Showing posts with label জাতীয়. Show all posts
Showing posts with label জাতীয়. Show all posts

Thursday, January 10, 2019

বগুড়ায় শুরু হয়েছে নয় দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা

 

বগুড়ার ধুনট পৌরসভা এলাকায় শুরু হয়েছে নয় দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে পৌরসভার পূর্বভরনশাহী গ্রামে এ ইজতেমা শুরু হয়।

টঙ্গির বিশ্ব ইজতেমা সফল করতে এবারই প্রথম ধুনট পৌর এলাকায় এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৯ জানুয়ারি) দুপুরে ইজতেমার ময়দান পরিদর্শন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান। 

এ দিকে বুধবার বিকাল থেকেই মুসল্লিদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। ইজতেমার আশপাশে মুসল্লিদের নিত্য প্রয়োজনীয় সকল ধরনের দোকানপাটও গড়ে উঠেছে। 

ইজতেমার সূরা সদস্য আবু বক্কর সিদ্দিক জানান, নয় দিনব্যাপী দেশ ও বিদেশের ওলামায়ে একরামগণ কুরআন ও হাদিসের আলোকে ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করবেন।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য পৌর মেয়র এজিএম বাদশাহ্ জানান, ইজতেমায় অংশ নিতে ইতিমধ্যে চাঁদ, জর্ডান, তিউনিশিয়াসহ আরও কয়েকটি দেশের বিদেশি মুসল্লিগণ এবং দেশের বিভিন্ন এলাকার মুসল্লিগণ জামাত বন্দি হয়ে অংশ নিচ্ছেন। ইজতেমায় বিদেশি মুসল্লি এবং মহিলাদের জন্য পৃথক থাকার ব্যবস্থাও করা হয়েছে। 

শনিবার ফজরের নামাজ আদায়ের পর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আঞ্চলিক ইজতেমা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান বলেন, ইজতেমা প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 

ধর্ষণচেষ্টা ব্যার্থ হয়েই ৩ ফুটফুটে শিশুকে হত্যা করে যৌনদস্যুরা


বগুড়া উত্তর ডটকম: গোলাম রব্বানী শিপন, স্টাফ নিউজ: চাঞ্চল্যকর সবে স্কুলে যাওয়া শুরু করা শিশু ফারিয়া আক্তার দোলা (৫) ও নুসরাত জাহান (৪) হত্যার কারণ উদ্ঘাটিত হয়েছে। খেলারত ওই দুই শিশুকে লিপস্টিক দিয়ে সাজিয়ে দেওয়ার কথা বলে গোলাম মোস্তফা তার ঘরে নিয়ে যায়।


পূর্বেই তার ফুফাতো ভাই আজুিল বাওনিয়াকে ডেকে নিয়ে আসে মোস্তফা। এরপর তারা শিশু দুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুরা চিৎকার করতে শুরু করে। আর চিৎকারের শব্দ যাতে বাইরে না যেতে পারে সে জন্য জোরে গান বাজায় মোস্তফা। ধর্ষণে ব্যর্থ হয়ে তারা শ্বাসরোধে দুই শিশুকে হত্যা করে।

এদিকে রাজধানীর গেণ্ডারিয়া এলাকায় দুই বছরের শিশু আয়েশাকে খিচুড়ি খাওয়ানোর কথা বলে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় নাহিদ। পরে সে ৩তলা ভবনের জানালা দিয়ে শিশুটিকে ছুড়ে ফেলে হত্যা করে। নাহিদের মেয়ে বুশরা পুলিশকে সহযোগিতা করার কারণে হত্যা রহস্য বেরিয়ে এসেছে। পুলিশ গতকাল সংবাদ সম্মেলন করে এই দুই হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।

মিন্টো রোডে পুলিশের গণমাধ্যম শাখায় এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ফরিদ উদ্দিন আহমেদ প্রথমে ডেমরায় দুই শিশু হত্যার ঘটনা সম্পর্কে জানান। তিনি বলেন, ডেমরার কোনাপাড়া এলাকার বাড়ি থেকে সোমবার বিকেলে নিখোঁজ হয় দোলা ও নুসরাত। তাদের খোঁজে এলাকায় মাইকিং করা হয়। রাতে কোনাপাড়ার শাহজালাল রোডের মোস্তফার ঘর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে এলাকাবাসী। পরদিন মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীর ভাঙাপ্রেস ও ডেমরার মোল্লাব্রিজ এলাকা থেকে মোস্তফা ও আজিজুলকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিসি ফরিদ উদ্দিন জানান, লাশ উদ্ধারের পর তাঁরা ধারণা করেছিলেন, অত ছোট বাচ্চাদের মুক্তিপণের জন্য হয়তো নেওয়া হয়েছে। কিন্তু জিজ্ঞাসাবাদে দুজন বলেছে, ধর্ষণ করার উদ্দেশ্যে তারা নুসরাত আর দোলাকে সোমবার দুপুরে বাসায় নিয়ে যায়। লিপস্টিক দিয়ে সাজিয়ে দেওয়ার নাম করে প্রথমে তাদের বাসায় ডেকে আনা হয়। এরপর আজিজুল ও মোস্তফা ইয়াবা সেবন করে উচ্চশব্দে গান ছাড়ে। পরে ধর্ষণের চেষ্টা করলে শিশুরা চিৎকার শুরু করে। একপর্যায়ে দোলাকে গলাটিপে হত্যা করে আজিজুল এবং নুসরাতকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে মোস্তফা।

