বগুড়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক কলেজ ছাত্র অপহরণের শিকার হন । এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রাতেই কৌশলে দুজনকে গ্রেপ্তার করে । তাদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে গত শুক্রবার ভোরে ওই ছাত্র উদ্ধার করা হয়।
Showing posts with label Nandigram News. Show all posts
Showing posts with label Nandigram News. Show all posts
Monday, February 18, 2019
Tuesday, January 29, 2019
নন্দীগ্রামে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বগুড়া উত্তর ডটকম : (নন্দীগ্রাম প্রতিনিধি মো: ফিরোজ কামাল ফারুক) : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের রণবাঘা বাজারসহ মহাসড়কের দেড় পাশের প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
মঙ্গলবার সকাল থেকে বিকেল এ অভিযান চলে। এতে নেতৃত্ব দেন সওজ অধিদপ্তরের উপ-সচিব এবং ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ফারুকী। এ সময় অনেকর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন আখতার, বগুড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন। অভিযানে দুটি বুলডোজার দিয়ে রণবাঘা মহাসড়কের দুই পাশের প্রায় দেড় শতাধিক দোকান ও বিল্ডিং সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সওজ কর্তৃপক্ষ জানায়, বগুড়ার নন্দীগ্রামের কুন্দারহাট থেকে রণবাঘা পর্যন্ত ১২ কিলোমিটার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সওজ এর পক্ষ থেকে কয়েক দফা অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেয়া হলেও কর্ণপাত করেনি দখলকারীরা।
বগুড়ার সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুজ্জামান জানান, বগুড়া-নাটোর মহাসড়কের দুই পাশে কুন্দারহাট থেকে রণবাঘা পর্যন্ত প্রায় ৬০০ ব্যক্তি অবৈধভাবে সড়ক বিভাগের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। এসব সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি। পরে এক সপ্তাহ আগে গণবিজ্ঞপ্তি জারিসহ মাইকিং করে মঙ্গলবার উচ্ছেদ করার কথা জানানো হয়।
প্রথম দিন বগুড়া-নাটোর মহাড়কের রণবাঘা বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।
Sunday, January 13, 2019
সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত বেলালের বাড়িতে চলছে শোকের মাতম
বগুড়া উত্তর ডটকম: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি বগুড়া জেলার নন্দীগ্রামের বেলাল হোসেনের (৩৮) বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা। বেলাল ছিল তাদের পরিবারে একমাত্র আয়ের উৎস। তার মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে দুই সন্তানের ভবিষৎ।
নিহত বেলাল হোসেন উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুমচা গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে। বেলাল হোসেন সৌদি আরবের মক্কা শহরের একটি কোম্পানিতে রোড ক্লিনার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় গত ১০ জানুয়ারি সকালে কাজে যোগ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (১৩ জানুয়ারি) সব আইনি প্রক্রিয়া শেষে সৌদি আরবেই বেলাল হোসেনের মরদেহ দাফন করার সম্ভাবনা রয়েছে। রোববার সকালে বেলালের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, নিহতের স্ত্রী ও মা আহাজারি করছেন। বেলালের নিহত হওয়ার খবরে তার বাড়িতে এসে ভিড় করেছেন স্বজন ও প্রতিবেশিরা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ডিসেম্বর মাসে বেলাল সৌদি আরবে যান। এক বছর পেরুতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
Sunday, November 18, 2018
বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ ও জাসদের নৌকা নিয়ে লড়াই
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ ও জাসদের নৌকা নিয়ে লড়াই চলছে। এ আসনের বর্তমান এমপি একেএম রেজাউল করিম তানসেন নৌকা প্রতীক লাভের জন্য জোর তৎপরতা চালাচ্ছে।
গত ২৮শে অক্টোবর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা জাসদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বগুড়া-৪ আসনের এমপি একেএম রেজাউল করিম তানসেনকে প্রার্থী ঘোষণা করে তাকে ভোট দেয়ার আহবান জানিয়েছে।
অপরদিকে ৮ই নভেম্বর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম তার বক্তব্যে আওয়ামী লীগের প্রার্থী বিষয়ে বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনকে মনোনয়ন দিলে তাকে ভোট দিয়ে বিজয়ী করার কথা বলেছে।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের জন্য ফরম উত্তোলন করে জমা দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ইউনুস আলী, আওয়ামী লীগ নেতা এ্যাড. হেলালুর রহমান, কামাল উদ্দিন কবিরাজ, এ্যাড. রেজাউল হক, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আহছানুল হক ও হাটকড়ই ডিগ্রী কলেজের অধ্যাপক জাহিদুর রহমান।
১৪ দলের অন্যতম শরিকদল হচ্ছে জাসদ। সে কারণে বর্তমান এমপি একেএম রেজাউল করিম তানসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার প্রচেষ্টা চালিয়ে আসছে। অপরদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।
এ আসনে কে হবেন নৌকার মাঝি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ২৫৭ জন। নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮২৪ জন।
এ আসনটি বিএনপির ফেভারিট আসন হিসেবে গণ্যকরা হয়। এ আসনে যতবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে, ততবারই জয়লাভ করেছে। তারপরেও আওয়ামী লীগ ও জাসদ এ আসনে এবার নৌকা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে জয়লাভ করতে চায়।
এ দিকে বিএনপি আসনটি পুনরুদ্ধার করতে তৎপর রয়েছে। এ আসনে অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থীও থাকছে ভোট যুদ্ধে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কাহালু-নন্দীগ্রাম সরগরম হয়ে উঠেছে। সব জায়গায় বইছে ভোটের হাওয়া।
Share this: post
Thursday, February 22, 2018
নন্দীগ্রামে মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্যসহ গ্রেপ্তার ৪
বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও আন্ত:জেলা ডাকাত দলের সদস্যসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।
পুলিশ জানিয়েছে, থানার এসআই ইনামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২০পিচ ইয়াবা সহ ২মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ফোকপাল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বকুল হোসেন (৩৪) ও পৌর শহরের কলেজপাড়ার নুরুল ইসলামের ছেলে ইমরান শেখ বিল্পব (৩৬)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে একই রাতে নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) পিএন সরকার ফোর্স নিয়ে পৃথক জায়গায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য জয়পুরহাটের ক্ষেতলাল থানার শিবপুর গ্রামের মৃত আসমত প্রামানিকের ছেলে রহিম বক্স (৫০)
বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামগ্রামের মৃত: কাশেম আলীর ছেলে সাইফুল ইসলাম ভোলা (৪৫) কে গ্রেফতার করে।
ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) পিএন সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Subscribe to:
Posts (Atom)