Showing posts with label ট্রাক-চাপা. Show all posts
Showing posts with label ট্রাক-চাপা. Show all posts

Saturday, January 12, 2019

বগুড়ায় ব্যাটারী চালিত অটো রিক্সার সাথে পিক-আপ এর সংঘর্ষে নিহত ২ আহত ৩

বগুড়া উত্তর ডটকম: (সাদ্দাম হোসাইন বগুড়া) বগুড়ায় ব্যাটারী চালিত অটো রিক্সার সাথে পিক-আপ এর সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। 


শনিবার (১২ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বগুড়া- নামুজা সড়কে চাঁদমুহা হরিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।  দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন বগুড়া সদরের ছোট টেংরা গ্রামের লোকমান হোসেনের ছেলে সামছুর রহমান (৫২) ও সাজনা গ্রামের বিলেত আলীর ছেলে আনিছার রহমান (৪৫)। আহতদের মধ্যে শিহাব ও নুরু মিয়াকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দু

দুর্ঘটনাস্থলরিদর্শনকারী বগুড়া সদর থানার উপ- পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, হতাহতরা ঘোড়াধাপ বাজার থেকে অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চাদমুহা হরিপুর এলাকায় সড়কে মোড় ঘুরতে গিয়ে বিপরীতমুখি পিকআপ ( ঢাকা মেট্রো - ন-১১-৪৭২৪) এর সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিক্সার যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজন মারা যায়।

Thursday, January 10, 2019

আপডেটঃ বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

বগুড়া উত্তর ডটকম: বগুড়া শহরের মানিকচক এলাকায় সিএনজি চালিত অটো রিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ ৪ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ২ জন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায়।



নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার শাখারিয়া গ্রামের সামিউল আলম (৪২), তার ৫ বছর বয়সী শিশু পুত্র ইব্রাহিম হোসেন, সদর উপজেলার কর্ণপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাবেদ আলী (৪৮) এবং অজ্ঞাতনামা এক যুবক(২৭)। নিহত সকলেই দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটো টেম্পোর যাত্রী।

বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, কাঠের গুড়ি বোঝাই ভটভটি বাইপাস সড়ক দিয়ে মাটিডালীর দিকে যাচ্ছিল। মানিকচক বাজারের অদূরে বিপরীত মুখি সিএনজি চালিত অটো টেম্পোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যুবক নিহত হন। আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে স্থানীয় একটি কিনিক এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জন মারা যায়।

বগুড়া শজিমেক হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মণ্ডল জানান, হাসপাতালে ভর্তির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশু ইব্রাহিম মারা যায়, এর আধা ঘন্টা পর মারা যান সাবেদ আলী। পরে শিশু ইব্রাহিমের বাবা সামিউলও মারা যান।




আগের প্রকাশিত লেখা: 
বগুড়ায় ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ১ আহত ১ 

Thursday, November 29, 2018

সিরাজগঞ্জে বাস-ট্রাকের ত্রী-মুখী সংঘর্ষে ঝড়ে গেল ৫ নারীর প্রাণ

গোলাম রব্বানী শিপন : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বাস-ট্রাকের ত্রী-মুখী সংঘর্ষে অকালে ঝড়ে গেল ৫ নারীর তারতাজা প্রাণ। এঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ২০ জন। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কড্ডার মোড়ে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ, বাস-ট্রাক, ত্রী-মুখী সংঘর্ষ, ঝড়ে গেল, ৫ নারীর প্রাণ


নিহতদের পরিচয় তাৎক্ষণিক ভাবে নিশ্চিত করা যায়নি। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার এ তথ্য জানিয়েছেন। কড্ডার মোড় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আসাদ আলী জানান, সকালে ঢাকা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে এসে নিয়ন্ত্রণ হারায়। 


এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও এর পাশের একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হলে আলিফ পরিবহনের বাসটি রাস্তার ওপর ও মিনিবাসটি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ছুটে এসে হতাহতের উদ্ধার। 

এদের মধ্যে ৪ নারীর লাশ বাস থেকে উদ্ধার করা হয়। এবং ২০ জনকে আহত উদ্ধার করে ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আরও এক নারীর মৃত্যু হয়।

Tuesday, February 27, 2018

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় নিহত ১

বগুড়ায় ট্রাক চাপায় নিহত ১ , সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শেরপুর কলেজের শিক্ষার্থীরা।

বগুড়ায় ট্রাক চাপায় নিহত ১

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বালুবাহী ট্রাক চাপায় শেরপুর ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞানের সাবেক প্রদর্শক এইচ এম সরোওয়ার্দী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌরশহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি শেরপুর পৌরশহরের প্রফেসরপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।  

শেরপুর থানার পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম বাংলানিউজকে জানান, সওদা-পাতি করে বাড়ি ফিরছিলেন নিহত সরোওয়ার্দী। 

রাস্তা পারাপারের সময় বগুড়াগামী (বগুড়া-ড-১১-০৮৫৬) একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক হোসেন আলীকে আটক করা হয়েছে। ট্রাক চালক দুপচাঁচিয়া উপজেলা সদরের তমিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি।   

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শেরপুর কলেজ রোড এলাকায় সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা কলেজ রোডে গতিরোধক ও দুর্ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। 

পরে পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।