হত্যার পর আজিজুল পালিয়ে যায় আর মোস্তফা দুই শিশুর মরদেহ নিয়ে বাসায় থাকে। একপর্যায়ে খাটের নিচে মরদেহ রেখে দেয়। মোস্তফার স্ত্রী গার্মেন্টসকর্মী আঁখি সন্ধ্যার দিকে কারখানা থেকে বাসায় ফিরে স্বামীর অস্বাভাবিক আচরণ দেখতে পান। মেঝেতে শিশুদের সেন্ডেল পড়ে থাকতে দেখেন তিনি।

ফরিদ উদ্দিন বলেন, ‘সন্ধ্যায় মোস্তফার স্ত্রী আঁখি বাসায় ফিরে স্বামীর অস্বাভাবিক আচরণ দেখে সন্দিহান হয়ে ওঠেন। আঁখি প্রতিবেশীর বাসায় গেলে ওই ফাঁকে মোস্তফা বাসা থেকে বেরিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ওই বাসার খাটের নিচ থেকে মেয়ে দুটির লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছা এবং আরো কিছু আলামত উদ্ধার করা হয়। মোস্তফা সিরামিকের কারখানায় ও আজিজুল একটি বেকারিতে কাজ করে বলে জানায়। ’

ডিসি বলেন, শিশুরা চিৎকার করলেও উচ্চশব্দে গান বাজানোর কারণে বাইরের কেউ শুনতে পায়নি। শিশু দুটি নার্সারিতে পড়ত। তাদের সাজিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নেয় মোস্তফা।

ঘটনা পূর্বপরিকল্পিত কি না জানতে চাইলে ফরিদ উদ্দিন বলেন, মোস্তফা ফোন করে আগেই আজিজুলকে বাসায় ডেকে নেয়। তার মানে বোঝা যাচ্ছে এখানে কোনো পূর্বপরিকল্পনা ছিল। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই।
তিনি আরো জানান, পেশায় সিরামিক মিস্ত্রি মোস্তফার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ডাকাতিচেষ্টার একটি মামলা রয়েছে। তার গ্রামের বাড়ি মাদারীপুর, আর আজিজুলের বাড়ি ফরিদপুরে। এ ঘটনায় প্রথমে মোস্তফার স্ত্রী আঁখি ও শ্যালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

ধর্ষণে ব্যর্থ হয়ে আয়েশাকে হত্যা করে নাহিদ গেণ্ডারিয়ার সাধনা ঔষধালয়ের পাশে দীননাথ সেন রোডের একটি বাসায় গত শনিবার শিশু আয়েশাকে খিচুড়ি খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় নাহিদ। পরে সে তিনতলার জানালা দিয়ে শিশুটিকে ছুড়ে ফেলে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নাহিদের মেয়ে বুশরা আদালতে জবানবন্দি দিয়েছে।

ডিসি ফরিদ উদ্দিন আহমেদ জানান, শনিবার লাশ পাওয়ার পরদিন নিহত আয়েশার বাবা ইদ্রিস আলী বাদী হয়ে ‘ধর্ষণের পর হত্যার’ অভিযোগ এনে প্রতিবেশী নাহিদকে আসামি করে গেণ্ডারিয়া থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলার আসামি নাহিদকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে নিজ বাসার তৃতীয় তলার খোলা জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করে। এতে তার দুই পা ভেঙে যায়। নাহিদ এখন পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন।

ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদ জানিয়েছে, প্রতিবেশী শিশু আয়েশাকে খিচুড়ি খাওয়ানোর কথা বলে বাসায় ডেকে নেয় সে। পরে শিশুটিকে তিনতলা থেকে ফেলে হত্যা করে। তার থেকে এর বেশি কিছু জানা সম্ভব হয়নি, কারণ সে অনেক বেশি অসুস্থ। ’

ডিসি জানান, শিশু আয়েশা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে এগিয়ে আসে গ্রেপ্তারকৃত আসামি নাহিদের সপ্তম শ্রেণিতে পড়া মেয়ে বুশরা। গত মঙ্গলবার বাবার কুকর্মের কথা তুলে ধরে আদালতে জবানবন্দি দেয় সে। আদালতে বুশরা জানায়, শনিবার সন্ধ্যার দিকে বাসার বারান্দায় বসে ছিল সে। এ সময় বাবার শোবার কক্ষ থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পায় সে। এরপর সে বাবার কক্ষে যায়। দরজা খুলে দেখে, তার বাবা বিছানায় আর আয়েশা তার কোলে কাঁদছে। তখন নাহিদ বুশরাকে ধমক দিয়ে বলে, ‘এই তুই এখানে এসেছিস কেন?’ তখন বুশরা অন্য রুমে চলে যায়। এরপর নাহিদ আয়েশাকে তিনতলার খোলা জানালা দিয়ে ফেলে দেয়। ’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি, পাঁচ বছর আগে নাহিদের স্ত্রী মারা যায়। এরপর সে আর বিয়ে করেনি। ১২ বছরের মেয়েকে নিয়ে নাহিদ ওই বাসার তৃতীয় তলায় থাকে। আর গেণ্ডারিয়ার দীননাথ সেন রোডের একটি টিনশেড বাড়িতে বাবা-মা ও বোনদের সঙ্গে থাকত শিশু আয়েশা (২)। প্রতিদিন সকালে আয়েশার মা-বাবা কাজে চলে যেতেন। আর দিনের বিভিন্ন সময় গেণ্ডারিয়ার সাধনা ঔষধালয়ের সামনের গলিতে চারতলা ভবনের সামনে খেলা করত সে।

