Monday, February 19, 2018

বগুড়ায় ফেন্সিডিল সহ গ্রেপ্তার-২

বগুড়ায় ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর এক অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল সহ মোঃ রফিকুল ইসলাম রতন (৪০) ও ছগীর হোসেন হাওলাদার (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

Bogra News, Bogra, বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন, ফেন্সিডিল, আটক

রফিকুল ইসলাম লালমনিরহাটের উত্তর বত্রিশ হাজারী,কালিগঞ্জ এলাকার আলিমুদ্দিনের ছেলে এবং ছগীর হোসেন হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার দাওয়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে ।  

৪র্থ এপিবিএন’র একটি দায়িত্বশীল জানায় , গত শনিবার রাতে সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন এর নেতৃত্বে ব্যটালিয়নের একটি বিশেষ টিম শহরের জয়পুরপাড়া এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে 

লালমনিরহাট হতে ঢাকা গামী হাজী সরকার পরিবহন (নং- ঢাকা মেট্রো- ব-১১-৯০৮৩ )নামক একটি যাত্রীবাহি বাসটি তল্লাশী করে । 

এসময় সেখান থেকে মোট ৮০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ।  এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

সূত্র-এফএনএস

No comments:

Post a Comment