Thursday, January 24, 2019
১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা
Saturday, January 19, 2019
ধুনটে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৪৩ তম বিশ্ব ইজতেমা
Saturday, January 12, 2019
বগুড়ার এরুলিয়া পলিবাড়ী সরকারপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন
Thursday, January 10, 2019
বগুড়ায় শুরু হয়েছে নয় দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা
বগুড়ার ধুনট পৌরসভা এলাকায় শুরু হয়েছে নয় দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে পৌরসভার পূর্বভরনশাহী গ্রামে এ ইজতেমা শুরু হয়।
টঙ্গির বিশ্ব ইজতেমা সফল করতে এবারই প্রথম ধুনট পৌর এলাকায় এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৯ জানুয়ারি) দুপুরে ইজতেমার ময়দান পরিদর্শন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান।
এ দিকে বুধবার বিকাল থেকেই মুসল্লিদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। ইজতেমার আশপাশে মুসল্লিদের নিত্য প্রয়োজনীয় সকল ধরনের দোকানপাটও গড়ে উঠেছে।
ইজতেমার সূরা সদস্য আবু বক্কর সিদ্দিক জানান, নয় দিনব্যাপী দেশ ও বিদেশের ওলামায়ে একরামগণ কুরআন ও হাদিসের আলোকে ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করবেন।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য পৌর মেয়র এজিএম বাদশাহ্ জানান, ইজতেমায় অংশ নিতে ইতিমধ্যে চাঁদ, জর্ডান, তিউনিশিয়াসহ আরও কয়েকটি দেশের বিদেশি মুসল্লিগণ এবং দেশের বিভিন্ন এলাকার মুসল্লিগণ জামাত বন্দি হয়ে অংশ নিচ্ছেন। ইজতেমায় বিদেশি মুসল্লি এবং মহিলাদের জন্য পৃথক থাকার ব্যবস্থাও করা হয়েছে।
শনিবার ফজরের নামাজ আদায়ের পর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ আঞ্চলিক ইজতেমা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান বলেন, ইজতেমা প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ধুনটে দেশী-বিদেশী মুসল্লিদের পদচারনায় মুখরিত বিশ্ব ইজতেমার ময়দান
তিনি তার বয়ানে ঈমান ও আমল মজবুত করতে মুসল্লিদের হযরত মোহাম্মদের (সা:) সুন্নত ও আদর্শ নিয়ে আল্লাহ্র রাস্তায় বের হওয়ার আহবান জানান। এছাড়া বাদ আছর মাওলানা রেজাউল করিম সাহেব এবং বাদ মাগরিব ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা আব্দুল মতিন সাহেব বয়ান করেন। এসময় মুসল্লিদের সুবাহান আল্লাহ, আলহামদুলিল্লাহ্, আল্লাহু আকবর ধ্বনীতে মুখরিত হয় ইজতেমা ময়দান। শনিবার ফজরের নামাজ আদায়ের পর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমার সমাপ্তি ঘটবে।
Wednesday, January 9, 2019
ধুনট পৌর এলাকার ইজতেমা বৃহস্পতিবার থেকে শুরু
ইজতেমার সূরা সদস্য আবু বক্কর সিদ্দিক জানান, ইজতেমা ময়দানে তিনদিন ব্যাপি দেশ ও বিদেশের ওলামায়ে একরামগণ কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ্র ইবাদত বন্দেগী, নবী রাসুলের তরিকা ও সুন্নত সহ ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করবেন।
ইজতেমা আয়োজক কমিটির সদস্য পৌর মেয়র এজিএম বাদশাহ্ জানান, ইজতেমায় অংশ নিতে ইতিমধ্যে চাঁদ, জর্ডান, তিউনিশিয়া সহ আরো কয়েকটি দেশের বিদেশী মুসল্লিগন এবং দেশের বিভিন্ন এলাকার মুসল্লিগণ জামাত বন্দি হয়ে অংশ নিচ্ছেন। ইজতেমায় বিদেশী মুসল্লিগণ এবং মহিলাদের জন্য পৃথক থাকার ব্যবস্থাও করা হয়েছে। শনিবার ফজরের নামাজ আদায়ের পর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান বলেন, ইজতেমা প্রাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।