Showing posts with label মাদক. Show all posts
Showing posts with label মাদক. Show all posts

Tuesday, January 15, 2019

বগুড়া র‌্যাব ও জেলা প্রশাসন কর্তৃক মাদক সেবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

বগুড়া উত্তর ডটকম : র‌্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ জানুয়ারি ২০১৯ ইং তারিখ ১৩: ৩০ ঘটিকা হতে ১৯: ০০ ঘটিকা পর্যন্ত সহকারী পুলিশ সুপার এস,এম, জামিল আহমেদ, ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২, বগুড়া এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আব্দুল হাই সিদ্দিকী বগুড়া দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানা এলাকায় মাদক সেবনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।


২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারা মোতাবেক মাদক সেবনের অপরাধে বিজ্ঞ ভ্রাম্যমান আদালত ধৃত আসামী ১। মোঃ রাসেল (২২), পিতা-আবুল কাশেম, সাং-তালোড়া সন্ধাবাড়ী, থানা- ধুপচাঁচিয়া জেলা-বগুড়া, ২। মোঃ জনি (২৯), পিতা- শফিক হোসেন, সাং-লতিফপুর কালোনী , ৩। মোঃ জাকারিয়া রকি (৩০), পিতা-আঃ সামাদ আজাদ, সাং-লতিফপুর পশ্চিমপাড়া, উভয় থানা ও জেলা-বগুড়া, ৪। শ্রী বিপ্লব রায় (১৯), পিতা-বিনয় রায়, সাং-জোড়া হিন্দু পাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, 

৫। মোঃ রাজু (৪০), পিতা-মৃত ইউনুস আলী, সাং-উত্তর ঠেলোপাড়া, ৬। মোঃ শিফাত হোসেন (১৯), পিতা-মৃত আসলাম উদ্দিন, সাং-বৃন্দাবন দক্ষিণ পাড়া, ৭। অমিত হাসান (২৮), পিতা-মৃত দেলোয়ার হোসেন, সাং-রিয়াজ বাড়ীলেন সুত্রাপুর ৮। মোঃ শামিম হোসেন (২৬), পিতা-মৃত মাহাযুজার রহমান, সাং-সুত্রাপুর, এবং 

৯। মোঃ মেহেদী হাসান (২৫), পিতা-বোরাজুল ইসলাম, সাং-ঠনঠনিয়া পশ্চিম পাড়া, উভয় থানা ও জেলা বগুড়াদেরকে সর্বমোট ১৯,০০০/- টাকা অনাদায়ে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করলে তাদের অভিবাবকগণ জরিমানার টাকা জমা প্রদান করায় তাদের জামিনে মুক্তি প্রদান করেন। 

অপর ধৃত আসামী ১০। মোঃ আমিনুল ইসলাম (৩৫), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-দত্তবাড়ী, ১১। মোঃ মানিক শেখ (৪০), পিতা- মোঃ তারা শেখ, সাং-মাল গ্রাম মধ্যপাড়া, ১২। শ্রী বাঁধন চন্দ্র দাস (২০), পিতা- বিনয় চন্দ্র দাস, সাং- লাহিড়ী পাড়া(মহাস্থান), ১৩। মোঃ আঃ মজিদ (৫৫), পিতা-মৃত বাল্টু শেখ, সাং-নাটাই পাড়া এবং 

১৪। মোঃ আঃ লতিফ (৪৫), পিতা-মৃত নয়া মিয়া, সাং-দক্ষিণ কাটনার পাড়া উভয় থানা ও জেলা বগুড়াদেরকে প্রত্যেককে ২০০০/- টাকা করে সর্বমোট ১০,০০০/- টাকা অর্থদন্ডসহ প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করিলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত কারাদন্ডের কয়েদের পরোয়ানা মূলে জেলা কারাগার বগুড়ায় হস্তান্তর করা হয়।

বগুড়া সংবাদ থেকে সংগৃহীত

Monday, February 19, 2018

বগুড়ায় ফেন্সিডিল সহ গ্রেপ্তার-২

বগুড়ায় ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর এক অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল সহ মোঃ রফিকুল ইসলাম রতন (৪০) ও ছগীর হোসেন হাওলাদার (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

Bogra News, Bogra, বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন, ফেন্সিডিল, আটক

রফিকুল ইসলাম লালমনিরহাটের উত্তর বত্রিশ হাজারী,কালিগঞ্জ এলাকার আলিমুদ্দিনের ছেলে এবং ছগীর হোসেন হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দাওয়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে ।  

৪র্থ এপিবিএন’র একটি দায়িত্বশীল জানায় , গত শনিবার রাতে সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন এর নেতৃত্বে ব্যটালিয়নের একটি বিশেষ টিম শহরের জয়পুরপাড়া এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে 

লালমনিরহাট হতে ঢাকা গামী হাজী সরকার পরিবহন (নং- ঢাকা মেট্রো- ব-১১-৯০৮৩ )নামক একটি যাত্রীবাহি বাসটি তল্লাশী করে । 

এসময় সেখান থেকে মোট ৮০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ।  এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

সূত্র-এফএনএস