Showing posts with label Rab - র‌্যাব. Show all posts
Showing posts with label Rab - র‌্যাব. Show all posts

Saturday, February 2, 2019

বগুড়া র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বগুড়া উত্তর ডটকম (স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এস,এম, জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ০২ ফেব্রুয়ারী ২০১৯ তারিখ ১৮১৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন চান্দের বাজারস্থ জনৈক আলম শাকিদা এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে মোট ১৮ ( আঠার) পিস মাদকদ্রব্য ইয়াবা,
  


০১ টি মোবাইল ফোন, ০২টি সীম এবং মাদক বিক্রয়ের নগদ ১১,০০০/-(এগার হাজার) টাকাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আমিনুর ইসলাম (৩৫) পিতা -মৃত জামাতুল্লা প্রামানিক সাং শাখারিয়া নামাবালা থানা ও জেলা বগুড়াকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে বিশেষ ক্ষমতা আইনে দুইটি মামলা রুজু হয়েছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর এর বিষয়টি প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তি

Tuesday, January 29, 2019

বগুড়া র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া  উত্তর ডটকম :  র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ জানুয়ারি ২০১৯ ইং তারিখ ০৬.৪৫ ঘটিকায় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন রানিহাট বাজারস্থ তিন ভাই ফার্নিচার প্রোঃ জনৈক মোঃ ইউনুস আলী এর সামনে বগুড়া টু নাটোর হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে||



 মোট ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল ফোন, ০৪টি সিম, ০১(এক) টি মাইক্রোবাস এবং নগদ ৩১০/-(তিনশত দশ) টাকাসহ মাদক ব্যবসায়ী ১। শ্রী বাদল চন্দ্র দাস(৩০), পিতা মৃত নরেন্দ্র বিশা দাস, সাং মধু মাঝিরা পানাতাপাড়া, থানা ও জেলা বগুড়া, ২। শ্রী রনজিত চন্দ্র রায় (৩৫), পিতা শ্রী রাজেশ^র চন্দ্র রায়, সাং আশেকপুর হিন্দুপাড়া, ৩। ড্রাইভার শ্রী বিষ্ণ মহন্ত (২৫), পিতা শ্রী নীল কমল চন্দ্র মহন্ত, সাং গন্ডগ্রাম কালিতলা মধ্যপাড়া, উভয় থানা শাজাহানপুর জেলা বগুড়াদ্বয়কে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন।

Saturday, January 19, 2019

বগুড়া র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বগুড়া উত্তর ডটকম: র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৯ জানুয়ারি ২০১৯ তারিখ ১৬৩০ ঘটিকার সময় বগুড়া জেলার নন্দীগ্রাম থানাধীন রনবাঘা বাজারস্থ দাদাভাই ট্রেডার্স প্রোঃ মোঃ হাফিজুর রহমান এর দোকানের সামনে ফুট পাতের উপর অভিযান পরিচালনা করে মোট ১১০( একশত দশ) পিস মাদকদ্রব্য ইয়াবা, ০১ টি মোবাইল ফোন, ০২টি সীম এবং মাদক বিক্রয়ের নগদ ৪,১০০/-(চার হাজার একশত) টাকাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শামীম সুলতান রাজু (৩৫) পিতা মৃত ওমর হোসেন সাং কৈগাম দোপুকুরিয়া থানা সিংড়া জেলা নাটোরকে গ্রেফতার করে। 


গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা নাটোর ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার নন্দীগ্রাম থানায় হস্তান্তর এর বিষয়টি প্রক্রিয়াধীন।

Tuesday, January 15, 2019

বগুড়া র‌্যাব ও জেলা প্রশাসন কর্তৃক মাদক সেবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

বগুড়া উত্তর ডটকম : র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ জানুয়ারি ২০১৯ ইং তারিখ ১৩: ৩০ ঘটিকা হতে ১৯: ০০ ঘটিকা পর্যন্ত সহকারী পুলিশ সুপার এস,এম, জামিল আহমেদ, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, বগুড়া এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আব্দুল হাই সিদ্দিকী বগুড়া দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানা এলাকায় মাদক সেবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।


