বগুড়া উত্তর ডটকম: (সাদ্দাম হোসাইন বগুড়া) বগুড়ায় ব্যাটারী চালিত অটো রিক্সার সাথে পিক-আপ এর সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১২ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া- নামুজা সড়কে চাঁদমুহা হরিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন বগুড়া সদরের ছোট টেংরা গ্রামের লোকমান হোসেনের ছেলে সামছুর রহমান (৫২) ও সাজনা গ্রামের বিলেত আলীর ছেলে আনিছার রহমান (৪৫)। আহতদের মধ্যে শিহাব ও নুরু মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দু
দুর্ঘটনাস্থলরিদর্শনকারী বগুড়া সদর থানার উপ- পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, হতাহতরা ঘোড়াধাপ বাজার থেকে অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাদমুহা হরিপুর এলাকায় সড়কে মোড় ঘুরতে গিয়ে বিপরীতমুখি পিকআপ ( ঢাকা মেট্রো - ন-১১-৪৭২৪) এর সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিক্সার যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজন মারা যায়।
দুর্ঘটনাস্থলরিদর্শনকারী বগুড়া সদর থানার উপ- পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, হতাহতরা ঘোড়াধাপ বাজার থেকে অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাদমুহা হরিপুর এলাকায় সড়কে মোড় ঘুরতে গিয়ে বিপরীতমুখি পিকআপ ( ঢাকা মেট্রো - ন-১১-৪৭২৪) এর সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিক্সার যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজন মারা যায়।