বগুড়া পৌরছাত্র দল সাধারন সম্পাদক রবিউল ইসলাম দারুন আসল ১৫(পনের) হাজার টাকার সুদ সহ ২০(বিশ) হাজার টাকা পরিশোধ হলেও অতিরিক্ত আরো দাবী কৃত ৩০(ত্রিশ) হাজার টাকা না দেয়ায় অগ্রগতি বহুমুখী সমিতি লোকজন গর্ভবতী মহিলার শাপলা বেগম (২১) এর পেটে লাথি মারে।
নির্মম লাথির আঘাতে মহিলার গর্ভের সন্তান নষ্ঠ হয়ে যায়। গুরুতর আহত গর্ভবতী শাপলা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
এবিষয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলেন রবিউল ইসলাম দারুন, মোঃ বারিক, আনদালিভ, কুলসুম, উভয় সাং উত্তরচেলোপাড়া থানা জেলা বগুড়া।
নির্মম লাথির আঘাতে মহিলার গর্ভের সন্তান নষ্ঠ হয়ে যায়। গুরুতর আহত গর্ভবতী শাপলা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
এবিষয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলেন রবিউল ইসলাম দারুন, মোঃ বারিক, আনদালিভ, কুলসুম, উভয় সাং উত্তরচেলোপাড়া থানা জেলা বগুড়া।
No comments:
Post a Comment