বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা - সুজাবাদ গ্রামবাসী ইটভাটার ধোঁয়া ও ছাইয়ের যন্ত্রনায় অতিষ্ট ।
উল্লেখ্য যে এই মাদলা সুজাবাদ গ্রামে 10-12 টি ইট ভাটা রয়েছে । প্রায় সারা বছর ইট পোড়ানো হয় । এর মধ্য ডিসেম্বর থেকে মার্চ অব্দি সবচেয়ে বেশি ইট পোড়ানো হয় ।
ইট পোড়ানোর দরুন ইটভাটার ধোঁয়া ও ছাই আশেপাশে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পরে । এই ধোঁয়া ও ছাই কৃষক ভাইদের ধান আলু সহ যাবতীয় ফসল ফলাদি গাছের পাতায় পরে ফসল নষ্ট করে ফেলে ।
এইসব ইটভাটা গুলোতে কোন প্রকার চিমনির ব্যবস্থা নাই কিন্তু পরিবেশ সংরক্ষন আইনে ইটভাটাতে চিমনি ব্যবহারের নির্দেশ দেয়া আছে ।
এই ধোঁয়া ও ছাইয়ের জন্য শাজাহানপুরের সুজাবাদ - মাদলা গ্রামের আম - কাঁঠাল - লিচু সহ সকল ফলের মুকুল অনেক কম পরিমানে এসেছে । নেই বললেই চলে,
এত ক্ষতির পরও বন ও পরিবেশ মন্ত্রালয়ের কোন ভ্রুক্ষেপ নেই । শাজাহানপুর টিএনও স্যার ও সেই সাথে স্থানীয় পরিবেশ সংরক্ষণ কর্মকর্তা / ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন।
সুন্দর কার্বণ মুক্ত পরিবেশ গড়ুন । post টি বেশি বেশি শেয়ার করুন যাতে গন্যমান্য ব্যক্তির চোখে পরে ।
-------- মেহেদী হাসান
No comments:
Post a Comment