২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারা মোতাবেক মাদক সেবনের অপরাধে বিজ্ঞ ভ্রাম্যমান আদালত ধৃত আসামী ১। মোঃ রাসেল (২২), পিতা-আবুল কাশেম, সাং-তালোড়া সন্ধাবাড়ী, থানা- ধুপচাঁচিয়া জেলা-বগুড়া, ২। মোঃ জনি (২৯), পিতা- শফিক হোসেন, সাং-লতিফপুর কালোনী , ৩। মোঃ জাকারিয়া রকি (৩০), পিতা-আঃ সামাদ আজাদ, সাং-লতিফপুর পশ্চিমপাড়া, উভয় থানা ও জেলা-বগুড়া, ৪। শ্রী বিপ্লব রায় (১৯), পিতা-বিনয় রায়, সাং-জোড়া হিন্দু পাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, 

৫। মোঃ রাজু (৪০), পিতা-মৃত ইউনুস আলী, সাং-উত্তর ঠেলোপাড়া, ৬। মোঃ শিফাত হোসেন (১৯), পিতা-মৃত আসলাম উদ্দিন, সাং-বৃন্দাবন দক্ষিণ পাড়া, ৭। অমিত হাসান (২৮), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-রিয়াজ বাড়ীলেন সুত্রাপুর ৮। মোঃ শামিম হোসেন (২৬), পিতা-মৃত মাহাযুজার রহমান, সাং-সুত্রাপুর, এবং 

৯। মোঃ মেহেদী হাসান (২৫), পিতা-বোরাজুল ইসলাম, সাং-ঠনঠনিয়া পশ্চিম পাড়া, উভয় থানা ও জেলা বগুড়াদেরকে সর্বমোট ১৯,০০০/- টাকা অনাদায়ে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করলে তাদের অভিবাবকগণ জরিমানার টাকা জমা প্রদান করায় তাদের জামিনে মুক্তি প্রদান করেন। 

অপর ধৃত আসামী ১০। মোঃ আমিনুল ইসলাম (৩৫), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-দত্তবাড়ী, ১১। মোঃ মানিক শেখ (৪০), পিতা- মোঃ তারা শেখ, সাং-মাল গ্রাম মধ্যপাড়া, ১২। শ্রী বাঁধন চন্দ্র দাস (২০), পিতা- বিনয় চন্দ্র দাস, সাং- লাহিড়ী পাড়া(মহাস্থান), ১৩। মোঃ আঃ মজিদ (৫৫), পিতা-মৃত বাল্টু শেখ, সাং-নাটাই পাড়া এবং 

১৪। মোঃ আঃ লতিফ (৪৫), পিতা-মৃত নয়া মিয়া, সাং-দক্ষিণ কাটনার পাড়া উভয় থানা ও জেলা বগুড়াদেরকে প্রত্যেককে ২০০০/- টাকা করে সর্বমোট ১০,০০০/- টাকা অর্থদন্ডসহ প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করিলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত কারাদন্ডের কয়েদের পরোয়ানা মূলে জেলা কারাগার বগুড়ায় হস্তান্তর করা হয়।

বগুড়া সংবাদ থেকে সংগৃহীত

Tuesday, January 8, 2019

বগুড়া র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ০৭ জানুয়ারি ২০১৮ তারিখ ২১.০০ ঘটিকার সময় বগুড়া জেলার ধুনট থানাধীন হুকুম আলী বাসষ্ট্যান্ড মোড়স্থ মোস্তফা ট্রেডার্স প্রোপাইটার মোঃ কামরুল হাসান এর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস ইয়াবা, ০১টি মটর সাইকেল, ০৪টি মোবাইল ফোন, ০৭টি সীম এবং নগদ ৬,৭৫০/- টাকাসহ মাদক ব্যবসায়ী
১। মোঃ বিপ্লব মন্ডল (২৮), পিতা মোঃ আয়নাল মন্ডল , সাং একডালা থানা ও জেলা সিরাজগঞ্জ, ২। শ্রী তাপস মন্ডল (২৭), পিতা শ্রী প্রভাত মন্ডল, সাং উত্তর শাহাপাড়া, থানা শেরপুর জেলা বগুড়া বগুড়াদ্বয়কে গ্রেফতার করে এবং ঘটনাস্থল হতে আসামী ৩। মোঃ বাবু (২৬), পিতা অজ্ঞাত, সাং গোপালনগর, থানা ধুনট জেলা বগুড়া কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা বগুড়া জেলা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

