Showing posts with label শিবগঞ্জ উপজেলা. Show all posts
Showing posts with label শিবগঞ্জ উপজেলা. Show all posts

Sunday, February 3, 2019

শিবগঞ্জে মসজিদের জায়গা দখলের চেষ্টা ও গাছ কর্তন



------------------------------
নামুজা বার্তাঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূলে মসজিদের জায়গা দখলের চেষ্টা ও গাছ কর্তৃন করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ৩ ফেব্র“য়ারি রবিবার সকাল ৯ টায় আটমূল ইউপির মোঘইলপাড়া গ্রামের জনৈক মফিজ উদ্দিন ও তার দুই পুত্র মিলে জামে মসজিদের ৩ শতক জায়গা দখলের জন্য টিনের বেড়া ভেঙ্গে মসজিদের লাগানো ১১ টি আম গাছ কর্তন করতে থাকে। এ সময় মসজিদ কমিটির লোকজন ও গ্রামবাসী তাদের বাধা প্রদান করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উক্ত সংঘর্ষে উভয় পক্ষের দুই জন আহত হয়। আহতরা হলেন মফিজ উদ্দিন ও মোছাঃ তানজিলা খাতুন। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে। শিবগঞ্জ থানা পুলিশ ওইদিন দুপুরে ঘটনার স্থল পরিদর্শন করেন। ০৩.০২.২০১৯

Sunday, November 18, 2018

শিবগঞ্জে প্রতিপক্ষের মারপিটে দুই জন আহত অতঃপর থানায় অভিযোগ

আনোয়ার হোসেন, নামুজা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ আহত-২ অতঃ পর থানায় অভিযোগ। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে। মাঝিহট্ট ইউপির সৈয়দ দামগাড়া পশ্চিশ পাড়া গ্রামের নুরুল ইসলাম শেখের পুত্র এনামুল হোসেন ও তার স্ত্রী মোছাঃ আলেয়া বেগম এবং মোজাম শেখের পুত্র তরিকুল শেখ, 

পূর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের প্রতিবেশী রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ রেবেকা বিবি (৪০) ও তার পুত্র সজিব শেখ (১৭) কে গত ১৬ নভেম্বর দুপুরে কাপড় শুকানোর জন্য বাড়ির বাহিরে বের হলে উপরে উল্লেখিত ব্যাক্তিরা দেশীয় অস্ত্র, লাঠি সোঠা নিয়ে তাদের মারপিট করে। প্রতিপক্ষের মারপিটে মা ও ছেলে আহত হয়ে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় রেবেকার স্বামী বাদী হয়ে শিবগঞ্জ থানায় এনামুল হোসেন, মোছাঃ আলেয়া বেগম ও তরিকুল শেখকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ১৮ নভেম্বর শিবগঞ্জ থানার এসআই আহসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

Saturday, November 17, 2018

শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক

শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক
শিবগঞ্জ (বগুড়া ) প্রতিনিধিঃ রশিদুর রহমান রানা:  বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করার প্রস্তুতি কালে শিবগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৭ ডাকাত সদস্য আটক।শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটকজানা যায়, গতকাল শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আলহাজ উদ্দিন, এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান-১, এসআই (নিঃ)

মোঃ আনোয়ার হোসেন, এসআই (নিঃ) মোঃ আহসানুল হক, এসআই (নিঃ) মোঃ আবু সাঈদ খান, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রশিদ, এএসআই (নিঃ) মোঃ আশরাফুল ইসলাম,এএসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম সহ ফোর্স সহ   শিবগঞ্জ আটমূল ইউনিয়নের আতাহার গ্রামের পশ্চিম পাশে কোয়াটার মাইল দুরে খুলুপুকুর নামক স্থান জনৈক মোঃ শামসুল হক এর পুকুর পারে ১২/১৩ জনের একটি ডাকাত দল সমবেত হইয়া পুকুর পারে বসিয়া ডাকাতি করার প্রস্তুতি গ্রহনের শলাপরামর্শ করাকালীন  সময় পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় শিবগঞ্জ থানার আতাহার উত্তরপাড়া গ্রামের জাহিদুল ইসলাম এর পুত্র  মোঃ জাকারিয়া (৩৮),  একই গ্রামের আমিরুল ইসলাম এর পুত্র মোঃ নুর নবী (২৫), মৃত: গিয়াছ উদ্দিন মন্ডল এর পুত্র মোঃ মাসুদ রানা  আব্দুর রহিম, আতাহার দক্ষিণপাড়া গ্রামের পিতা-মৃত রহিম উদ্দিন, এর পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৫০), আটমূল পূর্বপাড়া গ্রামের তোফাজ্জল কাজী এর পুত্র মোঃ আশিকুল ইসলাম (৩৫), নান্দুরা গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন এর পুত্র মোঃ আঃ খালেকমোশারফ হোসেন (৩৫), কুড়াহার আয়নাপাড়া গ্রামের মৃত ছলিম উদ্দিন প্রাং পুত্র মোঃ বাচ্চু প্রামানিক (৫০) কে আটক করে ।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আটকৃতরা ডাকাত দলের সদস্য। তারা গরু চুরি সহ রোড ডাকাত করে  থাকে।


