গোলাম রব্বানী শিপন: ২৩.সেপ্টেম্বর ২০১৮ বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক স্বর্ণকার কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর শিবগঞ্জ উপজেলার পার আচলাই নামাপাড়া গ্রামের মুকুল মিয়ার পুত্র বাবু মিয়া (১৭) স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুকুল সে পার্শ্ববর্তী একটি জুয়েলার্সের দোকানে স্বর্ণকারের কাজ করত।
এ সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের ত্যাঁরের সাথে জরিয়ে পরে। এরপর স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কিশোর স্বর্ণকার ছিল।
স্বর্ণের কাজে বিদ্যুৎ ব্যবহার করতে দিয়ে অসাবধানতা বসত বিদ্যুতে জড়িয়ে তার আকষ্মিক মৃত্যু হয়। এদিকে কিশোর মিলনের আকষ্মিক মৃত্যুর খবর তার গ্রামে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শুরু হয় শোকের মাতম।
No comments:
Post a Comment