Tuesday, April 10, 2018

বগুড়া মাটিডালী থেকে এক অটো রিক্সা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ!

এস আই সুমন বগুড়া প্রতিনিধিঃ   বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের মাটিডালী ঈদগাহ মাঠের পার্শে অটো রিক্সা চালকের জবাই করার লাশ উদ্ধার করেছে পুলিশ।


বগুড়া মাটিডালী থেকে এক অটো রিক্সা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ!



জানা গেছে, মঙ্গলবার সকালে বগুড়া মাটিডালী ঈদগাহ মাঠের পার্শ্বে এক অটো রিক্সা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বগুড়ার সোনাতলার হারিকান্দী মধ্যপাড়া গ্রামের সরোওয়ারদীর পুত্র সাইদুল ইসলাম (৩৫) প্রতিদিনের ন্যায় অটোরিক্সা ভাড়া নিয়ে শহরের বিভিন্ন জায়গায় চালাইতো। সে সদরের ফুলবাড়ী মাটির মসজিদ এলাকার শহিদুলের বাড়ীতে ভাড়া থাকতো। 

সোমবার রাতে গাড়ী চালাতে গিয়ে রাতে ভাড়ায় বাসায় ফিরে আসেনি । ছিনতাই কারীরা তার কাছে থেকে আটোরিক্সা, মোবাইল, ভাড়া খাটার টাকা কেরে নিয়ে তাকে কলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়। 

অনেক খোজাখুজির পর মঙ্গলবার সকালে মাটিডালী ঈদগাহ মাঠের পার্শ্বে থেকে পুলিশ তার গালাকাটা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সদর এ সার্কেল সনাতন চক্রবর্তি, ওসি এমদাদ হোসেন, ফুলবাড়ীর এস,আই শহিদুল ইসলাম, এস আই বদিউজ্জামান বদি প্রমুখ।

সূত্র ঃ    www.bograsangbad.com

No comments:

Post a Comment