আরো খবর পড়ুনঃ>>

>>>>  বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

>>>> পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 

>>>>  শিবগঞ্জ পুলিশের হাতে ৭ ডাকাত সদস্য আটক 

 

>>>>  ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার

 

>>>>  বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

Monday, April 23, 2018

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিহার হাট দাখিল মাদ্রাসায় বই দিবস পালিত

হাদিসুর রহমান, ( বগুড়া ) প্রতিনিধি :  ২৩ শে এপ্রিল ২০১৮  বিশ্ব ব্যাপি পালিত হয় "বই দিবস" তার’ই অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিহার হাট দাখিল মাদ্রাসায় বই দিবস পালিত হয় ।  

বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিহার হাট দাখিল মাদ্রাসায় বই দিবস পালিত


অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোফাজ্বল হোসেন ( মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি)  অনুষ্ঠান টি উপস্থাপনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আ,ন,ম এহসান আলী। সভাপতি সাহেব তাঁর বক্তবে বলেন, "বর্তমান সরকার শিক্ষার উপর যেভাবে কাজ করছেন এভাবে চললে কিছু দিনের মাঝেই বাংলাদেশ শিক্ষার দিক দিয়ে মাথা উচু করে দাড়াতে পারবে"।  

এছাড়াও শিক্ষার মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ।  এসময় বক্তব্য রাখেন গ্রীন ওয়ার্ল্ডের পরিচালক জনাব তৌফিক হাসান তিনি বলেন,  "বই একমাত্র জিনিস যা বর্তমান সমাজ কে ঠিক রাখতে পারে বর্তমান এই নেশার জগৎ কে দূরে সরে রাখতে পারে"  তাই বেশি বেশি বই পড়া সবার উচিৎ বলেই তিনি মনে করেন ।    

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  গ্রীন ওয়ার্ল্ডের উপ পরিচালক মাসুদ রানা জয়, মোঃ আবুজার, শাহীন মাহমুদ ভান্ডারী সহ  অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।    অনুষ্ঠানে এলাকার গুণীজন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

Saturday, February 24, 2018

বগুড়ার গোকুলে নিহত নেতা সনি'র জানাযার নামাজ সম্পূূর্ণ

ফলোআপঃ বগুড়ার গোকুলে  রাম দায়ের কোপে নিহত সেচ্ছাসেবক দল নেতা সনি'র জানাযার নামাজ সম্পূূর্ণ 

বগুড়ার গোকুলে নিহত নেতা সনি'র জানাযার নামাজ সম্পূূর্ণ

এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের গোকুল ছ'মিল বন্দরে যুবদল ও সেচ্ছাসেবক দলের দলীয় কোন্দলে প্রতিপক্ষের রাম দা'য়ের কোপে নিহত 

ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক সনি'র জানাযার নামাজ শনিবার বাদ আছর গোকুল মধ্যপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

জানাযার নামাজে অংশ গ্রহন করেন বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু, 

জেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম ডাবলু,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক সাইমুম ইসলাম, 

সরকারী আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের আহব্বায়ক শফিকুল ইসলাম শফিক,ছাত্রনেতা নাহিদ,যুবনেতা বুলু মিয়া,

সাংবাদিক এস আই সুমন সহ মরহুমের আত্নীয় স্বজন সহ দলীয় নেতাকর্মীবৃন্দ ও এলাকার বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন। 

জানাযার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

জানাযার নামাজ পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু মরহুম সনি'র আত্নার মাগফেরাত কামনা করেন ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান,

সেই সাথে সনি'র হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহব্বান জানান।

বগুড়ার গোকুলে ২ গ্রুপের সংঘর্ষে আহত ৩ নিহত ১

গোলাম রব্বানী শিপন: মহাস্থান (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শহরতলির গোকুল ইউনিয়নের পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামে নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় সনি (২৬) নামে এক স্বেচ্ছাসেবক দলের কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বগুড়ার-গোকুলে-২-গ্রুপের-সংঘর্ষে-আহত-৩-নিহত-১

এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। আহতরা হলো, গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, ও তার স্ত্রী সালমা আকতার নিশা এবং সেচ্ছাসেবক দলের কর্মী আবদুল হাকিম। 

পরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান কে আশংকাজন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। 

এ ঘটনায় বগুড়া সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোকুল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান এর সাথে দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপুলের বিরোধ চলে আসছিল। 

