বগুড়া উত্তর ডটকম : র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ জানুয়ারি ২০১৯ ইং তারিখ ০৬.৪৫ ঘটিকায় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন রানিহাট বাজারস্থ তিন ভাই ফার্নিচার প্রোঃ জনৈক মোঃ ইউনুস আলী এর সামনে বগুড়া টু নাটোর হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে||
মোট ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল ফোন, ০৪টি সিম, ০১(এক) টি মাইক্রোবাস এবং নগদ ৩১০/-(তিনশত দশ) টাকাসহ মাদক ব্যবসায়ী ১। শ্রী বাদল চন্দ্র দাস(৩০), পিতা মৃত নরেন্দ্র বিশা দাস, সাং মধু মাঝিরা পানাতাপাড়া, থানা ও জেলা বগুড়া, ২। শ্রী রনজিত চন্দ্র রায় (৩৫), পিতা শ্রী রাজেশ^র চন্দ্র রায়, সাং আশেকপুর হিন্দুপাড়া, ৩। ড্রাইভার শ্রী বিষ্ণ মহন্ত (২৫), পিতা শ্রী নীল কমল চন্দ্র মহন্ত, সাং গন্ডগ্রাম কালিতলা মধ্যপাড়া, উভয় থানা শাজাহানপুর জেলা বগুড়াদ্বয়কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন।
No comments:
Post a Comment