Showing posts with label জানাজা. Show all posts
Showing posts with label জানাজা. Show all posts

Saturday, February 24, 2018

বগুড়ার গোকুলে নিহত নেতা সনি'র জানাযার নামাজ সম্পূূর্ণ

ফলোআপঃ বগুড়ার গোকুলে  রাম দায়ের কোপে নিহত সেচ্ছাসেবক দল নেতা সনি'র জানাযার নামাজ সম্পূূর্ণ 

বগুড়ার গোকুলে নিহত নেতা সনি'র জানাযার নামাজ সম্পূূর্ণ

এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদরের গোকুল ছ'মিল বন্দরে যুবদল ও সেচ্ছাসেবক দলের দলীয় কোন্দলে প্রতিপক্ষের রাম দা'য়ের কোপে নিহত 

ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক সনি'র জানাযার নামাজ শনিবার বাদ আছর গোকুল মধ্যপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

জানাযার নামাজে অংশ গ্রহন করেন বগুড়া জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক কাউন্সিলর শাহ মেহেদী হাসান হিমু, 

জেলা যুবলীগের সাধারন সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম ডাবলু,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক সাইমুম ইসলাম, 

সরকারী আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের আহব্বায়ক শফিকুল ইসলাম শফিক,ছাত্রনেতা নাহিদ,যুবনেতা বুলু মিয়া,

সাংবাদিক এস আই সুমন সহ মরহুমের আত্নীয় স্বজন সহ দলীয় নেতাকর্মীবৃন্দ ও এলাকার বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন। 

জানাযার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

জানাযার নামাজ পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু মরহুম সনি'র আত্নার মাগফেরাত কামনা করেন ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান,

সেই সাথে সনি'র হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহব্বান জানান।