“নবান্নের আনন্দে, জেগে উঠুক নতুনত্বে” এই স্লোগানে আগামিকাল (১৮.১১.১৮) রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় বগুড়া কলেজ থিয়েটার এর আয়োজনে ও সরকারি আজিজুল হক কলেজের সহযোগিতায় সপ্তম বারের মত দিনব্যাপি নবান্ন উৎসব- ১৪২৫ সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। দিনব্যাপি আয়োজনে থাকছে আনন্দ পদযাত্রা, উদ্বোধন, নবান্ন কথন, নবান্নের গান, নৃত্য, নাটক “কাজির বিচার”, নবান্নের কবিতা, ফিউশান পালা “পরকীয়া”, নাটক ” একটি অবাস্তব গল্প” ও বিশেষ আকর্ষণ ফিউশন বাউল দলের লোকজ গানের পরিবেশনা। উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের আমন্ত্রণ রইলো।
No comments:
Post a Comment