Saturday, December 8, 2018

বগুড়া র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল পৃথক পৃথক অভিযানে ০৮ ডিসেম্বর ২০১৮ ইং তারিখ ১৬.৩০ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন উমোরদিঘী বাজারস্থ জনৈক মোঃ রাজু মেডিক্যাল স্টোর এর সামনে অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা, 
বগুড়া র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


০১টি মোবাইল,০২টি সীম এবং মাদক বিক্রয়ের নগদ ৮,৩৯০/-(আট হাজার তিনশত নব্বই) টাকাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সুলতান মাহমুদ(৩৩) পিতামৃত মহির উদ্দিন সাং কলমা সোনারপাড়া থানা কাহালু জেলা বগুড়া বগুড়াকে গ্রেফতার করে এবং ০৮ ডিসেম্বর ২০১৮ইং তারিখ ১৭.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন ছোহের উদ্দিন নিউ মার্কেটের ৩য় তলায় আল-আমিন স্পোর্টস দোকানের সামনে অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা, ০২টি মোবাইল, ০৩টি সীম এবং মাদক বিক্রয়ের নগদ ১,৯৫৫/-(এক হাজার নয়শত পঞ্চান্ন) টাকাসহ 

মাদক ব্যবসায়ী ১। মোঃ গোলজার হোসেন(২৩) পিতা মোঃ ফরিদ হোসেন সাং কর্ণপুর থানা ও জেলা বগুড়া ও ২। মোঃ লিমন (৩২) পিতা মোঃ আঃ বাছেদ আলী সাং বাদুরতলা থানা ও জেলা বগুড়াদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা বগুড়া জেলার শাজাহানপুর থানা এবং সদর থানা এলাকায় ক্রয়- বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বগুড়া জেলার শাজাহানপুর থানা এবং সদর থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন।

No comments:

Post a Comment