Saturday, December 8, 2018

বগুড়া র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল পৃথক পৃথক অভিযানে ০৮ ডিসেম্বর ২০১৮ ইং তারিখ ১৬.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন উমোরদিঘী বাজারস্থ জনৈক মোঃ রাজু মেডিক্যাল স্টোর এর সামনে অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা, 
বগুড়া র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


০১টি মোবাইল,০২টি সীম এবং মাদক বিক্রয়ের নগদ ৮,৩৯০/-(আট হাজার তিনশত নব্বই) টাকাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সুলতান মাহমুদ(৩৩) পিতামৃত মহির উদ্দিন সাং কলমা সোনারপাড়া থানা কাহালু জেলা বগুড়া বগুড়াকে গ্রেফতার করে এবং ০৮ ডিসেম্বর ২০১৮ইং তারিখ ১৭.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন ছোহের উদ্দিন নিউ মার্কেটের ৩য় তলায় আল-আমিন স্পোর্টস দোকানের সামনে অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা, ০২টি মোবাইল, ০৩টি সীম এবং মাদক বিক্রয়ের নগদ ১,৯৫৫/-(এক হাজার নয়শত পঞ্চান্ন) টাকাসহ 

মাদক ব্যবসায়ী ১। মোঃ গোলজার হোসেন(২৩) পিতা মোঃ ফরিদ হোসেন সাং কর্ণপুর থানা ও জেলা বগুড়া ও ২। মোঃ লিমন (৩২) পিতা মোঃ আঃ বাছেদ আলী সাং বাদুরতলা থানা ও জেলা বগুড়াদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা বগুড়া জেলার শাজাহানপুর থানা এবং সদর থানা এলাকায় ক্রয়- বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বগুড়া জেলার শাজাহানপুর থানা এবং সদর থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন।

Monday, November 19, 2018

কলেজ ছাত্র নাঈম হত্যা কান্ডে ব্যবহৃত চাকু সহ বিভিন্ন আলামত উদ্ধার!

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে নিহত কলেজ ছাত্র নাঈম (২০) হত্যার সময় ব্যবহৃত চাকু সহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। 
 
কলেজ ছাত্র নাঈম হত্যা কান্ডে ব্যবহৃত চাকু সহ বিভিন্ন আলামত উদ্ধার!

রোববার রাতে (১৮নভেম্বর) নিহতের আটক বন্ধু ও সারিয়াকান্দি শহর ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক এস.এম. অনন্ত শ্রাবন বিশুর ভাড়া বাড়ীর বিছনার নিচ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তাক্ত চাকু সহ বেশ কয়েকটি চাকু, দা, নিহতের মানিব্যাগ, জাতীয় পরিচয় পত্র, ছবি, জুতা, রক্তমাখা বালিশ, একাধিক রক্তামাখা কাপড়, বিশুর রক্তমাখা জামা কাপড় ও রক্তমাখা বিছানার চাদর সহ বালতিতে ভিজানো বালিশেল কভার উদ্ধার করে সারিয়াকান্দি থানা পুলিশ। 


এমসয় সহকারী পুলিশ সুপার, গাবতলীল সার্কেল, তাপশ কুমার পাল, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন, ওয়ার্ড কাউন্সিলর ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন সাংবাদিকদের বলেন, সহকারি পুলিশ সুপার (গাবতলী সার্কেল) তাপস কুমার পাল স্যারের উপস্থিতে নাঈম হত্যা কান্ডে ব্যবহৃত চাকু সহ যথেষ্ট আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছে সারিয়াকান্দি থানা পুলিশ।

 খুব শীঘ্রই এর সাথে যারা জড়িত আছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। উল্লেখ্য, নাঈম বগুড়া বী’টের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র এবং গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ী (মড়িয়া) গ্রামের স্বর্ণ ব্যবসায়ী ইন্তেজার রহমানের ছেলে। 

বৃহস্পতিবার রাতে তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যার পর লাশ বিকৃতি করতে আগুনে পোড়ায় হত্যাকারিরা। ইতোমধ্যে এ হত্যা কান্ডে জড়িতদের বিরুদ্ধে নাঈমের মা নাজমা বেগম শুক্রবার রাতে ছয়জনের নামে মামলা করেন।

এই বিভাগের আরো খবর:

  >> পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 >>  বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

