অনলাইন রিপোর্ট: রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মার্কেটের আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
জানালেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ফরিদ উদ্দিন। আগুনে বেশকিছু মালামাল পুড়ে গেছে।
আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি তিনি।
আজ (শুক্রবার) দুপুর ১টা ১০ মিনিটের দিকে পূর্ব পাশের মার্কেট কমপ্লেক্সের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন সূত্রপাত কিভাবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
No comments:
Post a Comment