মোঃ হাদিসুর রহমান (বগুড়া ) প্রতিনিধি : ১৭ই এপ্রিল "ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা" এই শ্লোগান কে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১১ টায় সরকারি আজিজুল হক বগুড়া, এ কলেজ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: শাহজাহান আলী (অধ্যক্ষ স:আ:হক কলেজ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: ফজলুর হক উপধ্যক্ষ স: আ: হক কলেজ ।
সভাপতিত্ব করেন : প্রফেসর মো: আনোয়ারুল ইসলাম সম্পাদক, শিক্ষক পরিষদ, স: আ: হক কলেজ বগুড়া। এ সময় কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান সহ কলেজের সকল শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন। উক্ত সভায় বিভিন্ন বক্তারা ১৭ই এপ্রিল "ঐতিহাসিক মুজিবনগর দিবস" উপলক্ষে বক্তব্য প্রদান করেন। অবশেষে সভাপতি মহোদয়ের বক্তব্য দিয়েই আলোচনা সভা শেষ হয়।
No comments:
Post a Comment