Saturday, November 17, 2018

বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

রাহেনূর ইসলাম স্বাধীন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শহরের বিট ইনস্টিটিউটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্র নাঈম ইসলাম (২০) খুন হওয়ার কারন নারীঘটিত বলে পুলিশের ধারণা।
বগুড়ার সারিয়াকান্দিতে নাঈম হত্যাকান্ডের ঘটনায় ৫ আসামিকে আদালতে প্রেরণ

চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে নাঈম খুন হওয়ার পর তার হারিয়ে যাওয়া বগুড়া-ল ১২-০৯৩৬ নম্বরের এ্যাপাচি মোটরসাইকেল শনিবার সকালে উদ্ধার করেছে থানা পুলিশ।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আল আমিন জানান, সকালে সদর ইউনিয়নের একজন জনপ্রতিনিধি রামকৃষ্ণপুর গ্রামে একটি ঘাসক্ষেতে ওই মোটর সাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া আসামিদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলের ২০০ গজ দূর থেকে নাঈমের রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়।
শনিবার বিকালে এজাহারভুক্ত নাঈম হত্যার আসামি সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের কান্টু মোল্যার ছেলে অন্তর শ্রাবণ বিষু, একই গ্রামের আশিকুল ইসলাম ওরফে বেলাল মুন্সির ছেলে আতিকুর রহমান, সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা গ্রামের সাহাদৎ মেম্বারের ছেলে সিহাব বাবু, ধুনট উপজেলার গোলার তাইড় গ্রামের লুৎফর রহমানের ছেলে মনিরুজ্জামান মনির, একই এলাকার চিকাশী ইউনিয়নের লিয়াকত আলীর ছেলে অন্তর মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো খবর পড়ুন : 
 

পতিতা নিয়ে বিরোধেই খুন হয় নাইম 

 
বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা


বগুড়ায় দেলওয়ারা সেখ সরিফ মার্কেটে চাঁদা না পেয়ে অফিস ভাংচুর, টাকা লুট : থানায় মামলা

 

ঢাকায় অপহৃত নারী গার্মেন্টস কর্মীকে ধুনট থেকে উদ্ধার


বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রকে গলা কেটে হত্যা

No comments:

Post a Comment