অনলাইন ডেক্স : বগুড়ায় দশ হাজার ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি নূর এ আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে শহরের রহমান নগরের বাড়ি থেকে ২৭ বছর বয়সী বাঁধন আক্তারকে গ্রেপ্তার করা হয়।
বাঁধন শহরের বাদুরতলা এলাকার শাহিনুর রহমানের স্ত্রী। ওসি নূর এ আলম বলেন, বাঁধন দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিলেন।
গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রহমান নগরে বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে সেখানে তল্লাশি চালিয়ে ১০ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। বাঁধনের বিরুদ্ধে মাদক আইনে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।
No comments:
Post a Comment