বগুড়া উত্তর ডটকম: (আনোয়ার হোসেন, নামুজা প্রতিনিধিঃ বগুড়ার পল্লীতে ব্যাটারি চালিত অটো ভ্যান দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপির রামপুর ভালুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফাজ উদ্দিন (৫৫) গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় পার্শ¦বতী পিরব ইউপির সিহালীহাট থেকে বাজার করে ব্যাটারি চালিত অটো ভ্যান যোগে বাড়ী যাবার সময় পিরব মাঠপাড়া নামকস্থানে ব্যাটারি চালিত অটো ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে নিচের জমিতে পড়ে দুর্ঘটনায় পতিত হয়।
এসময় ভ্যানের যাত্রী শিক্ষক আফাজ উদ্দিন মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হয়। পরে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
No comments:
Post a Comment