বগুড়া উত্তর ডটকম: বগুড়া শহরের মানিকচক এলাকায় সিএনজি চালিত অটো রিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৪ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২ জন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায়।
নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার শাখারিয়া গ্রামের সামিউল আলম (৪২), তার ৫ বছর বয়সী শিশু পুত্র ইব্রাহিম হোসেন, সদর উপজেলার কর্ণপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাবেদ আলী (৪৮) এবং অজ্ঞাতনামা এক যুবক(২৭)। নিহত সকলেই দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটো টেম্পোর যাত্রী।
বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, কাঠের গুড়ি বোঝাই ভটভটি বাইপাস সড়ক দিয়ে মাটিডালীর দিকে যাচ্ছিল। মানিকচক বাজারের অদূরে বিপরীত মুখি সিএনজি চালিত অটো টেম্পোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবক নিহত হন। আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে স্থানীয় একটি কিনিক এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জন মারা যায়।
বগুড়া শজিমেক হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মণ্ডল জানান, হাসপাতালে ভর্তির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশু ইব্রাহিম মারা যায়, এর আধা ঘন্টা পর মারা যান সাবেদ আলী। পরে শিশু ইব্রাহিমের বাবা সামিউলও মারা যান।
আগের প্রকাশিত লেখা:
বগুড়ায় ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ১ আহত ১
No comments:
Post a Comment