বগুড়া উত্তর ডটকম: বগুড়া সদরের এরুলিয়া পলিবাড়ী সরকারপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন এর উদ্বোধন করেন করেন সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।
এ সময় উপস্থিত ছিলেন অত্র মসজিদের সভাপতি হায়দার আলী ,সাধারন সম্পাদক সারওয়ার হাসেন, সদস্য রফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, ফিরোজ, ফাইম, সিয়াম, আরাফাত, মোরসালিন, মোত্তাকিন, রাব্বি, করিম, আঃ রশিদ, মোকলেছার, পেশ ঈমাম রুহুল আমিনসহ মুসল্লিবৃন্দ । ভিত্তি প্রস্তর শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কমানা করে দোয়া পরিচালনা করেন মাওঃ আব্দুর শাকুর।
No comments:
Post a Comment