গত ২-৩ দিন পূর্বে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিপুলের গ্রুপের লোকজন সভাপতি মিজানুর রহমানের গ্রুপের ওপর বিবাদমান হামলা চালায়। 

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে মিজানুর গ্রুপের মিজানুর, তার স্ত্রী নিশা, আবদুল হাকিম ও কর্মী গোকুল মধ্যপাড়া গ্রামের জামাত আলীর ছেলে সনি আহত হন। 

পরে এলাকাবাসী তাদের দ্রুত উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে বিকাল সাড়ে ৩টার দিকে সেচ্ছাসেবক কর্মী সনি মারা যান। 

ওসি আরও বলেন, নিহত সনির লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় শুক্রবার বিকাল নাগাদ পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Thursday, February 22, 2018

বগুড়ায় ছাত্রীর শ্লিলতাহানীর ঘটনায় শিক্ষক গ্রেপ্তার

বগুড়ার শিবগঞ্জ রহবল উচ্চ বিদ্যালয়ের আনোয়ার হোসেন রুবেল নামের এক লম্পট শিক্ষকের নারী কেলেংকারী ঘটনায় আটক করা হয়েছে।  

বগুড়া-ছাত্রী-শ্লিলতাহানী-ঘটনায়-স্কুল-শিক্ষক-গ্রেপ্তার

আনোয়ার হোসেন রুবেল উপজেলার কৃষনপুর মধুপুর গ্রামের আব্দুল হাইযের পুত্র এবং রহবল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত ।  

সম্প্রতি পিকনিকে যাওয়া এক ছাত্রীকে বাসের মধ্য একা পেয়ে শ্লিলতাহানীর ঘটনায় ফুঁসে ওঠা শিক্ষার্থীরা স্কুলে তালালাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ক্লাক বর্জন করায় ওই শিক্ষককে আটক করে পুলিশ ।  

জানা গেছে , ইতি পূর্বে এলাকায় একাধিক নারী কেলেংকারী ঘটনার পরও শিক্ষকতায় যোগ দেন আনোয়ার হোসেন রুবেল । কিন্তু চোরায় না শোনে ধর্মের কাহিনী । পবিত্র পেশায় আশার পর সে বিভিন্ন সময়ে নারী কেলেংকারী ঘটনায় জরিয়ে পরে । 

এ নিয়ে বহুবার বিচার শালিশে তাকে সতর্ক করা হলেও লম্পট ওই শিক্ষক নিজেকে শোধরাতে পারেননি ।  তারই ধারাবাহিকতায় , গত ১৪ ফেব্রুয়ারী তারিখে স্কুলের বাৎসরিক পিকনিকের জন্য স্কুললের শিক্ষক শিক্ষার্থীরা ময়মনসিংহে গাড়ো পাহাড়ে যায় । 

সেখানে যাওয়ার পর সেখানে অশুস্থ্যবোধ করা এক ছাত্রীকে বাসে একা বসে থাকার সুযোগ নিয়ে তাকে শ্লিলতাহানী করার চেষ্টা করেন ওই শিক্ষক । বিষয়টি তৎক্ষনাৎ ভাবে টের পেয়ে তাকে হাতে নাতে আটক করা হয় । 

এতে ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা । পরে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ তার বিচারের নিশ্চিয়তা দিলে শান্ত হয় শিক্ষার্থী।  পিকনিক থেকে ফিরে আসার পর আবারো ওই শিক্ষকের বিচার দাবী করে সোচ্চার হয় শিক্ষার্থীরা । 

গত কয়েক দিনের চাপা ক্ষোভ অবশেষে বিস্ফোরন ঘটে বৃহস্পতিবার । এসময় শত শত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভে ফেঁটে পরে । অবস্থার বেগতিক দেখে শিক্ষক রুবেলকে সাসপেন্ড করার কথা জানান প্রধান শিক্ষক । 

কিন্তু তার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসায় পুলিশে খবর দেয়া হয় । পরে শিবগঞ্জ মোকামতলা বিশেষ ফাঁড়ী পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক রুবেলকে আটক করে নিয়ে আসে।  

এ ব্যপারে মোকামতলা পুলিশ ফাঁড়ী পুলিশের ইনর্চাজ ইন্সপেক্টর মিজানুর রহমানের সাথে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, আটক শিক্ষককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে শিক্ষক রুবেলের বিচারের দাবীতে গোটা এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে বলে জানা গেছে।  

সূত্র -এফএনএস

Wednesday, February 21, 2018

ভাষা শহিদদের বিনম্র শ্রদ্ধা জানাতে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ

২১ শে ফ্রেরুয়ারী উদযাপন উপলক্ষে ভাষা শহিদদের বিনম্র শ্রদ্ধা জানাতে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, অদ্য প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ.....