 >> বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা
 
>> ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

>> বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা
 

Friday, June 1, 2018

র‌্যাবের মাদকবিরোধী অভিযানে এক মাসে নিহত ৩১


র‌্যাবের মাদকবিরোধী অভিযানে এক মাসে নিহত ৩১
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ঘোষণার পর মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযানে নেমেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব সদর দফতর জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে গত এক মাসে (৪ মে-৩১ মে ১৮) র‌্যাব মোট ৮৩৭ টি অভিযান পরিচালনা করে। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ৪২৯টি। 

এসময়

Tuesday, February 27, 2018

বগুড়ায় র‌্যাব কর্তৃক ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

গোলাম রব্বানী শিপন:  বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব- ১২) সদস্য কর্তৃক ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছেন।

বগুড়ায় র‌্যাব কর্তৃক ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ বোতল ফেনসিডিল, দুইটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৮শ’ ৫০ টাকা জব্দ করা হয়।  

আটকরা হলেন- সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. সোহাগ ও শাজাহানপুর উপজেলার রহিমাবাদ মধ্যপাড়ার আবু তালেবের ছেলে তাজুল ইসলাম।  

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-১২ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলা ও শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়। 

আটকরা দীর্ঘদিন ধরে বগুড়ার বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিল বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Sunday, February 18, 2018

বগুড়ায় র‌্যাব’র অভিযানে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘটনায় চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

বগুড়ায় র‌্যাব’র অভিযানে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র  ফাঁস ঘটনায় চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার 

বগুড়ায় র‌্যাব’র অভিযানে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘটনায় চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার


বহুল আলোচিত দেশব্যাপী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘটনায় বগুড়ায় এক অভিযানে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জরিত থাকার অভিযোগে রবিউল আলম (১৯) নামের চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) । 

গ্রেপ্তারকৃত রবিউল আলম গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার শিবপুর গ্রামের জালাল মিয়ার ছেলে এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের ছাত্র। অন্যদিকে পলাতক সোহান পারভেজ গোপালগঞ্জের একই কলেজের ছাত্র ।  

১৮ ফেবরুয়ারী (রোববার)দুপুর দেড়টার সময় বগুড়া র‌্যাব-১২ কোম্পানী সদরে আয়োজিত একপ্রেস ব্রিফিং অনুষ্ঠানে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

 তিনি জানান ,সকাল সাড়ে ৯ টার দিকে গোপন এক সংবাদের ভিত্তিতে শহরের জহুরুল নগর এলাকায় অভিযান চালিয়ে রবিউল আলমকে আটক করে র‌্যাব সদস্যরা।  

মেজর মোর্শদ বিষয়টি নিশ্চিত করে আরো জানান , একই এলাকার সোহান পারভেজ নামের এক ব্যাক্তি প্রশ্নফাঁস সংক্রান্ত একটি চক্রের প্রধান বলে গ্রেপ্তারকৃতর স্বিকারোক্তি মূলক জবান বন্দিতে র‌্যাব প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছে। 

তিনি জানান, চক্রটি নিদিষ্ট পরীক্ষার আগের দিন এসএসসি পরীক্ষার লিখিত প্রশ্নফাঁস করে প্রথমে হাতে লিখে। এরপর তাদের এজেন্টর মাধ্যমে পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ করে তাদের ফেসবুকের ম্যাসেঞ্জারের অ্যাগ্লিকেশনের মাধ্যমে বিক্রি করে থাকে।পরে তাদে দেয়া বিকাশ নম্বরের মাধ্যমে টাকার লেনদেন হয় । 

ব্রিফিংয়ে জানানো হয়, একইভাবে পরীক্ষা শুরু এক ঘণ্টা আগে এমসিকিউ প্রশ্ন উত্তরসহ ফাঁস করে চক্রটি।গ্রেপ্তারকৃত রবিউল গোপারগঞ্জ থেকে বগুড়ায় এসেছিল ওই কাজেই ।  

শেষ খবর পর্যন্ত গ্রেপ্তারকৃত রবিউল আলমের দেয়া তথ্যমতে চক্রের মূলহোতা সহ চক্রের অন্যন্য সদস্যদের আটকের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মেজর এসএম মোর্শদ হাসান।  

সংবাদ সুত্র: এফএনএস থেকে সংগৃহীত -