Saturday, November 17, 2018

শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক

শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক
শিবগঞ্জ (বগুড়া ) প্রতিনিধিঃ রশিদুর রহমান রানা:  বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করার প্রস্তুতি কালে শিবগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৭ ডাকাত সদস্য আটক।শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটকজানা যায়, গতকাল শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আলহাজ উদ্দিন, এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান-১, এসআই (নিঃ)

মোঃ আনোয়ার হোসেন, এসআই (নিঃ) মোঃ আহসানুল হক, এসআই (নিঃ) মোঃ আবু সাঈদ খান, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদ, এএসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম,এএসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সহ ফোর্স সহ   শিবগঞ্জ আটমূল ইউনিয়নের আতাহার গ্রামের পশ্চিম পাশে কোয়াটার মাইল দুরে খুলুপুকুর নামক স্থান জনৈক মোঃ শামসুল হক এর পুকুর পারে ১২/১৩ জনের একটি ডাকাত দল সমবেত হইয়া পুকুর পারে বসিয়া ডাকাতি করার প্রস্তুতি গ্রহনের শলাপরামর্শ করাকালীন  সময় পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় শিবগঞ্জ থানার আতাহার উত্তরপাড়া গ্রামের জাহিদুল ইসলাম এর পুত্র  মোঃ জাকারিয়া (৩৮),  একই গ্রামের আমিরুল ইসলাম এর পুত্র মোঃ নুর নবী (২৫), মৃত: গিয়াছ উদ্দিন মন্ডল এর পুত্র মোঃ মাসুদ রানা  আব্দুর রহিম, আতাহার দক্ষিণপাড়া গ্রামের পিতা-মৃত রহিম উদ্দিন, এর পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৫০), আটমূল পূর্বপাড়া গ্রামের তোফাজ্জল কাজী এর পুত্র মোঃ আশিকুল ইসলাম (৩৫), নান্দুরা গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন এর পুত্র মোঃ আঃ খালেকমোশারফ হোসেন (৩৫), কুড়াহার আয়নাপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিন প্রাং পুত্র মোঃ বাচ্চু প্রামানিক (৫০) কে আটক করে ।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আটকৃতরা ডাকাত দলের সদস্য। তারা গরু চুরি সহ রোড ডাকাত করে  থাকে।


আরো খবর পড়ুনঃ>>

>>>>  বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

>>>> পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 

>>>>  শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক 

 

>>>>  ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

 

>>>>  বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

No comments:

Post a Comment