Sunday, November 18, 2018

বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ ও জাসদের নৌকা নিয়ে লড়াই





নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ ও জাসদের নৌকা নিয়ে লড়াই চলছে। এ আসনের বর্তমান এমপি একেএম রেজাউল করিম তানসেন নৌকা প্রতীক লাভের জন্য জোর তৎপরতা চালাচ্ছে।  


গত ২৮শে অক্টোবর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা জাসদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বগুড়া-৪ আসনের এমপি একেএম রেজাউল করিম তানসেনকে প্রার্থী ঘোষণা করে তাকে ভোট দেয়ার আহবান জানিয়েছে। 

অপরদিকে ৮ই নভেম্বর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম তার বক্তব্যে আওয়ামী লীগের প্রার্থী বিষয়ে বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনকে মনোনয়ন দিলে তাকে ভোট দিয়ে বিজয়ী করার কথা বলেছে। 

এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভের জন্য ফরম উত্তোলন করে জমা দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ইউনুস আলী, আওয়ামী লীগ নেতা এ্যাড. হেলালুর রহমান, কামাল উদ্দিন কবিরাজ, এ্যাড. রেজাউল হক, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আহছানুল হক ও হাটকড়ই ডিগ্রী কলেজের অধ্যাপক জাহিদুর রহমান। 

১৪ দলের অন্যতম শরিকদল হচ্ছে জাসদ। সে কারণে বর্তমান এমপি একেএম রেজাউল করিম তানসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার প্রচেষ্টা চালিয়ে আসছে। অপরদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। 

এ আসনে কে হবেন নৌকার মাঝি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ২৫৭ জন। নারী ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮২৪ জন। 

এ আসনটি বিএনপির ফেভারিট আসন হিসেবে গণ্যকরা হয়। এ আসনে যতবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে, ততবারই জয়লাভ করেছে। তারপরেও আওয়ামী লীগ ও জাসদ এ আসনে এবার নৌকা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে জয়লাভ করতে চায়। 

এ দিকে বিএনপি আসনটি পুনরুদ্ধার করতে তৎপর রয়েছে। এ আসনে অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থীও থাকছে ভোট যুদ্ধে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কাহালু-নন্দীগ্রাম সরগরম হয়ে উঠেছে। সব জায়গায় বইছে ভোটের হাওয়া।

No comments:

Post a Comment