বগুড়ার দুপচাঁচিয়ায় গাছের সাথে বাসের ধাক্কায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে সুমন নামের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।
রবিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, নওগাঁ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অপরূপা পরিবহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৭৬২৮) দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার ডান পাশে নেমে গিয়ে একটি তালগাছে ধাক্কা দেয়। এতে দরজায় থাকা হেলপার সুমনের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যু হয়। এ সময় পাঁচ যাত্রী আহত হন।
আহতদের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুপচাঁচিয়া থানার এসআই আবদুস সালাম জানান, বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। সুমনের পকেটে থাকা আইডি কার্ড নষ্ট ও মুখ বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি।
No comments:
Post a Comment