পানি বাড়ায় দুটি উপজেলার বিভিন্ন চরাঞ্চলের ৬২২ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। শতাধিক পরিবার পানি বন্দি হয়ে
পড়েছে।
পড়েছে।
স্কুলে পানি ওঠায় শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় চালুয়াবাড়ী, কাজলা, বোহাইল, হাটশেরপুর, কুতুবপুর ও সদর ইউনিয়নে ২ হাজার ৯৪০ কৃষকের ৫৬৫ হেক্টর জমিতে লাগানো রোপাআমন, বীজতলা, আউশ, মাসকালাই, মরিচসহ বিভিন্ন মৌসুমী ফসল তলিয়ে গেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চালুয়াবাড়ী ইউনিয়নের হাটবাড়ি, ভাঙরগাছা চরে ২০০ মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত আছে। রবিবার বিকাল ৩টায় মথুরাপুরে পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তিনি আরও জানান, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত পানি বাড়তে পারে।
No comments:
Post a Comment