বগুড়া উত্তর ডট কম (সাদ্দাম হোসাইন বগুড়াঃ বগুড়ার দ্বিতীয় বাইপাস রাস্তায় মানিকচক বন্দরের আগে, বুধবার সন্ধায় ৬:৩০ মি: এ ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু ও আহত হয়।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন” এবং আহতদের শজিমেক হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয় বলে যানা যায়! তাদের কারোও পরিচয় জানা যায়নি। মানিচক তালতলা বাইপাসে অবৈধ বালু রাখাছিল, সেখান হতে বালুর ট্রাক উঠতেছিল, বালুর ট্রাক ভটভটিকে ধাক্কা দেয় তার পর সি,এন,জি এসে ধাক্কা খাইছে!
এখন পর্যন্ত শিশু সহ দুইজন নিহত হয়েছে।।
ReplyDelete