ভাষা শহিদদের বিনম্র শ্রদ্ধা জানাতে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের



ভাষা শহিদদের বিনম্র শ্রদ্ধা জানাতে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের  


 শহিদ মিনারে উপস্থিত বাংলা ভাষা প্রেমীদের মুখে একটাই ধ্বনি ছিলো, যারা মায়ের ভাষাকে বিশ্বের বুকে পরিচয় করে দিয়েছে, আমরা তাদের ভুলবো না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল শহীদদের প্রতিশ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য শহীদ মিনারে আসেন তারা। 

তাদের মুখে তখন একটাই স্লোগান ছিল, “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফ্রেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি”।

মহাস্থানে নব স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পালিত হলো মাতৃভাষা দিবস

গোলাম রব্বানী শিপন মহাস্থান প্রতিনিধি, ২১ ফেব্রুয়ারি ২০১৮: বিনম্র শ্রদ্ধা ভালোবাসা ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে সদ্য নব নির্মিত স্মৃতিসৌধে পালিত হলো মাতৃভাষা দিবস।


international-Mather-Language-day-Mahasthan-bogra-news

কিন্তু দুঃখের বিষয় সারা বাংলাদেশে মাতৃভাষা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করলেও আমার মনে হয় আজ কেউ সহজে বলতে পারবেন না বাংলা পঞ্জিকা হিসাবে কত তারিখ? অামার ধারনা অনেকেই জানেন না।

অাজ বাংলা পঞ্জিকা অনুশারে ফাল্গুন মাসের ৯ তারিখ। অর্থাৎ বাংলা ১৪২৪ সালের ৮ই ফাল্গুন। (মতান্তরে ৯ই ফাল্গুন, লীপ ইয়ারের কারনে পরবর্তীতে বাংলা এবং ইংরেজি তারিখ বিভ্রাট ঘটে) যে মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন, রফিক, সফিক, সালাম, বরকাতসহ অারোও নাম না জানা কত বীর।

কখনোও কি ভেবে দেখেছেন অামাদের বাংলার বীর ভাষা সৈনিকেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিল মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস অামরা এ দিনটি অাজ পালণ করি ইংরেজি ক্যালেন্ডার হিসাবে। তাই অামাদের সবার অাজ এই মহান দিনে দাবি থাক ২১ সে ফ্রেরুয়ারীর পাশাপাশি ৯ই ফাল্গুন সমান ভাবে প্রচার হোক এবং প্রচার পাক।

(অাজ ৯ ফাল্গুন) ২১ ফ্রেরুয়ারী সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা ভরে স্মরন করছে বাঙ্গিজাতি। (একুশে ফ্রেরুয়ারী) বাংলাদেশের জনগনের গৌরব, উজ্জলময় বিশ্ব ইতিহাসের বিরল একটি দিন।

অাজকের এই মহান দিন উদযাপন উপলক্ষ্যে সারাদেশের মত বগুড়ার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজ চত্বরে নব স্মৃতিস্তম্ভে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য র্যালীতে নেতৃত্ব দিয়ে ছিলেন, বগুড়ার- ২ শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ।

এছাড়াও অংশগ্রহণ করেন, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র- ছাত্রী, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সামাজিক সংগঠন, ব্যবসায়ী মহল সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বুধবার ২১ ফ্রেরুয়ারী সকালে মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজ শহীদ মিনার গিয়ে দেখা যায়, হাতে হাতে ফুল নিয়ে জড়ো হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।

international-Mather-Language-day-Mahasthan-bogra-news

বেলা বাড়ার সাথে সাথে হাজারো জাতির ঢল নামে মহাস্থান শহিদ মিনার মাঠ। এরপর সকাল সাড়ে ৮টায়, মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজ, হাইস্কুল, সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় সু-নাম ধন্য মোর্নিং সান কেজি স্কুল, ইকরা মডেল, এবং মোকবুল হোসেন অাদর্শ কেজি স্কুলের যৌথ ব্যানারে শহীদদের স্মরনে একটি বিশাল র্যালী বের হয়।

র্যালীটি মহাস্থান মহাসড়ক প্রদক্ষিণ শেষে অাবারো শহিদ মিনার চত্বরে গিয়ে সমাবেত হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে একে সবাই শহীদদের প্রতিশ্রদ্ধা জানাতে শহীদ মিনারস্তম্ভে ফুল অর্পণ করেন।

এর অাগে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানায়, স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তি যোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ। এছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় শহিদ মিনারে উপস্থিত বাংলা ভাষা প্রেমীদের মুখে একটাই ধ্বনি ছিলো, যারা মায়ের ভাষাকে বিশ্বের বুকে পরিচয় করে দিয়েছে, আমরা তাদের ভুলবো না। সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল শহীদদের প্রতিশ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য শহীদ মিনারে আসেন তারা। তাদের মুখে তখন একটাই স্লোগান ছিল, “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফ্রেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি”।