Showing posts with label Bogra-Bus-terminal. Show all posts
Showing posts with label Bogra-Bus-terminal. Show all posts

Tuesday, February 27, 2018

বগুড়া-ঢাকা রুটে সকল বাস চলাচল বন্ধ

২৭ ফ্রেরুয়ারী, গোলাম রব্বানী শিপন, বগুড়া থেকেঃ   বগুড়া মোটর মালিক গ্রুপ ও নওগাঁ মোটর শ্রমিক সমিতির নেতাদের দ্বন্দ্বের জের ধরে এবার বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বগুড়া-ঢাকা-রুটে-সকল-বাস-চলাচল-বন্ধ

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার পর থেকে শহরের ঢাকাগামী যাত্রীবাহী বাসের সবগুলো কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। 

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম নিরাপদ নিউজকে জানান, পূর্বের দ্বন্দ্বের জের ধরে পাঁচদিন ধরে নওগাঁ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা বগুড়ার বাস মালিকদের ১৫টি বাস আটকে রেখেছেন। 

বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। বিষয়টি নিয়ে সোমবার দুপুরেও রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে জরুরি সভা করে। 

সভায় শান্তিপূর্ণ সমঝোতার ব্যাপারে সিদ্ধান্ত হলেও বিকেলে নওগাঁর শ্রমিক নেতারা ঢাকায় বগুড়ার বাস মালিকদের টিকিট কাউন্টার বন্ধ করে দেন। 

এর প্রতিবাদে রাতেই বগুড়া থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেন বগুড়ার মালিকরা। 

এরপরই বন্ধ করে দেওয়া হয় শহরের চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঠনঠনিয়ায় ঢাকা বাস টার্মিনাল ও সাতমাথায় থাকা সব বাসের টিকিট কাউন্টারগুলো। 

আচমকা এমন সিদ্ধান্তে চরম দূর্ভোগ ও বিপাকে পড়েছে ঢাকাগামী শত শত যাত্রীগন।