Showing posts with label SSC Question Out 2018. Show all posts
Showing posts with label SSC Question Out 2018. Show all posts

Sunday, February 18, 2018

বগুড়ায় র‌্যাব’র অভিযানে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘটনায় চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

বগুড়ায় র‌্যাব’র অভিযানে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র  ফাঁস ঘটনায় চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার 

বগুড়ায় র‌্যাব’র অভিযানে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘটনায় চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার


বহুল আলোচিত দেশব্যাপী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘটনায় বগুড়ায় এক অভিযানে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জরিত থাকার অভিযোগে রবিউল আলম (১৯) নামের চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) । 

গ্রেপ্তারকৃত রবিউল আলম গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার শিবপুর গ্রামের জালাল মিয়ার ছেলে এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের ছাত্র। অন্যদিকে পলাতক সোহান পারভেজ গোপালগঞ্জের একই কলেজের ছাত্র ।  

১৮ ফেবরুয়ারী (রোববার)দুপুর দেড়টার সময় বগুড়া র‌্যাব-১২ কোম্পানী সদরে আয়োজিত একপ্রেস ব্রিফিং অনুষ্ঠানে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

 তিনি জানান ,সকাল সাড়ে ৯ টার দিকে গোপন এক সংবাদের ভিত্তিতে শহরের জহুরুল নগর এলাকায় অভিযান চালিয়ে রবিউল আলমকে আটক করে র‌্যাব সদস্যরা।  

মেজর মোর্শদ বিষয়টি নিশ্চিত করে আরো জানান , একই এলাকার সোহান পারভেজ নামের এক ব্যাক্তি প্রশ্নফাঁস সংক্রান্ত একটি চক্রের প্রধান বলে গ্রেপ্তারকৃতর স্বিকারোক্তি মূলক জবান বন্দিতে র‌্যাব প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছে। 

তিনি জানান, চক্রটি নিদিষ্ট পরীক্ষার আগের দিন এসএসসি পরীক্ষার লিখিত প্রশ্নফাঁস করে প্রথমে হাতে লিখে। এরপর তাদের এজেন্টর মাধ্যমে পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ করে তাদের ফেসবুকের ম্যাসেঞ্জারের অ্যাগ্লিকেশনের মাধ্যমে বিক্রি করে থাকে।পরে তাদে দেয়া বিকাশ নম্বরের মাধ্যমে টাকার লেনদেন হয় । 

ব্রিফিংয়ে জানানো হয়, একইভাবে পরীক্ষা শুরু এক ঘণ্টা আগে এমসিকিউ প্রশ্ন উত্তরসহ ফাঁস করে চক্রটি।গ্রেপ্তারকৃত রবিউল গোপারগঞ্জ থেকে বগুড়ায় এসেছিল ওই কাজেই ।  

শেষ খবর পর্যন্ত গ্রেপ্তারকৃত রবিউল আলমের দেয়া তথ্যমতে চক্রের মূলহোতা সহ চক্রের অন্যন্য সদস্যদের আটকের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মেজর এসএম মোর্শদ হাসান।  

সংবাদ সুত্র: এফএনএস থেকে সংগৃহীত -