Thursday, July 26, 2018

করতোয়া নদীতে গোসল করতে নেমে যুবক নিহত


বগুড়ার মাটিডালীতে করতোয়া নদীতে গোসল করতে নেমে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত, এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার মাটিডালীতে করতোয়া নদীতে গোসল করতে নেমে সাঁতার না জানায় এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় মাটিডালী বাজারের বেইলী ব্রীজ সংলগ্ন করতোয়া নদীতে গোসল করতে নামে মামুন নামের এক যুবক সে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় এবং সাথে সাথেই মারা যায়।

 নিহত যুবক মামুন(৪০) কালিবালা গ্রামের নাইট গার্ড বুলু মিয়ার ছেলে বলে জানা যায়। এবং সে দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্য হীন ছিল বলে পারিবারিক সূত্রে জানান। সংবাদ পেয়ে ফুলবাড়ী ফাঁড়ীর এস আই বদিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

No comments:

Post a Comment