আপডেটঃ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

বগুড়া উত্তর ডটকম: বগুড়া শহরের মানিকচক এলাকায় সিএনজি চালিত অটো রিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৪ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২ জন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায়।



নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার শাখারিয়া গ্রামের সামিউল আলম (৪২), তার ৫ বছর বয়সী শিশু পুত্র ইব্রাহিম হোসেন, সদর উপজেলার কর্ণপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাবেদ আলী (৪৮) এবং অজ্ঞাতনামা এক যুবক(২৭)। নিহত সকলেই দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটো টেম্পোর যাত্রী।

বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, কাঠের গুড়ি বোঝাই ভটভটি বাইপাস সড়ক দিয়ে মাটিডালীর দিকে যাচ্ছিল। মানিকচক বাজারের অদূরে বিপরীত মুখি সিএনজি চালিত অটো টেম্পোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবক নিহত হন। আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে স্থানীয় একটি কিনিক এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জন মারা যায়।

বগুড়া শজিমেক হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মণ্ডল জানান, হাসপাতালে ভর্তির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশু ইব্রাহিম মারা যায়, এর আধা ঘন্টা পর মারা যান সাবেদ আলী। পরে শিশু ইব্রাহিমের বাবা সামিউলও মারা যান।




আগের প্রকাশিত লেখা: 
বগুড়ায় ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ১ আহত ১ 

Wednesday, January 9, 2019

বগুড়ায় ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ১ আহত ১

বগুড়া উত্তর ডট কম (সাদ্দাম হোসাইন বগুড়াঃ বগুড়ার দ্বিতীয় বাইপাস রাস্তায় মানিকচক বন্দরের আগে, বুধবার সন্ধায় ৬:৩০ মি: এ ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু ও আহত হয়। 




“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন” এবং আহতদের শজিমেক হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয় বলে যানা যায়! তাদের কারোও পরিচয় জানা যায়নি। মানিচক তালতলা বাইপাসে অবৈধ বালু রাখাছিল, সেখান হতে বালুর ট্রাক উঠতেছিল, বালুর ট্রাক ভটভটিকে ধাক্কা দেয় তার পর সি,এন,জি এসে ধাক্কা খাইছে!


৩০শে জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ৩০শে জানুয়ারি। ওই দিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন।


সংবিধান অনুযায়ী সংসদের প্রথম ও বছরের অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। পরে রাষ্ট্রপতির ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব জানাতে সাধারণ আলোচনা হয়। সংসদের প্রথম অধিবেশনে সংবিধানের অনুচ্ছেদ-৭৪ অনুযায়ী নতুন সংসদের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হয়। এ জন্য কমপক্ষে এক ঘণ্টা পূর্বে নোটিশ দিতে হয়। একজন প্রস্তাবক, একজন সমর্থক ও প্রার্থীর সম্মতি লাগে।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত সংসদ সদস্যরা ৪ জানুয়ারি শপথ গ্রহণ করেন। 

Tuesday, January 8, 2019

চির নিদ্রায় শায়িত হলেন, সড়ক দূর্ঘটনায় নিহত ইউসুফ



গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টার (বগুড়া): হাজার হাজার মানুষের চোখের জলে চির বিদায় নিলেন সড়ক দূর্ঘটনায় নিহত বগুড়া শিবগঞ্জের রায়নগর পশ্চিমপাড়া গ্রামের মরহুম মমতাজ উদ্দীন প্রোং এর পুত্র হাজী কল্যাণ সমিতির সদস্য ও দেশ বরেন্য মোয়াল্লেম লাকী হজ্জ কাফেলার প্রতিনিধি আলহাজ্ব ইউসুফ আলী প্রাং (৪৫)। মঙ্গলবার সকাল ১০টায় তাঁর নামাজের জানাজা সম্পন্ন হয়। জানাজা নামাজের পূর্বে কান্নায় ভেঙে পড়েন মরহুমের অত্যন্ত আপনজন ও হাজারো মুসাল্লীগন। মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন তাঁর ছেলে। 



উল্লেখ্য, সোমবার সকাল ১০টায় উপজেলার চন্ডিহারা চকপাড়া নামক ঢাকা-রংপুর মহাসড়কে মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে মুহুর্তেই পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।